ETV Bharat / bharat

সেনাবাহিনীর পোশাকে BJP র‌্যালিতে মনোজ তিওয়ারি, বিতর্ক - pulwama

সেনাবাহিনীর পোশাক পরে BJP র‌্যালিতে যোগ দিয়েছিলেন। এর জেরে বিতর্কের শিকার BJP সাংসদ মনোজ তিওয়ারি।

মনোজ তিওয়ারি
author img

By

Published : Mar 4, 2019, 3:04 PM IST

দিল্লি, ৪ মার্চ : সেনাবাহিনীর পোশাক পরে BJP র‌্যালিতে যোগ দিলেন মনোজ তিওয়ারি। শনিবার দিল্লির বিজয় সংকল্প বাইক র‌্যালিতে লোকসভা ভোটের প্রচারের সময় তাঁকে এভাবেই দেখা যায়। এরপরই বিতর্ক শুরু হয় রাজনৈতিক মহলে।

এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন এক টুইট বার্তায় বলেন, "ভারতীয় বায়ুসেনা জীবনের ঝুঁকি নিয়ে সীমান্তে কাজ করছে। আর মনোজ তিওয়ারি সেই বিষয়কে নিয়ে রাজনীতি করছেন। এটা নির্লজ্জতার পরিচয়। সেনার পোশাক পরে তিনি ভোট চাইছেন। নরেন্দ্র মোদি, অমিত শাহ আমাদের সেনাবাহিনীকে অপমান করছেন। আর তারপরই দেশপ্রেমের উপর বক্তৃতা দিচ্ছেন।"

এই বিষয়ে ওমর আবদুল্লাহ বলেন, "BJP নেতারা এবং প্রধানমন্ত্রী বারবার বিরোধীদের বলছেন সেনাবাহিনী এবং তাদের কাজ নিয়ে রাজনীতি করা হচ্ছে। নিজের একবার এই সংখ্যাটার দিকে তাকিয়ে দেখুন।" কংগ্রেস নেত্রীশর্মিষ্ঠা মুখার্জি বলেন, "এটা খুব বিরক্তিকর কার্যকলাপ। একজন সেনা তার ইউনিফর্মের মর্যাদা এবং সম্মান রক্ষার জন্য নিজের প্রাণ দিয়ে দেন। আর মনোজ তিওয়ারি এটা নিয়ে তামাশা করছেন। খুব সস্তার রাজনীতি করা হচ্ছে।"

বিতর্ক বাধার পর মনোজ তিওয়ারি বলেন, "প্রায়ই আমি সেনাদের পোশাক, টুপি, টি শার্ট পরি। আমি সেনার পোশাক পরার মাধ্যমে গর্ব অনুভব করি। দেশের মানুষও গর্ব অনুভব করে। আমি সেনাবাহিনীতে নেই। কিন্তু এর মাধ্যমে একাত্মবোধ অনুভব করি। আমি সেনাবাহিনীকে সম্মান করি। এটাকে কেন অপমান হিসেবে দেখা হচ্ছে? কাল যদি আমি নেহরুর জ্যাকেট পরি তাহলে কি নেহরুকে অসম্মান করা হবে?"

undefined

দিল্লি, ৪ মার্চ : সেনাবাহিনীর পোশাক পরে BJP র‌্যালিতে যোগ দিলেন মনোজ তিওয়ারি। শনিবার দিল্লির বিজয় সংকল্প বাইক র‌্যালিতে লোকসভা ভোটের প্রচারের সময় তাঁকে এভাবেই দেখা যায়। এরপরই বিতর্ক শুরু হয় রাজনৈতিক মহলে।

এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন এক টুইট বার্তায় বলেন, "ভারতীয় বায়ুসেনা জীবনের ঝুঁকি নিয়ে সীমান্তে কাজ করছে। আর মনোজ তিওয়ারি সেই বিষয়কে নিয়ে রাজনীতি করছেন। এটা নির্লজ্জতার পরিচয়। সেনার পোশাক পরে তিনি ভোট চাইছেন। নরেন্দ্র মোদি, অমিত শাহ আমাদের সেনাবাহিনীকে অপমান করছেন। আর তারপরই দেশপ্রেমের উপর বক্তৃতা দিচ্ছেন।"

এই বিষয়ে ওমর আবদুল্লাহ বলেন, "BJP নেতারা এবং প্রধানমন্ত্রী বারবার বিরোধীদের বলছেন সেনাবাহিনী এবং তাদের কাজ নিয়ে রাজনীতি করা হচ্ছে। নিজের একবার এই সংখ্যাটার দিকে তাকিয়ে দেখুন।" কংগ্রেস নেত্রীশর্মিষ্ঠা মুখার্জি বলেন, "এটা খুব বিরক্তিকর কার্যকলাপ। একজন সেনা তার ইউনিফর্মের মর্যাদা এবং সম্মান রক্ষার জন্য নিজের প্রাণ দিয়ে দেন। আর মনোজ তিওয়ারি এটা নিয়ে তামাশা করছেন। খুব সস্তার রাজনীতি করা হচ্ছে।"

বিতর্ক বাধার পর মনোজ তিওয়ারি বলেন, "প্রায়ই আমি সেনাদের পোশাক, টুপি, টি শার্ট পরি। আমি সেনার পোশাক পরার মাধ্যমে গর্ব অনুভব করি। দেশের মানুষও গর্ব অনুভব করে। আমি সেনাবাহিনীতে নেই। কিন্তু এর মাধ্যমে একাত্মবোধ অনুভব করি। আমি সেনাবাহিনীকে সম্মান করি। এটাকে কেন অপমান হিসেবে দেখা হচ্ছে? কাল যদি আমি নেহরুর জ্যাকেট পরি তাহলে কি নেহরুকে অসম্মান করা হবে?"

undefined

Lahore (Pakistan), Mar 04 (ANI): In wake of the tensions between India and Pakistan, a group of pro peace protestors gathered to protest against war between two nations. The protestors were raising slogans against wars saying 'No To war', 'We want Peace'. The protesters were also carrying banners written 'Peace is our dream', 'war is not a solution'. This comes days after tensions between India and Pakistan spiked following the deadly Pulwama attack in Jammu and Kashmir and Indian Air Force's aerial strike on terror launch pads in Pakistan Occupied Kashmir (PoK).

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.