ETV Bharat / bharat

কোটার হাসপাতালে শেষ 33 দিনে মৃত্যু 104 শিশুর

শেষ 33 দিনে জে কে লোন হাসপাতালে মৃত্যু হয়েছে 104 জন শিশুর ৷ চাপে পড়ে রাজ্যের স্বাস্থ মন্ত্রী ও পরিবহন মন্ত্রী আজ আসেন হাসপাতালে ৷ সবদিক খতিয়ে দেখে উচ্চ পর্যায়ের একটি মিটিং করেন তাঁরা ৷

image
কোটায় শিশু মৃত্যু
author img

By

Published : Jan 3, 2020, 3:02 PM IST


কোটা, 3 জানুয়ারি : জে কে লোন হসপাতালে বেড়েই চলেছে শিশু মৃত্যুর ঘটনা ৷ চিকিৎসার সময় শেষ দু'দিনেই চার জন শিশুর মৃত্যু হয়েছে ৷ নতুন বছরের প্রথম দিন মৃত্যু হয়েছে তিন জন শিশুর ৷ 2 জানুয়ারি মৃত্যু হয়েছে আরও এক শিশুর ৷ এদের সবাইকে নিওন্যাটাল ICU এবং FBNC তে ভরতি করা হয়ে়ছিল ৷

1 ডিসেম্বর থেকে 3 জানুয়ারির মধ্যেই 104 জন শিশুর মৃত্যু হয়েছে ৷ যদি শেষ ছয় বছরের হিসাব দেখা যায়, তাহলে মোট 6 হাজার 646 জন শিশুর মৃত্যু হয়েছে জে কে লোন হাসপাতালে ৷ বেশিরভাগ শিশু কোটা, বারানড, বুন্দি, জালাওয়ার, চিত্তগড় এলাকা থেকে ভরতি হয়েছিল হাসপাতালে ৷

ঘটনায় রাজ্যের বিরোধী দল BJP-র নিশানায় শাসক দল কংগ্রেস ৷ মুখ্যমন্ত্রী অশোক গেহলতর সরকার এই বিষয়ে ব্যর্থ ৷ চাপে পড়ে সরকারের পক্ষ থেকে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী রঘু শর্মা ও পরিবহন মন্ত্রী প্রতাপ সিং আজ কোটায় যান ৷ সকাল 11টার সময় কোটার জেকে লোন হাসপাতালে যান তাঁরা ৷ জেলার প্রশাসনিক প্রধান ও মেডিক্যাল কলেজ স্টাফের সঙ্গে বৈঠক করেন তাঁরা ৷

মুখ্যমন্ত্রী অশোক গেহলত বলেন, ‘‘দেশের মধ্যে আপনি যেখানেই যাবেন, হাসপাতালে কিছু না কিছু খামতি নজরে আসবেই ৷ তার উপর মিডিয়া এবং সাধারণ মানুষ আলোচনা করলে তবেই সেইগুলো সরকারের নজরে আসবে ৷’’

এদিকে শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে BJP-র সুরেই BSP নেত্রী মায়াবতী রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন ৷ রাজস্থানের শিশুমৃত্যুর ঘটনা নিয়ে রাজনৈতিক আসরে নেমেছেন যোগী আদিত্যনাথও। ঘটনার প্রসঙ্গে তাঁর বক্তব্য, ''কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধি এবং সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি নিজেরা মহিলা হয়েও রাজস্থানের কোটা হাসপাতালে মৃত শিশুদের মায়ের দুঃখ বুঝতে পারলেন না, এটা দুঃখজনক।''

হাসপাতালের পক্ষ থেকেও কিছু পদক্ষেপ করা হয়েছে ৷ সাত জন নার্সিং স্টাফকে বরখাস্ত করা হয়েছে এবং 19 জন নতুন কর্মী নিয়োগ করা হয়েছে ৷ এছাড়া হাসপাতালে নতুন অক্সিজেন লাইনের ব্যবস্থাও করা হচ্ছে ৷


কোটা, 3 জানুয়ারি : জে কে লোন হসপাতালে বেড়েই চলেছে শিশু মৃত্যুর ঘটনা ৷ চিকিৎসার সময় শেষ দু'দিনেই চার জন শিশুর মৃত্যু হয়েছে ৷ নতুন বছরের প্রথম দিন মৃত্যু হয়েছে তিন জন শিশুর ৷ 2 জানুয়ারি মৃত্যু হয়েছে আরও এক শিশুর ৷ এদের সবাইকে নিওন্যাটাল ICU এবং FBNC তে ভরতি করা হয়ে়ছিল ৷

1 ডিসেম্বর থেকে 3 জানুয়ারির মধ্যেই 104 জন শিশুর মৃত্যু হয়েছে ৷ যদি শেষ ছয় বছরের হিসাব দেখা যায়, তাহলে মোট 6 হাজার 646 জন শিশুর মৃত্যু হয়েছে জে কে লোন হাসপাতালে ৷ বেশিরভাগ শিশু কোটা, বারানড, বুন্দি, জালাওয়ার, চিত্তগড় এলাকা থেকে ভরতি হয়েছিল হাসপাতালে ৷

