ETV Bharat / bharat

আম্বেদকরের ছবিতে কালি লাগাল দুষ্কৃতীরা - হরিয়ানা

বি আর আম্বেদকরের ছবিতে কালি লাগাল দুষ্কৃতীরা । হরিয়ানার পাঁচকুলার 25 নম্বর সেক্টরের ঘটনা । সেখানে একটি বেদিতে আম্বেদকরের ছবি ও নাম লেখা ছিল । সেই ছবিতেই কালি লেপে দেয় দুষ্কৃতীরা ।

বি আর আম্বেদকর
author img

By

Published : Aug 12, 2019, 7:48 AM IST

পাঁচকুলা (হরিয়ানা), 12 অগাস্ট : বি আর আম্বেদকরের ছবিতে কালি লাগাল দুষ্কৃতীরা । হরিয়ানার পাঁচকুলার 25 নম্বর সেক্টরের ঘটনা । সেখানে একটি বেদিতে আম্বেদকরের ছবি ও নাম লেখা ছিল । সেই ছবিতেই কালি লেপে দেয় দুষ্কৃতীরা ।

ঘটনাটি নিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন স্থানীয় আম্বেদকর ভক্তরা । ঘটনাটি শনিবার গভীর রাতে এবং রবিবার ভোরের মধ্যে ঘটেছে বলে মনে করা হচ্ছে । স্থানীয় থানায় অভিযোগ দায়ের হয়েছে ।

পাশাপাশি অভিযোগ জানানো হয়েছে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারের কাছেও ।

পাঁচকুলা (হরিয়ানা), 12 অগাস্ট : বি আর আম্বেদকরের ছবিতে কালি লাগাল দুষ্কৃতীরা । হরিয়ানার পাঁচকুলার 25 নম্বর সেক্টরের ঘটনা । সেখানে একটি বেদিতে আম্বেদকরের ছবি ও নাম লেখা ছিল । সেই ছবিতেই কালি লেপে দেয় দুষ্কৃতীরা ।

ঘটনাটি নিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন স্থানীয় আম্বেদকর ভক্তরা । ঘটনাটি শনিবার গভীর রাতে এবং রবিবার ভোরের মধ্যে ঘটেছে বলে মনে করা হচ্ছে । স্থানীয় থানায় অভিযোগ দায়ের হয়েছে ।

পাশাপাশি অভিযোগ জানানো হয়েছে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারের কাছেও ।

New Delhi, Aug 04 (ANI): On Friendship Day, several actors have spoken up about the special bond between friends with some of them even pointing out how they have developed close ties with animals too. Alia Bhatt made an important point on this friendship day and spread the message of coexistence. Alia sent out a happy Friendship Day greeting on Twitter celebrating unconditional love and friendship. Stressing that all friends play a part in our lives and we need to be thankful to our friends, Bollywood diva Hema Malini wished a happy Friendship Day. Saying that we should keep friends close to our heart, Kartik Aaryan wrote, "True Friendship Is Rare In Today's World! Always be there for Your Buddies and Keep Them Close to Your Heart Sonu Ki Taraf Se Sab Tituon Ko Happy Friendship's Day." He also shared a video of himself with a girl singing 'Tera Yaar Hoon Main' from 'Sonu Ke Titu Ki Sweety.' Esha Gupta also wished a happy friendship day and shared a picture of herself with a friend and captioned it as "Mine forever #friendsforlife (who's the alpha)."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.