ETV Bharat / bharat

চিদম্বরমের বাড়ির পাঁচিল টপকে ছিলেন কোন CBI কর্তা? জেনে নিন - CBI

গতরাতে দিল্লির জোরবাগের বাড়ি থেকে CBI গ্রেপ্তার করে প্রাক্তন অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রী পি চিদম্বরম । পাঁচিল টপকে চিদম্বরমের বাড়িতে ঢোকেন দুজন CBI অফিসার । সেই দুজন অফিসারের মধ্যে একজন হলেন INX MEDIA মামলার তদন্তকারী অফিসার আর পার্থসারথি ।

পাঁচিল টপকাচ্ছেন আর পার্থসারথি
author img

By

Published : Aug 22, 2019, 7:56 PM IST

দিল্লি, 22 অগাস্ট : গতরাতে দিল্লির জোরবাগের বাড়ি থেকে CBI গ্রেপ্তার করে প্রাক্তন অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রী পি চিদম্বরম । পাঁচিল টপকে চিদম্বরমের বাড়িতে ঢোকেন দুজন CBI অফিসার । সেই দুজন অফিসারের মধ্যে একজন হলেন INX MEDIA মামলার তদন্তকারী অফিসার আর পার্থসারথি ।

গতকাল রাতে কংগ্রেস সদর দপ্তরে সাংবাদিক বৈঠক করার পর বাড়ি ফেরেন পি চিদম্বরম । এরপরই দিল্লি পুলিশের আধিকারিকরা তাঁর বাড়ির নিরাপত্তা বাড়িয়ে দেয় । বাড়ির দরজা বন্ধ করে দেওয়া হয় ।

এরই মধ্যে সেখানে হাজির হয় CBI-র দুটি দল । অফিসারদের মধ্যে দুজন দরজা বন্ধ দেখে পাঁচিল টপকে বাড়ির ভেতরে ঢোকেন । তাঁদের মধ্যে একজন হলেন INX MEDIA মামলার তদন্তকারী অফিসার আর পার্থসারথি । তিনিই প্রথম চিদম্বরমের বাড়ির পাঁচিল টপকান । বর্তমানে CBI-র DSP পদে রয়েছেন আর পার্থসারথি । তদন্তকারী সংস্থার প্রাক্তন অফিসাররা জানিয়েছেন, আর পার্থসারথি ঠান্ডা মাথার লোক । তিনি খুবই জেদি ।

দিল্লি, 22 অগাস্ট : গতরাতে দিল্লির জোরবাগের বাড়ি থেকে CBI গ্রেপ্তার করে প্রাক্তন অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রী পি চিদম্বরম । পাঁচিল টপকে চিদম্বরমের বাড়িতে ঢোকেন দুজন CBI অফিসার । সেই দুজন অফিসারের মধ্যে একজন হলেন INX MEDIA মামলার তদন্তকারী অফিসার আর পার্থসারথি ।

গতকাল রাতে কংগ্রেস সদর দপ্তরে সাংবাদিক বৈঠক করার পর বাড়ি ফেরেন পি চিদম্বরম । এরপরই দিল্লি পুলিশের আধিকারিকরা তাঁর বাড়ির নিরাপত্তা বাড়িয়ে দেয় । বাড়ির দরজা বন্ধ করে দেওয়া হয় ।

এরই মধ্যে সেখানে হাজির হয় CBI-র দুটি দল । অফিসারদের মধ্যে দুজন দরজা বন্ধ দেখে পাঁচিল টপকে বাড়ির ভেতরে ঢোকেন । তাঁদের মধ্যে একজন হলেন INX MEDIA মামলার তদন্তকারী অফিসার আর পার্থসারথি । তিনিই প্রথম চিদম্বরমের বাড়ির পাঁচিল টপকান । বর্তমানে CBI-র DSP পদে রয়েছেন আর পার্থসারথি । তদন্তকারী সংস্থার প্রাক্তন অফিসাররা জানিয়েছেন, আর পার্থসারথি ঠান্ডা মাথার লোক । তিনি খুবই জেদি ।

********************
Thank you for using CCTV+ content.Please contact Ms. Haley HE at service@cctvplus.com or call +86 10 63960094 for any further enquiries about CCTV+ content.
********************
Beijing, China - Aug 22, 2019 (CCTV - No access Chinese mainland)
1. Chinese Premier Li Keqiang (R) shaking hands with South Korean Foreign Minister Kang Kyung-wha (L); posing for photos
2. Li shaking hands with Japanese Foreign Minister Taro Kono; posing for photos
3. Various of meeting between Li, Kang, and Kono in progress; other officials in attendance
Chinese Premier Li Keqiang on Thursday met with South Korean Foreign Minister Kang Kyung-wha and Japanese Foreign Minister Taro Kono at the Great Hall of the People in Beijing.
Li extended congratulations on the success of the China-Japan-ROK Trilateral Foreign Ministers’ Meeting. He said this year marks the 20th anniversary of the China-Japan-ROK cooperation mechanism. Under the current international circumstances, enhancing the cooperation of the three countries is not only conducive to their own development, but also play the stabilizer and propeller roles in the regional and global economy.
He said China is willing to work with Japan and South Korea to promote their cooperation to a higher level.
Li said it's important for the three nations to jointly defend the multilateral trade system, adding that all sides should try to reach a consensus on a comprehensive free trade agreement soon.
He also stressed that China, Japan, and South Korea should make positive contributions to promoting cooperation in east Asia and realizing the denuclearization of the Korean Peninsula.
The two foreign ministers said their countries would like to continue fostering cooperation with China and expressed high expectations for the meeting of the leaders of the three countries to be held in China later this year.
********************
Thank you for using CCTV+ content.Please contact Ms. Haley HE at service@cctvplus.com or call +86 10 63960094 for any further enquiries about CCTV+ content.
********************
Copyright 2013 CCTV. All rights reserved.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.