ঘটনায় রাজ্যের বিরোধী দল BJP-র নিশানায় শাসক দল কংগ্রেস ৷ মুখ্যমন্ত্রী অশোক গেহলতর সরকার এই বিষয়ে ব্যর্থ ৷ চাপে পড়ে সরকারের পক্ষ থেকে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী রঘু শর্মা ও পরিবহন মন্ত্রী প্রতাপ সিং আজ কোটায় যান ৷ সকাল 11টার সময় কোটার জেকে লোন হাসপাতালে যান তাঁরা ৷ জেলার প্রশাসনিক প্রধান ও মেডিক্যাল কলেজ স্টাফের সঙ্গে বৈঠক করেন তাঁরা ৷

মুখ্যমন্ত্রী অশোক গেহলত বলেন, ‘‘দেশের মধ্যে আপনি যেখানেই যাবেন, হাসপাতালে কিছু না কিছু খামতি নজরে আসবেই ৷ তার উপর মিডিয়া এবং সাধারণ মানুষ আলোচনা করলে তবেই সেইগুলো সরকারের নজরে আসবে ৷’’

এদিকে শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে BJP-র সুরেই BSP নেত্রী মায়াবতী রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন ৷ রাজস্থানের শিশুমৃত্যুর ঘটনা নিয়ে রাজনৈতিক আসরে নেমেছেন যোগী আদিত্যনাথও। ঘটনার প্রসঙ্গে তাঁর বক্তব্য, ''কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধি এবং সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি নিজেরা মহিলা হয়েও রাজস্থানের কোটা হাসপাতালে মৃত শিশুদের মায়ের দুঃখ বুঝতে পারলেন না, এটা দুঃখজনক।''

হাসপাতালের পক্ষ থেকেও কিছু পদক্ষেপ করা হয়েছে ৷ সাত জন নার্সিং স্টাফকে বরখাস্ত করা হয়েছে এবং 19 জন নতুন কর্মী নিয়োগ করা হয়েছে ৷ এছাড়া হাসপাতালে নতুন অক্সিজেন লাইনের ব্যবস্থাও করা হচ্ছে ৷

Intro:अस्पताल में बच्चों की मौत का आंकड़ा बीते 33 दिनों में 104 पहुंच गया है. ये मौतें गत 1 दिसंबर से 3 जनवरी तक यह बच्चों की मौत हुई है. वहीं बीते 6 सालों की बात की जाए तो 6646 बच्चों की मौत जेके लोन अस्पताल में उपचार के दौरान हुई है. यह अधिकांश मरीज कोटा, बारां, बूंदी, झालावाड़ व चित्तौड़गढ़ के साथ इन जिलों से लगते हुए मध्य प्रदेश के निवासी थे.


Body:कोटा.
कोटा के जेके लोन अस्पताल में बच्चों की मौत का मामला थमने का नाम ही नहीं ले रहा है. बीते 2 दिनों में भी 4 नवजात शिशुओं की मौत जेकेलोन अस्पताल में उपचार के दौरान हुई है. इनमें से एक जनवरी को तीन नवजात शिशु की मौत हुई है. वही 2 जनवरी को भी एक नवजात की मौत हुई है. यह सभी नियोनेटल आईसीयू और एफबीएनसी में भर्ती थे. ऐसे में अस्पताल में बच्चों की मौत का आंकड़ा बीते 33 दिनों में 104 पहुंच गया है. ये मौतें गत 1 दिसंबर से 3 जनवरी तक यह बच्चों की मौत हुई है. वहीं बीते 6 सालों की बात की जाए तो 6646 बच्चों की मौत जेके लोन अस्पताल में उपचार के दौरान हुई है. यह अधिकांश मरीज कोटा, बारां, बूंदी, झालावाड़ व चित्तौड़गढ़ के साथ इन जिलों से लगते हुए मध्य प्रदेश के निवासी थे. वही प्रदेश की कांग्रेस सरकार और मुख्यमंत्री अशोक गहलोत भाजपा के निशाने पर है. इस मुद्दे को लेकर चारों तरफ से सरकार गिर गई है. ऐसे में अब सरकार ने डिफेंसिव कदम उठाते हुए प्रदेश के चिकित्सा मंत्री रघु शर्मा और कोटा के प्रभारी और परिवहन मंत्री प्रताप सिंह खाचरियावास को आज कोटा भेजा है. वह 11:00 बजे कोटा आएंगे और कोटा के जेके लोन अस्पताल का दौरा करेंगे. इसके साथ ही जिला प्रशासन और मेडिकल कॉलेज के स्टाफ के साथ समीक्षा बैठक भी लेंगे.





Conclusion:नए नर्सिंग कर्मी किए नियुक्त
वहीं अस्पताल प्रबंधन ने सात नर्सिंग कर्मियों को हटाकर 19 को नई नियुक्ति दी है सभी नर्सिंग कर्मी संविदा पर लगाए गए हैं. जिनमें से 10 नवजात तो कल ही अस्पताल प्रबंधन ने नियुक्ति दी है. साथ ही अस्पताल में ऑक्सीजन लाइन डालने का काम भी एनआईसीयू और एफबीएनसी में शुरू हो गया है. इसके साथ ही लोकसभा अध्यक्ष ओम बिरला के आग्रह पर इंडियन ऑयल कॉरपोरेशन ऑफ इंडिया ने जेके लोन अस्पताल में नए उपकरण देने की बात कही है.







ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.