ETV Bharat / bharat

অন্ধকার ঘরে শিকল বাঁধা অবস্থাতেই 10 বছর পার যুবকের - শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন

আগে বেলগামের একটি হোটেলে কাজ করত বিথাল । কিন্তু, সেখান থেকে বাড়ি ফেরার পর সে অসুস্থ হয়ে পড়ে । মানসিক ভারসাম্য হারাতে থাকে । তাকে একটি ঘরে বন্দী করে রাখা হয় ৷ আজও একই অবস্থাতেই রয়েছে সে ৷

Image
Mental ill
author img

By

Published : Jun 25, 2020, 4:32 PM IST

বেলগাম, 25 জুন : তার অপরাধ, সে মানসিক ভারসাম্যহীন । তাই এক বছর বা দু'বছর নয়, পুরো এক দশক ধরে চেইন দিয়ে বেঁধে রাখা হয়েছে তাকে । ঘটনাটি কর্নাটকের বেলগাম জেলার হাননিকেরই গ্রামের ।

ওই যুবকের নাম বিথাল ভালগন্নাভার ৷ তার পরিবারের সদস্যরা একটি ধ্বংসপ্রাপ্ত জীর্ণ ঘরে আটকে রেখেছিল তাকে । এই 10 বছর ধরে সূর্যের আলো দেখেনি বিথাল। পরনে ছিল না কাপড়ও। এক কথায় বিনা চিকিৎসাতেই ওই অন্ধকার ঘরে গুমরে গুমরে কেটেছে তার দিন ।

10 বছর আগে বেলগাউমের একটি হোটেলে কাজ করত বিথাল। কিন্তু সেখান থেকে বাড়ি ফেরার পরই তার অসুস্থতা শুরু হয় । নিজের মানসিক ভারসাম্য হারাতে থাকে সে ।

গ্রামের বাড়িতে থাকাকালীন পথচলতি মানুষের উপর পাথর ছুড়তে থাকে, এমনকি তাদের বিনা প্ররোচনাতেই লাঠি, পাথর দিয়ে আক্রমণ করত বিথাল । তার পর থেকেই তাকে চেইন দিয়ে বেঁধে রাখে তার পরিবারের লোকেরা । ধীরে ধীরে তার ঠাঁই হয় ওই অন্ধকার ঘরে ।

ভালো ছেলে হটাৎ মানসিক ভারসাম্য হারানোয় ভেঙে পড়েছেন বিথালের মা ভীমভাদেবীও । কিন্তু সময়ের সঙ্গে কোথাও যেন মানিয়ে নিয়েছেন এই বেদনাটা।

বেলগাম, 25 জুন : তার অপরাধ, সে মানসিক ভারসাম্যহীন । তাই এক বছর বা দু'বছর নয়, পুরো এক দশক ধরে চেইন দিয়ে বেঁধে রাখা হয়েছে তাকে । ঘটনাটি কর্নাটকের বেলগাম জেলার হাননিকেরই গ্রামের ।

ওই যুবকের নাম বিথাল ভালগন্নাভার ৷ তার পরিবারের সদস্যরা একটি ধ্বংসপ্রাপ্ত জীর্ণ ঘরে আটকে রেখেছিল তাকে । এই 10 বছর ধরে সূর্যের আলো দেখেনি বিথাল। পরনে ছিল না কাপড়ও। এক কথায় বিনা চিকিৎসাতেই ওই অন্ধকার ঘরে গুমরে গুমরে কেটেছে তার দিন ।

10 বছর আগে বেলগাউমের একটি হোটেলে কাজ করত বিথাল। কিন্তু সেখান থেকে বাড়ি ফেরার পরই তার অসুস্থতা শুরু হয় । নিজের মানসিক ভারসাম্য হারাতে থাকে সে ।

গ্রামের বাড়িতে থাকাকালীন পথচলতি মানুষের উপর পাথর ছুড়তে থাকে, এমনকি তাদের বিনা প্ররোচনাতেই লাঠি, পাথর দিয়ে আক্রমণ করত বিথাল । তার পর থেকেই তাকে চেইন দিয়ে বেঁধে রাখে তার পরিবারের লোকেরা । ধীরে ধীরে তার ঠাঁই হয় ওই অন্ধকার ঘরে ।

ভালো ছেলে হটাৎ মানসিক ভারসাম্য হারানোয় ভেঙে পড়েছেন বিথালের মা ভীমভাদেবীও । কিন্তু সময়ের সঙ্গে কোথাও যেন মানিয়ে নিয়েছেন এই বেদনাটা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.