দিল্লি, 29 জানুয়ারি : দিল্লিতে ইজ়রায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণ ৷ তবে পুলিশ সূত্রে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷
বিজয় চকে তখন চলছে বিটিং দা রিট্রিট অনুষ্ঠান ৷ সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সরকারের অন্য শীর্ষ স্থানীয় আধিকারিকরা ৷ সেই বিজয় চক থেকে ইজ়রায়েলের দূতাবাসের দূরত্ব 2 কিলোমিটারের কম ৷
পুলিশ জানিয়েছে, এটি মূলত আইইডি বিস্ফোরণ করা হয়েছে ৷ একটি প্লাস্টিক ব্যাগে করে এই আইইডি রাখা হয়েছিল ৷ বিস্ফোরণের জেরে সেখানে পার্ক করা কয়েকটি গাড়ির কাচ ভেঙে গেছে ৷
যদিও কোনও হতাহতের খবর পাওয়া য়ায়নি ৷ কিন্তু বিষয়টি হালকাভাবে নিচ্ছে না দিল্লি পুলিশ ৷ এলাকাটি ঘিরে রেখেছে পুলিশের বিশাল বাহিনী ৷ এছাড়া আবদুল কালাম রোড বন্ধ করে রাখা হয়েছে ৷ সিনিয়র পুলিশ আধিকারিকরা ঘটনাস্থানে পৌঁছেছেন ৷ ঘটনার তদন্তে করছে এনআইএ-র বিশেষ দল ৷