ETV Bharat / bharat

নিকেশ হিজ়বুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর চিফ কমান্ডার, গ্রেপ্তার সঙ্গী - শ্রীনগরের খবর

শ্রীনগরে পুরানো এয়ারফিল্ডের কাছে রাঙ্গারেথে জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে গোপন তথ্যের ভিত্তিতে সুরক্ষা বাহিনী তল্লাশি অভিযান চালিয়েছে বলে জানান এক পুলিশ আধিকারিক । সংঘর্ষে মারা যায় হিজ়বুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর চিফ কমান্ডার ড: সইফুল্লা ।

Militant-security force clash again in srinagar
ভূস্বর্গে ফের জঙ্গি-নিরাপত্তা রক্ষীর সংঘর্ষ
author img

By

Published : Nov 1, 2020, 4:42 PM IST

শ্রীনগর , 1 নভেম্বর : জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে ফের নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ । সংঘর্ষে হিজ়বুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর চিফ কমান্ডার ড: সইফুল্লাকে নিকেশ করে নিরাপত্তা বাহিনী । অস্ত্র ও গোলাবারুদসহ সইফুল্লার এক সঙ্গীকে গ্রেপ্তার করা হয়েছে । জঙ্গি ও নিরাপত্তারক্ষীদের মধ্যে এখনও চলছে ব্যাপক গোলাগুলি ।

শ্রীনগরে পুরানো এয়ারফিল্ডের কাছে রাঙ্গারেথে জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে গোপন তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালিয়েছে বলে জানান এক পুলিশ আধিকারিক । তিনি বলেন, "ওই এলাকায় তল্লাশি অভিযান চলাকালীন জঙ্গিরা গুলি চালায় । বাহিনী পালটা জবাব দেয় ।

ঘটনাস্থান থেকে একজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে । এখনও আগুনের আদান-প্রদান চলছে বলে জানান এই কর্মকর্তা । কিছু যুবক এনকাউন্টার সাইটের কাছে জড়ো হয়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে ।

শ্রীনগর , 1 নভেম্বর : জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে ফের নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ । সংঘর্ষে হিজ়বুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর চিফ কমান্ডার ড: সইফুল্লাকে নিকেশ করে নিরাপত্তা বাহিনী । অস্ত্র ও গোলাবারুদসহ সইফুল্লার এক সঙ্গীকে গ্রেপ্তার করা হয়েছে । জঙ্গি ও নিরাপত্তারক্ষীদের মধ্যে এখনও চলছে ব্যাপক গোলাগুলি ।

শ্রীনগরে পুরানো এয়ারফিল্ডের কাছে রাঙ্গারেথে জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে গোপন তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালিয়েছে বলে জানান এক পুলিশ আধিকারিক । তিনি বলেন, "ওই এলাকায় তল্লাশি অভিযান চলাকালীন জঙ্গিরা গুলি চালায় । বাহিনী পালটা জবাব দেয় ।

ঘটনাস্থান থেকে একজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে । এখনও আগুনের আদান-প্রদান চলছে বলে জানান এই কর্মকর্তা । কিছু যুবক এনকাউন্টার সাইটের কাছে জড়ো হয়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.