ETV Bharat / bharat

কলকাতা বিমানবন্দরে দেখা, মোদি-পত্নীকে শাড়ি-মিষ্টি উপহার মমতার

কলকাতা বিমানবন্দরে হঠাৎ দেখা মমতা ও যশোদাবেনের ৷

কলকাতা বিমানবন্দরে দেখা, মোদি-পত্নীকে শাড়ি-মিষ্টি উপহার মমতার
author img

By

Published : Sep 17, 2019, 5:52 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর : মঙ্গলবার দিল্লি উড়ে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর একাধিক কর্মসূচির মধ্যে একটি হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ ৷ এরমধ্যেই দুপুরে কলকাতায় দমদম বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আচমকাই দেখা হয়ে যায় প্রধানমন্ত্রীর স্ত্রীর ৷ নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেনের সঙ্গে দেখা হওয়ার পরই তাঁকে শাড়ি ও মিষ্টি উপহার দেন মমতা ৷

আজ অর্থাৎ 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 69তম জন্মদিন ৷ স্বামীর মঙ্গল কামনায় বাংলায় পুজো দিতে এসেছিলেন যশোদাবেন৷ পশ্চিম বর্ধমানের আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তিনি ৷ সঙ্গে ছিলেন ভাই অশোক ও তাঁর স্ত্রী ৷ ফেরার বিমান ছিল কলকাতা থেকেই ৷ সেই সূত্রেই দেখা হয় মমতা ও যশোদার ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ও আজ সকালেই টুইটারে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীকে ৷ বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনিও ৷

কলকাতা, 17 সেপ্টেম্বর : মঙ্গলবার দিল্লি উড়ে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর একাধিক কর্মসূচির মধ্যে একটি হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ ৷ এরমধ্যেই দুপুরে কলকাতায় দমদম বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আচমকাই দেখা হয়ে যায় প্রধানমন্ত্রীর স্ত্রীর ৷ নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেনের সঙ্গে দেখা হওয়ার পরই তাঁকে শাড়ি ও মিষ্টি উপহার দেন মমতা ৷

আজ অর্থাৎ 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 69তম জন্মদিন ৷ স্বামীর মঙ্গল কামনায় বাংলায় পুজো দিতে এসেছিলেন যশোদাবেন৷ পশ্চিম বর্ধমানের আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তিনি ৷ সঙ্গে ছিলেন ভাই অশোক ও তাঁর স্ত্রী ৷ ফেরার বিমান ছিল কলকাতা থেকেই ৷ সেই সূত্রেই দেখা হয় মমতা ও যশোদার ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ও আজ সকালেই টুইটারে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীকে ৷ বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনিও ৷

New Delhi, Sep 17 (ANI): Union Petroleum Minister Dharmendra Pradhan met Russian Oil Company Rosneft's Chief Executive Officer, Igor Ivanovich Sechin, on September 17. While speaking on India and Russia partnership Pradhan said, "Four Indian companies are planning to increase investment in Russian oil field Eastern cluster. The framework for this will be ready before PM Modi's visit to Russia. We discussed enhancing crude oil import from current 2-2.5 MMT."

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.