ETV Bharat / bharat

গোদাবরীতে নৌকাডুবি ; মৃত 8 , নিখোঁজ অনেকে - andhrapradesh

আজ বিকেলে পূর্ব গোদাবরী জেলায় পর্যটকদের নিয়ে নৌকাটি ভ্রমণে বেরোয় । পাপিকোন্ডালু পর্বতমালার গা ঘেঁষা গান্দি পোচাম্মা মন্দিরের উদ্দেশে রওনা দেয় নৌকাটি । তখন কাচ্চুলুরু গ্রেমের কাছে এসে নৌকাটি উলটে যায় ।

গোদাবরীতে নৌকাডুবি, মৃত 7 পর্যটক
author img

By

Published : Sep 15, 2019, 5:29 PM IST

Updated : Sep 15, 2019, 8:49 PM IST

অমরাবতী, 15 সেপ্টেম্বর : অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদীতে নৌকাডুবিতে প্রাণ হারালেন 8 পর্যটক । দুর্ঘটনায় নিখোঁজ আরও 39 জন । জানা গেছে, নৌকাটিতে মোট 73 জন পর্যটক ছিলেন । তার মধ্যে এখনও পর্যন্ত 26 জনকে উদ্ধার করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ । এখনও উদ্ধারকাজ জারি রয়েছে এলাকায় । উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে ONGC-র হেলিকপ্টার ।

আজ বিকেলে পূর্ব গোদাবরী জেলায় পর্যটকদের নিয়ে নৌকাটি ভ্রমণে বেরোয় । পাপিকোন্ডালু পর্বতমালার গা ঘেঁষা গান্দি পোচাম্মা মন্দিরের উদ্দেশে রওনা দেয় নৌকাটি । তখন কাচ্চুলুরু গ্রেমের কাছে এসে নৌকাটি উলটে যায় ।

গত কয়েকদিনে বৃষ্টির জেরে গোদাবরীর জলস্তর বেড়েছে । দুর্ঘটনার খবর জানার পরেই উদ্ধারকারী সংস্থাদের সঙ্গে যোগাযোগ করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি । মৃতদের পরিবারকে 10 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন তিনি । টুইট করে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

  • Extremely pained by the capsizing of a boat in Andhra Pradesh’s East Godavari. My thoughts are with the bereaved families. Rescue operations are currently underway at the site of the tragedy.

    — Narendra Modi (@narendramodi) September 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অমরাবতী, 15 সেপ্টেম্বর : অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদীতে নৌকাডুবিতে প্রাণ হারালেন 8 পর্যটক । দুর্ঘটনায় নিখোঁজ আরও 39 জন । জানা গেছে, নৌকাটিতে মোট 73 জন পর্যটক ছিলেন । তার মধ্যে এখনও পর্যন্ত 26 জনকে উদ্ধার করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ । এখনও উদ্ধারকাজ জারি রয়েছে এলাকায় । উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে ONGC-র হেলিকপ্টার ।

আজ বিকেলে পূর্ব গোদাবরী জেলায় পর্যটকদের নিয়ে নৌকাটি ভ্রমণে বেরোয় । পাপিকোন্ডালু পর্বতমালার গা ঘেঁষা গান্দি পোচাম্মা মন্দিরের উদ্দেশে রওনা দেয় নৌকাটি । তখন কাচ্চুলুরু গ্রেমের কাছে এসে নৌকাটি উলটে যায় ।

গত কয়েকদিনে বৃষ্টির জেরে গোদাবরীর জলস্তর বেড়েছে । দুর্ঘটনার খবর জানার পরেই উদ্ধারকারী সংস্থাদের সঙ্গে যোগাযোগ করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি । মৃতদের পরিবারকে 10 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন তিনি । টুইট করে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

  • Extremely pained by the capsizing of a boat in Andhra Pradesh’s East Godavari. My thoughts are with the bereaved families. Rescue operations are currently underway at the site of the tragedy.

    — Narendra Modi (@narendramodi) September 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Intro:Body:

A tourist boat drowned in godavari river in Kacchuluru, Devipatnam mandal, East godavari district. There are 62 tourists in this boat during the accident.All of them are wearing life jackets. The villagers of tootagunta saved 14 members out of 61. It seems that the boat has started from gandipochamma temple heading towards papilondalu  in a boat named royal vasishta boat.

TOURIST BOAT SANK IN GODAVARI RIVER.. EAST GODAVARI DISTRICT 


Conclusion:
Last Updated : Sep 15, 2019, 8:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.