ETV Bharat / bharat

ইশু CAA-NRC, টুইটারে প্রচার শুরু মোদির - prime minister modi

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 শুধুমাত্র নিগৃহীত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার জন্য এবং কারোর নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার জন্য নয় : নরেন্দ্র মোদি

image
নরেন্দ মোদি
author img

By

Published : Dec 30, 2019, 12:03 PM IST

দিল্লি, 30 ডিসেম্বর : NRC ও নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর সমর্থনে নতুন পন্থা নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এবার টুইটারে একটি ক্যাম্পেন চালু করলেন তিনি ৷ হ্যাশট্যাগ ইন্ডিয়া সাপোর্ট CAA নামে ক্যাম্পেন চালু করেন ৷

  • #IndiaSupportsCAA because CAA is about giving citizenship to persecuted refugees & not about taking anyone’s citizenship away.

    Check out this hashtag in Your Voice section of Volunteer module on NaMo App for content, graphics, videos & more. Share & show your support for CAA..

    — narendramodi_in (@narendramodi_in) December 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নিজের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে আজ এই হ্যাশট্যাগটি চালু করেন মোদি ৷ তিনি লেখেন, নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 শুধুমাত্র নিগৃহীত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার জন্য এবং কারোর নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার জন্য নয় ৷ তিনি এটি প্রচার করারও আহ্বান জানান ৷

ইতিমধ্যে নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 নিয়ে তোলপাড় গোটা দেশ ৷ বিভিন্ন প্রান্তে বিক্ষোভের সঙ্গে সঙ্গে ব্যাপক হারে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা ৷ তাই নতুন করে এই আইনের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী, এমনই মনে করছে রাজনৈতিক মহল ৷

দিল্লি, 30 ডিসেম্বর : NRC ও নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর সমর্থনে নতুন পন্থা নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এবার টুইটারে একটি ক্যাম্পেন চালু করলেন তিনি ৷ হ্যাশট্যাগ ইন্ডিয়া সাপোর্ট CAA নামে ক্যাম্পেন চালু করেন ৷

  • #IndiaSupportsCAA because CAA is about giving citizenship to persecuted refugees & not about taking anyone’s citizenship away.

    Check out this hashtag in Your Voice section of Volunteer module on NaMo App for content, graphics, videos & more. Share & show your support for CAA..

    — narendramodi_in (@narendramodi_in) December 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নিজের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে আজ এই হ্যাশট্যাগটি চালু করেন মোদি ৷ তিনি লেখেন, নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 শুধুমাত্র নিগৃহীত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার জন্য এবং কারোর নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার জন্য নয় ৷ তিনি এটি প্রচার করারও আহ্বান জানান ৷

ইতিমধ্যে নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 নিয়ে তোলপাড় গোটা দেশ ৷ বিভিন্ন প্রান্তে বিক্ষোভের সঙ্গে সঙ্গে ব্যাপক হারে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা ৷ তাই নতুন করে এই আইনের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী, এমনই মনে করছে রাজনৈতিক মহল ৷

New Delhi, Dec 30 (ANI): Temperature in Delhi dropped to several degrees in the national capital. Homeless people were left with no other option but to sleep on the footpath in Delhi's Turkman Gate area. Minimum temperature was recorded at 2.5 degrees Celsius in the national capital, on Dec 29. Cold waves intensified while fog canopied parts of Delhi.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.