ETV Bharat / bharat

কনটেনমেন্ট জ়োনে লকডাউন বহাল, প্রকাশিত আনলক 2-এর গাইডলাইন - কোরোনা

আনলক 2-এর জন্য নতুন গাইডলাইন প্রকাশ করল স্বরাষ্ট্রমন্ত্রক ৷ একাধিক ক্ষেত্রে বহাল রাখা হয়েছে নিষেধাজ্ঞা ৷

Unlock 2 guidelines
আনলক 2
author img

By

Published : Jun 29, 2020, 11:13 PM IST

দিল্লি, 29 জুন : 1 জুলাই থেকে লাগু হচ্ছে আনলক 2 ৷ তা নিয়ে নতুন গাইডলাইন প্রকাশ করল কেন্দ্র ৷ কনটেনমেন্ট জ়োনগুলিতে 31 জুলাই পর্যন্ত বজায় থাকবে লকডাউন ৷ জারি থাকবে নাইট কারফিউ । এছাড়া মেট্রো পরিষেবা সহ একাধিক ক্ষেত্রে বহাল রাখা হয়েছে নিষেধাজ্ঞা ৷

কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী 31 জুলাই পর্যন্ত চলবে এই আনলক 2 ৷ এই পর্যায়ে কনটেনমেন্ট জ়োনগুলিতে আগের মতোই লকডাউন বজায় থাকবে ৷ শুধু চালু থাকবে জরুরি পরিষেবা ৷

নতুন গাইডলাইন অনুযায়ী-

  • 31 জুলাই পর্যন্ত স্কুল ও কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ৷ পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের অধীন প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে 15 জুলাই থেকে কার্যকলাপ শুরু করা যাবে ৷ তার জন্য ইতিমধ্যে পারসোনেল অ্যান্ড ট্রেনিং দপ্তরের তরফে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর জারি করা হয়েছে ৷
  • আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ থাকবে ৷ শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতি প্রাপ্ত যাত্রীরাই আন্তর্জাতিক সফর করতে পারবেন ৷ পাশাপাশি মেট্রো পরিষেবার উপর বহাল রাখা হচ্ছে নিষেধাজ্ঞা ৷
  • আনলক 1-এর মতো দ্বিতীয় পর্যায়েও বন্ধ থাকবে সিনেমা, জিম, সুইমিং পুল ৷ নিষেধাজ্ঞা জারি রয়েছে ধর্মীয় সমাবেশের উপরও ৷
  • রাত 10 টা থেকে ভোর 5 টা পর্যন্ত বহাল থাকছে নাইট কারফিউ ৷
  • আনলক 2-এ কোরোনা সংক্রমণ মোকাবিলায় কেন্দ্রের তরফে মাস্ক পরাকে বাধ্যতামূলক করা হয়েছে ৷ বলা হয়েছে, জনসমক্ষে, কর্মক্ষেত্রে ও যাতায়াতের সময় মাস্ক পরা বাধ্যতামূলক ৷
  • প্রত্যেককে কমপক্ষে 6 ফুট দূরত্ব বজায় রাখতে হবে ৷ গ্রাহকরা যাতে শারীরিক দূরত্ব বজায় রাখে তা নিশ্চিত করতে হবে দোকান মালিককে ৷
  • বড় জমায়েত থেকে বিরত থাকতে হবে ৷ বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে অতিথির সংখ্যা 50-এর অধিক হবে না ৷ শ্রাদ্ধ বা শেষকৃত্যের অনুষ্ঠানে 20 জনের বেশি অতিথিকে আমন্ত্রণ করা যাবে না ৷
  • প্রকাশ্যে থুতু ফেললে তা শাস্তিযোগ্য ৷ এমনকী জরিমানাও হতে পারে ৷
  • জনসমক্ষে মদ, পান, গুটখা ইত্যাদি খাওয়া নিষিদ্ধ ৷

দিল্লি, 29 জুন : 1 জুলাই থেকে লাগু হচ্ছে আনলক 2 ৷ তা নিয়ে নতুন গাইডলাইন প্রকাশ করল কেন্দ্র ৷ কনটেনমেন্ট জ়োনগুলিতে 31 জুলাই পর্যন্ত বজায় থাকবে লকডাউন ৷ জারি থাকবে নাইট কারফিউ । এছাড়া মেট্রো পরিষেবা সহ একাধিক ক্ষেত্রে বহাল রাখা হয়েছে নিষেধাজ্ঞা ৷

কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী 31 জুলাই পর্যন্ত চলবে এই আনলক 2 ৷ এই পর্যায়ে কনটেনমেন্ট জ়োনগুলিতে আগের মতোই লকডাউন বজায় থাকবে ৷ শুধু চালু থাকবে জরুরি পরিষেবা ৷

নতুন গাইডলাইন অনুযায়ী-

  • 31 জুলাই পর্যন্ত স্কুল ও কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ৷ পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের অধীন প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে 15 জুলাই থেকে কার্যকলাপ শুরু করা যাবে ৷ তার জন্য ইতিমধ্যে পারসোনেল অ্যান্ড ট্রেনিং দপ্তরের তরফে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর জারি করা হয়েছে ৷
  • আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ থাকবে ৷ শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতি প্রাপ্ত যাত্রীরাই আন্তর্জাতিক সফর করতে পারবেন ৷ পাশাপাশি মেট্রো পরিষেবার উপর বহাল রাখা হচ্ছে নিষেধাজ্ঞা ৷
  • আনলক 1-এর মতো দ্বিতীয় পর্যায়েও বন্ধ থাকবে সিনেমা, জিম, সুইমিং পুল ৷ নিষেধাজ্ঞা জারি রয়েছে ধর্মীয় সমাবেশের উপরও ৷
  • রাত 10 টা থেকে ভোর 5 টা পর্যন্ত বহাল থাকছে নাইট কারফিউ ৷
  • আনলক 2-এ কোরোনা সংক্রমণ মোকাবিলায় কেন্দ্রের তরফে মাস্ক পরাকে বাধ্যতামূলক করা হয়েছে ৷ বলা হয়েছে, জনসমক্ষে, কর্মক্ষেত্রে ও যাতায়াতের সময় মাস্ক পরা বাধ্যতামূলক ৷
  • প্রত্যেককে কমপক্ষে 6 ফুট দূরত্ব বজায় রাখতে হবে ৷ গ্রাহকরা যাতে শারীরিক দূরত্ব বজায় রাখে তা নিশ্চিত করতে হবে দোকান মালিককে ৷
  • বড় জমায়েত থেকে বিরত থাকতে হবে ৷ বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে অতিথির সংখ্যা 50-এর অধিক হবে না ৷ শ্রাদ্ধ বা শেষকৃত্যের অনুষ্ঠানে 20 জনের বেশি অতিথিকে আমন্ত্রণ করা যাবে না ৷
  • প্রকাশ্যে থুতু ফেললে তা শাস্তিযোগ্য ৷ এমনকী জরিমানাও হতে পারে ৷
  • জনসমক্ষে মদ, পান, গুটখা ইত্যাদি খাওয়া নিষিদ্ধ ৷
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.