অমরাবতী, 15 সেপ্টেম্বর : অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদীতে নৌকাডুবিতে প্রাণ হারালেন 8 পর্যটক । দুর্ঘটনায় নিখোঁজ আরও 39 জন । জানা গেছে, নৌকাটিতে মোট 73 জন পর্যটক ছিলেন । তার মধ্যে এখনও পর্যন্ত 26 জনকে উদ্ধার করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ । এখনও উদ্ধারকাজ জারি রয়েছে এলাকায় । উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে ONGC-র হেলিকপ্টার ।
আজ বিকেলে পূর্ব গোদাবরী জেলায় পর্যটকদের নিয়ে নৌকাটি ভ্রমণে বেরোয় । পাপিকোন্ডালু পর্বতমালার গা ঘেঁষা গান্দি পোচাম্মা মন্দিরের উদ্দেশে রওনা দেয় নৌকাটি । তখন কাচ্চুলুরু গ্রেমের কাছে এসে নৌকাটি উলটে যায় ।
গত কয়েকদিনে বৃষ্টির জেরে গোদাবরীর জলস্তর বেড়েছে । দুর্ঘটনার খবর জানার পরেই উদ্ধারকারী সংস্থাদের সঙ্গে যোগাযোগ করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি । মৃতদের পরিবারকে 10 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন তিনি । টুইট করে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
-
Extremely pained by the capsizing of a boat in Andhra Pradesh’s East Godavari. My thoughts are with the bereaved families. Rescue operations are currently underway at the site of the tragedy.
— Narendra Modi (@narendramodi) September 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Extremely pained by the capsizing of a boat in Andhra Pradesh’s East Godavari. My thoughts are with the bereaved families. Rescue operations are currently underway at the site of the tragedy.
— Narendra Modi (@narendramodi) September 15, 2019Extremely pained by the capsizing of a boat in Andhra Pradesh’s East Godavari. My thoughts are with the bereaved families. Rescue operations are currently underway at the site of the tragedy.
— Narendra Modi (@narendramodi) September 15, 2019