ETV Bharat / bharat

ছুরি নিয়ে সংসদে ঢোকার চেষ্টা, গ্রেপ্তার রাম রহিমের অনুগামী - parliament

বিজয়চকের দিক দিয়ে ওই যুবক সংসদে ঢোকার চেষ্টা করলে তাকে আটক করে নিরাপত্তারক্ষীরা । ছুরি হাতে ধরা পড়ার পর সংসদের নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেন ।

ছুরি নিয়ে সংসদে ঢোকার চেষ্টা, গ্রেপ্তার রাম রহিমের অনুগামী
author img

By

Published : Sep 2, 2019, 3:25 PM IST

দিল্লি, 2 সেপ্টেম্বর : সংসদ ভবনের এক নম্বর গেটে ছুরি হাতে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ ৷ আজ সকালে এই ঘটনায় রীতিমত উত্তেজনা ছড়ায় ৷ বিজয়চকের দিক দিয়ে ওই যুবক সংসদে ঢোকার চেষ্টা করলে তাকে আটক করে নিরাপত্তারক্ষীরা । ছুরি হাতে ধরা পড়ার পর সংসদের নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেন । অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পার্লামেন্ট স্ট্রিট থানার পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির নাম সাগর ইনসা । সে দিল্লির লক্ষ্মীনগরের বাসিন্দা ৷ এবং ডেরা সেচা সওদার প্রধান এবং ধর্ষণ মামলায় ধৃত গুরমিত রাম রহিম সিংয়ের অনুগামী । এই ঘটনার পর সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ ধৃত যুবক রাম রহিমের নামে স্লোগান দিতে দিতে সংসদ ভবনে ঢোকার চেষ্টা করছিল বলে খবর ৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি বাইকে করে এসে ওই যুবক VIP গেটের কাছে দাঁড়ায় ৷ তার হাতে একটি ছুরি ছিল ৷ রাম রহিমের নামে স্লোগান দিতে দিতে সংসদ ভবনের ভিতরে ঢোকার চেষ্টা করে সে ৷

দিল্লি, 2 সেপ্টেম্বর : সংসদ ভবনের এক নম্বর গেটে ছুরি হাতে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ ৷ আজ সকালে এই ঘটনায় রীতিমত উত্তেজনা ছড়ায় ৷ বিজয়চকের দিক দিয়ে ওই যুবক সংসদে ঢোকার চেষ্টা করলে তাকে আটক করে নিরাপত্তারক্ষীরা । ছুরি হাতে ধরা পড়ার পর সংসদের নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেন । অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পার্লামেন্ট স্ট্রিট থানার পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির নাম সাগর ইনসা । সে দিল্লির লক্ষ্মীনগরের বাসিন্দা ৷ এবং ডেরা সেচা সওদার প্রধান এবং ধর্ষণ মামলায় ধৃত গুরমিত রাম রহিম সিংয়ের অনুগামী । এই ঘটনার পর সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ ধৃত যুবক রাম রহিমের নামে স্লোগান দিতে দিতে সংসদ ভবনে ঢোকার চেষ্টা করছিল বলে খবর ৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি বাইকে করে এসে ওই যুবক VIP গেটের কাছে দাঁড়ায় ৷ তার হাতে একটি ছুরি ছিল ৷ রাম রহিমের নামে স্লোগান দিতে দিতে সংসদ ভবনের ভিতরে ঢোকার চেষ্টা করে সে ৷

North 24 Parganas (West Bengal), Sep 02 (ANI): The Bharatiya Janata Party (BJP) has called for a 12-hour bandh in North 24 Parganas's Barrackpore city on September 02. West Bengal's North 24 Parganas district is protesting against the attack on party's MP Arjun Singh on September 01. They are protesting from time frame from 6:00 am to 6:00 pm. BJP Member of Parliament from Barrackpore Arjun Singh sustained a head injury during a clash between his party activists and the police at Shyamnagar area.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.