ETV Bharat / bharat

রাজনৈতিক স্বার্থে মমতা ক্ষমতার অপব্যবহার করছেন, আক্রমণ নাড্ডার

আজ শ্যামনগরে পার্টি অফিস দখলকে কেন্দ্র করে তৃণমূল-BJP সংঘর্ষ প্রসঙ্গে বললেন BJP নেতা জেপি নাড্ডা । মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে BJP-র সর্বভারতীয় কার্যকরী সভাপতি বলেন, "রাজ্য পুলিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলিহেলন মাফিক কাজ করছে ।" একইসঙ্গে তাঁর কটাক্ষ, "আজকের ঘটনা থেকে স্পষ্ট, রাজনৈতিক স্বার্থরক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ক্ষমতার অপব্যবহার করছে ।"

nadda
author img

By

Published : Sep 1, 2019, 11:12 PM IST

দিল্লি, 1 সেপ্টেম্বর : "তৃণমূল কংগ্রেস বারবার পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে হত্যা করছে", আজ শ্যামনগরে পার্টি অফিস দখলকে কেন্দ্র করে তৃণমূল-BJP সংঘর্ষ প্রসঙ্গে বললেন BJP নেতা জেপি নাড্ডা । মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে BJP-র সর্বভারতীয় কার্যকরী সভাপতি বলেন, "রাজ্য পুলিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলিহেলনে কাজ করছে ।" একইসঙ্গে তাঁর কটাক্ষ, "আজকের ঘটনা থেকে স্পষ্ট, রাজনৈতিক স্বার্থরক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ক্ষমতার অপব্যবহার করছে ।"

আজ সকালে শ্যামনগরের একটি পার্টি অফিস দখলকে কেন্দ্র করে তৃণমূল ও BJP-র মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় । শুরু হয় হাতাহাতি । পুলিশ পবন সিংকে আটক করলে পরিস্থিতির আরও অবনতি ঘটে । শুরু হয় ব্যাপক বোমাবাজি । পালটা গুলি চালায় পুলিশ । এমনকী শূন্যে গুলিও চালাতে দেখা যায় ব্যরাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে । পুলিশের লাঠিচার্জ ও ব্যাপক বোমাবাজিতে জখম হন একাধিক পুলিশ ও BJP কর্মী । BJP-র অভিযোগ, পুলিশের লাঠির ঘায়েই মাথা ফেটে যায় BJP সাংসদ অর্জুন সিংয়ের । প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

এই ঘটনার পর অর্জুন সিংয়ের বাড়ি ঘিরে রাখে পুলিশ । এই সমগ্র ঘটনার প্রতিবাদে আগামীকাল ব্যারাকপুর জুড়ে 12 ঘণ্টা বনধের ডাক দেয় BJP । মূলত অর্জুন সিংয়ের ওপর হামলার প্রতিবাদেই এই বনধের সিদ্ধান্ত বলে জানান BJP-র ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভানেত্রী ফাল্গুনি পাত্র । আগামীকাল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বনধের ডাক দেওয়া হয়েছে ।

দিল্লি, 1 সেপ্টেম্বর : "তৃণমূল কংগ্রেস বারবার পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে হত্যা করছে", আজ শ্যামনগরে পার্টি অফিস দখলকে কেন্দ্র করে তৃণমূল-BJP সংঘর্ষ প্রসঙ্গে বললেন BJP নেতা জেপি নাড্ডা । মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে BJP-র সর্বভারতীয় কার্যকরী সভাপতি বলেন, "রাজ্য পুলিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলিহেলনে কাজ করছে ।" একইসঙ্গে তাঁর কটাক্ষ, "আজকের ঘটনা থেকে স্পষ্ট, রাজনৈতিক স্বার্থরক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ক্ষমতার অপব্যবহার করছে ।"

আজ সকালে শ্যামনগরের একটি পার্টি অফিস দখলকে কেন্দ্র করে তৃণমূল ও BJP-র মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় । শুরু হয় হাতাহাতি । পুলিশ পবন সিংকে আটক করলে পরিস্থিতির আরও অবনতি ঘটে । শুরু হয় ব্যাপক বোমাবাজি । পালটা গুলি চালায় পুলিশ । এমনকী শূন্যে গুলিও চালাতে দেখা যায় ব্যরাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে । পুলিশের লাঠিচার্জ ও ব্যাপক বোমাবাজিতে জখম হন একাধিক পুলিশ ও BJP কর্মী । BJP-র অভিযোগ, পুলিশের লাঠির ঘায়েই মাথা ফেটে যায় BJP সাংসদ অর্জুন সিংয়ের । প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

এই ঘটনার পর অর্জুন সিংয়ের বাড়ি ঘিরে রাখে পুলিশ । এই সমগ্র ঘটনার প্রতিবাদে আগামীকাল ব্যারাকপুর জুড়ে 12 ঘণ্টা বনধের ডাক দেয় BJP । মূলত অর্জুন সিংয়ের ওপর হামলার প্রতিবাদেই এই বনধের সিদ্ধান্ত বলে জানান BJP-র ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভানেত্রী ফাল্গুনি পাত্র । আগামীকাল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বনধের ডাক দেওয়া হয়েছে ।

North 24 Parganas (WB), Sep 01 (ANI): Bharatiya Janata Party (BJP) MP Arjun Singh's car was allegedly vandalised by TMC workers near Shyamnagar Railway Station in West Bengal'sw North 24 Parganas on September 01. According to Singh, TMC workers were trying to capture the party office. When he went to check, his car was vandalised.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.