ETV Bharat / bharat

পোলিয়োর বদলে স্যানিটাইজ়ার, হাসপাতালে 12 শিশু - পোলিয়োর বদলে স্যানিটাইজ়ার

গাফিলতির চূড়ান্ত একেই বলে । মহারাষ্ট্রের ইয়াভাতমলে ভুল করে 12টি শিশুকে পোলিয়োর বদলে স্যানিটাইজ়ার খাইয়ে দেওয়া হল। এই ঘটনায় এক চিকিৎসক সহ তিন স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করা হয়েছে।

Maharashtra: 12 Children Given Sanitiser Instead Of Polio Drops
ভুল করে পোলিয়োর বদলে স্যানিটাইজ়ার
author img

By

Published : Feb 2, 2021, 12:51 PM IST

Updated : Feb 2, 2021, 1:49 PM IST

ইয়াভাতমল(মহারাষ্ট্র), 2 ফেব্রুয়ারি: 12টি শিশুকে পোলিয়ো ড্রপের বদলে স্যানিটাইজ়ার খাইয়ে দেওয়া হল । চূড়ান্ত গাফিলতির এই ছবি মহারাষ্ট্রের ইয়াভাতমলের। এই ঘটনায় তিন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মহারাষ্ট্রের রাজধানী মুম্বই থেকে 700 কিলোমিটার দূরে ইয়াভাতমলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । রবিবার জাতীয় পালস পোলিয়ো টিকাকরণের অভিযান ছিল । পাঁচ বছরের নিচে শিশুদের পোলিয়ো খাওয়ানোর কর্মসূচি নেওয়া হয় গ্রামের একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানেই ভুল করে 12টি শিশুকে পোলিয়োর বদলে 2 ফোঁটা স্যানিটাইজ়ার খাইয়ে দেওয়া হয়। ভুল প্রকাশ্যে আসার পরই ওই শিশুদের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গিয়েছে ।

ইয়াভাতমল জেলা পরিষদের সিইও শ্রীকৃষ্ণ পাঞ্চাল জানিয়েছেন, 5 বছরের নিচে 12 শিশুকে ভুল করে স্যানিটাইজ়ার খাইয়ে দেওয়া হয়েছে। তাদেরই মধ্যে একটি শিশুর বমি শুরু হওয়ায় বিষয়টি নজরে আসে। ওই শিশুদের ইয়াভাতমল মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাদের পোলিয়ো ড্রপ খাওয়ানো হয়।

আরও পড়ুন: বাজেটের পরদিনই কৃষক বিক্ষোভ নিয়ে উত্তাল রাজ্যসভা, ওয়াক আউট বিরোধীদের

এই ঘটনার সময় সেখানে এক চিকিৎসক, অঙ্গনওয়াড়ি কর্মী ও একজন আশা কর্মী উপস্থিত ছিলেন। পাঞ্চাল জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তিনজন স্বাস্থ্যকর্মীকেই বরখাস্ত করা হয়েছে। ওই এলাকার অভিভাবকরা এই গাফিলতির জন্য কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। হাসপাতালে শিশুগুলিকে দেখতে যান ইয়াভাতমলের কালেক্টর এমডি সিং।

ইয়াভাতমল(মহারাষ্ট্র), 2 ফেব্রুয়ারি: 12টি শিশুকে পোলিয়ো ড্রপের বদলে স্যানিটাইজ়ার খাইয়ে দেওয়া হল । চূড়ান্ত গাফিলতির এই ছবি মহারাষ্ট্রের ইয়াভাতমলের। এই ঘটনায় তিন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মহারাষ্ট্রের রাজধানী মুম্বই থেকে 700 কিলোমিটার দূরে ইয়াভাতমলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । রবিবার জাতীয় পালস পোলিয়ো টিকাকরণের অভিযান ছিল । পাঁচ বছরের নিচে শিশুদের পোলিয়ো খাওয়ানোর কর্মসূচি নেওয়া হয় গ্রামের একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানেই ভুল করে 12টি শিশুকে পোলিয়োর বদলে 2 ফোঁটা স্যানিটাইজ়ার খাইয়ে দেওয়া হয়। ভুল প্রকাশ্যে আসার পরই ওই শিশুদের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গিয়েছে ।

ইয়াভাতমল জেলা পরিষদের সিইও শ্রীকৃষ্ণ পাঞ্চাল জানিয়েছেন, 5 বছরের নিচে 12 শিশুকে ভুল করে স্যানিটাইজ়ার খাইয়ে দেওয়া হয়েছে। তাদেরই মধ্যে একটি শিশুর বমি শুরু হওয়ায় বিষয়টি নজরে আসে। ওই শিশুদের ইয়াভাতমল মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাদের পোলিয়ো ড্রপ খাওয়ানো হয়।

আরও পড়ুন: বাজেটের পরদিনই কৃষক বিক্ষোভ নিয়ে উত্তাল রাজ্যসভা, ওয়াক আউট বিরোধীদের

এই ঘটনার সময় সেখানে এক চিকিৎসক, অঙ্গনওয়াড়ি কর্মী ও একজন আশা কর্মী উপস্থিত ছিলেন। পাঞ্চাল জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তিনজন স্বাস্থ্যকর্মীকেই বরখাস্ত করা হয়েছে। ওই এলাকার অভিভাবকরা এই গাফিলতির জন্য কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। হাসপাতালে শিশুগুলিকে দেখতে যান ইয়াভাতমলের কালেক্টর এমডি সিং।

Last Updated : Feb 2, 2021, 1:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.