ETV Bharat / bharat

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে প্রাণে মারার হুমকি, গ্রেপ্তার মহারাষ্ট্রের যুবক

author img

By

Published : May 24, 2020, 8:06 AM IST

ফোন নম্বর ট্র্যাক করে কামরান খান নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয় । তাকে মহারাষ্ট্রের বিশেষ আদালতে তোলা হবে । তারপর ট্রানজ়িট রিমান্ডে উত্তরপ্রদেশ নিয়ে যাওয়া হতে পারে ।

ছবি
ছবি

মুম্বই, 24 মে : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রাণনাশের হুমকি । এই অভিযোগে মহারাষ্ট্র থেকে গ্রেপ্তার এক যুবক । গতকাল মহারাষ্ট্র পুলিশের জঙ্গিদমন শাখা ওই যুবককে চুনাভাত্তি এলাকা থেকে গ্রেপ্তার করে ।

মহারাষ্ট্র পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শুক্রবার উত্তরপ্রদেশ পুলিশের সোশাল মিডিয়া হেল্প ডেস্ক উড়ো ফোন পায়। সেখানে কোনও এক যুবক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বোমা মারার হুমকি দিতে থাকে । বলতে থাকে, মেরে দেবে মুখ্যমন্ত্রীকে । এনিয়ে উত্তরপ্রদেশ পুলিশের তরফে ভারতীয় দণ্ডবিধির 506 ধারায় গোমতিনগর থানায় অভিযোগ দায়ের করা হয় ।

তদন্তে নেমে জানা যায়, ফোনটি মহারাষ্ট্র থেকে এসেছিল । উত্তরপ্রদেশ পুলিশ তড়িঘড়ি মহারাষ্ট্র পুলিশের জঙ্গিদমন শাখাকে সতর্ক করে । ফোন নম্বর ট্র্যাক করে কামরান খান নামে বছর 25-এর ওই যুবককে গ্রেপ্তার করা হয় । সে মহারাষ্ট্রের চুনাভাত্তি এলাকার বাসিন্দা।

পুলিশের তরফে জানানো হয়েছ, তাকে মহারাষ্ট্রের বিশেষ আদালতে তোলা হবে । তারপর ট্রানজ়িট রিমান্ডে উত্তরপ্রদেশ নিয়ে যাওয়া হতে পারে ।

মুম্বই, 24 মে : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রাণনাশের হুমকি । এই অভিযোগে মহারাষ্ট্র থেকে গ্রেপ্তার এক যুবক । গতকাল মহারাষ্ট্র পুলিশের জঙ্গিদমন শাখা ওই যুবককে চুনাভাত্তি এলাকা থেকে গ্রেপ্তার করে ।

মহারাষ্ট্র পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শুক্রবার উত্তরপ্রদেশ পুলিশের সোশাল মিডিয়া হেল্প ডেস্ক উড়ো ফোন পায়। সেখানে কোনও এক যুবক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বোমা মারার হুমকি দিতে থাকে । বলতে থাকে, মেরে দেবে মুখ্যমন্ত্রীকে । এনিয়ে উত্তরপ্রদেশ পুলিশের তরফে ভারতীয় দণ্ডবিধির 506 ধারায় গোমতিনগর থানায় অভিযোগ দায়ের করা হয় ।

তদন্তে নেমে জানা যায়, ফোনটি মহারাষ্ট্র থেকে এসেছিল । উত্তরপ্রদেশ পুলিশ তড়িঘড়ি মহারাষ্ট্র পুলিশের জঙ্গিদমন শাখাকে সতর্ক করে । ফোন নম্বর ট্র্যাক করে কামরান খান নামে বছর 25-এর ওই যুবককে গ্রেপ্তার করা হয় । সে মহারাষ্ট্রের চুনাভাত্তি এলাকার বাসিন্দা।

পুলিশের তরফে জানানো হয়েছ, তাকে মহারাষ্ট্রের বিশেষ আদালতে তোলা হবে । তারপর ট্রানজ়িট রিমান্ডে উত্তরপ্রদেশ নিয়ে যাওয়া হতে পারে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.