ETV Bharat / bharat

ফণীর পর যোগাযোগের চেষ্টা করেও মুখ্যমন্ত্রীকে পায়নি PMO : সূত্র - tmc

সংবাদ সংস্থা ANI আজ PMO-র এক কর্মকর্তাকে উদ্ধৃত করে টুইট করে, "গতকাল প্রধানমন্ত্রীর অফিস থেকে দু'বার ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় । দু'বারই মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে জানানো হয় তিনি সফররত । তিনি ফিরলে ফোন করবেন বলেও জানানো হয়েছিল ।"

মুখ্যমন্ত্রী
author img

By

Published : May 5, 2019, 5:28 PM IST

Updated : May 5, 2019, 10:26 PM IST

দিল্লি, 5 মে : সাইক্লোন ফণীর দাপটে বিপর্যস্ত হয়েছে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ । রাজ্যে ফণীর প্রভাব জানতে ও পরিস্থিতি পর্যালোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা বলতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে । সেজন্য গতকাল প্রধানমন্ত্রী দপ্তর (PMO) থেকে একাধিকবার ফোন করা হয় মুখ্যমন্ত্রীর অফিসে । PMO সূত্রে খবর, মুখ্যমন্ত্রী সফরে রয়েছেন বলে তাঁর অফিস থেকে জানানো হয় । তিনি ফিরলে ফোন করা হবে জানানো হলেও সেই ফোন আর আসেনি । মুখ্যমন্ত্রীকে ফোনে না পেয়ে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীকে ফোন করে রাজ্যের খবর নেন প্রধানমন্ত্রী মোদি ।

এর আগে কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে ফোন না করায় তৃণমূল নেতৃত্ব ক্ষোভ প্রকাশ করেছে । তৃণমূল অভিযোগ আনে যে প্রধানমন্ত্রী মোদি দুর্যোগের খবর নিতে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েককে ফোন করলেও এড়িয়ে গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । তৃণমূলের আরও দাবি ছিল যে রাজ্যের খোঁজ নিতে মুখ্যমন্ত্রীকে ফোন না করে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীকে ফোন করেন মোদি । তৃণমূলের অভিযোগের পরেই PMO সূত্রে এই দাবি ভুল বলা হয়। ।

সংবাদ সংস্থা ANI আজ PMO-র এক কর্মকর্তাকে উদ্ধৃত করে টুইট করে, "তৃণমূলের আনা দাবি সম্পূর্ণ ভিত্তিহীন । গতকাল প্রধানমন্ত্রীর অফিস থেকে দু'বার ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় । দু'বারই মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে জানানো হয় তিনি সফররত । তিনি ফিরলে ফোন করবেন বলেও জানানো হয়েছিল ।"

গতকাল টুইট করে মোদি নিজেই জানিয়েছিলেন যে ফণী নিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের রাজ্যপালের সঙ্গে কথা হয়েছে । দুই রাজ্যেরই পাশে থাকার বার্তা দেন প্রধানমন্ত্রী । কিন্তু এক রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলে অপরজনকে এড়িয়ে যাওয়া নিয়ে তৈরি হয় বিতর্ক । বিষয়টি পরিষ্কার করতেই PMO-র তরফে আজ এই বিষয়টি জানানো হল বলে মনে করছে রাজনৈতিক মহল ।

দিল্লি, 5 মে : সাইক্লোন ফণীর দাপটে বিপর্যস্ত হয়েছে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ । রাজ্যে ফণীর প্রভাব জানতে ও পরিস্থিতি পর্যালোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা বলতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে । সেজন্য গতকাল প্রধানমন্ত্রী দপ্তর (PMO) থেকে একাধিকবার ফোন করা হয় মুখ্যমন্ত্রীর অফিসে । PMO সূত্রে খবর, মুখ্যমন্ত্রী সফরে রয়েছেন বলে তাঁর অফিস থেকে জানানো হয় । তিনি ফিরলে ফোন করা হবে জানানো হলেও সেই ফোন আর আসেনি । মুখ্যমন্ত্রীকে ফোনে না পেয়ে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীকে ফোন করে রাজ্যের খবর নেন প্রধানমন্ত্রী মোদি ।

এর আগে কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে ফোন না করায় তৃণমূল নেতৃত্ব ক্ষোভ প্রকাশ করেছে । তৃণমূল অভিযোগ আনে যে প্রধানমন্ত্রী মোদি দুর্যোগের খবর নিতে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েককে ফোন করলেও এড়িয়ে গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । তৃণমূলের আরও দাবি ছিল যে রাজ্যের খোঁজ নিতে মুখ্যমন্ত্রীকে ফোন না করে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীকে ফোন করেন মোদি । তৃণমূলের অভিযোগের পরেই PMO সূত্রে এই দাবি ভুল বলা হয়। ।

সংবাদ সংস্থা ANI আজ PMO-র এক কর্মকর্তাকে উদ্ধৃত করে টুইট করে, "তৃণমূলের আনা দাবি সম্পূর্ণ ভিত্তিহীন । গতকাল প্রধানমন্ত্রীর অফিস থেকে দু'বার ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় । দু'বারই মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে জানানো হয় তিনি সফররত । তিনি ফিরলে ফোন করবেন বলেও জানানো হয়েছিল ।"

গতকাল টুইট করে মোদি নিজেই জানিয়েছিলেন যে ফণী নিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের রাজ্যপালের সঙ্গে কথা হয়েছে । দুই রাজ্যেরই পাশে থাকার বার্তা দেন প্রধানমন্ত্রী । কিন্তু এক রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলে অপরজনকে এড়িয়ে যাওয়া নিয়ে তৈরি হয় বিতর্ক । বিষয়টি পরিষ্কার করতেই PMO-র তরফে আজ এই বিষয়টি জানানো হল বলে মনে করছে রাজনৈতিক মহল ।


New Delhi, May 05 (ANI): After Bharatiya Janata Party (BJP) leader Gul Mir was shot dead on Saturday by terrorists in Jammu and Kashmir's Nowgam, Union Minister of State (Independent Charge) for Development of North Eastern Region Dr Jitendra Singh said, "Gul Mir was a party leader, who stood with us through thick and thin. It's a shameful act carried out by disgruntled elements seeking to interrupt ongoing poll process and possibly rattled by the huge participation in favour of BJP, which wasn't seen earlier in the Valley. I have had word with the Governor and officials of the Home Ministry. I believe the Governor had issued instruction to carry out a detailed inquiry and has also assured us that adequate security will be provided to all BJP 'karyakartas,' who are active in election process."
Last Updated : May 5, 2019, 10:26 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.