মেঙ্গালুরু, 22 জানুয়ারি : মেঙ্গালুরু বিমানবন্দরে বোমা রাখার ঘটনায় বেঙ্গালুরু পুলিশের কাছে আজ সকালে আত্মসমর্পণ করল এক ব্যক্তি ৷ ওই ব্যক্তির নাম আদিত্য রাও ৷ মেঙ্গালুরু পুলিশের এক তদন্তকারী দল আজই ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য বেঙ্গালুরু পৌছাচ্ছে ৷
20 জানুয়ারি মেঙ্গালুরু বিমানবন্দরে টিকিট কাউন্টারের সামনে মালিকানাবিহীন একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায় ৷ ওই ব্যাগের থেকে উদ্ধার হয় IED বিস্ফোরক ৷ বিমানবন্দর এলাকা থেকে তিন কিলোমিটার দূরে নিয়ে গিয়ে বোমাটিকে নিষ্ক্রিয় করে বম্ব ডিজ়পোজ়াল স্কয়্যাড ৷
ঘটনার জেরে বেঙ্গালুরু ও হুবলি বিমানবন্দরেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ৷ কর্নাটকের অন্যান্য বিমানবন্দর ও রেল স্টেশনেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে ৷ বেঙ্গালুরু পুলিশ কমিশনার ভাস্কর রাও জানিয়েছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷ জনসাধারণের অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই বলেও জানান তিনি ৷
আরও পড়ুন : মেঙ্গালুরু বিমানবন্দরে পরিত্যক্ত ব্যাগে বিস্ফোরক, চিহ্নিত সন্দেহভাজন
এরপরে বিমানবন্দরের CCTV ফুটেজ দেখে সন্দেহভাজন ওই ব্যক্তির খোঁজে তদন্ত শুরু করেছিল মেঙ্গালুরু পুলিশ ৷ এরপরেই আজ সকালে বেঙ্গালুরু পুলিশের কাছে এসে আত্মসমর্পণ করে আদিত্য রাও নামের ওই ব্যক্তি ৷