ETV Bharat / bharat

9টি জেলাকে কোরোনামুক্ত ঘোষণা করল মধ্যপ্রদেশ সরকার - 9টি জেলা কোরোনা মুক্ত ঘোষণা করল মধ্যপ্রদেশ

স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব মহম্মদ সুলেমন জানান, বারওয়ানি, আগর-মালওয়া, শাজাপুর, শেওপুর, আলিরাজপুর, হরদা, শাহদোল, টিকামগড় এবং বেতুল জেলায় আগে কোরোনা সংক্রমণ ছিল । কিন্তু বর্তমানে একজনও কোরোনা আক্রান্ত সেখানে নেই । অর্থাৎ এই নয়টি জেলা কোরোনামুক্ত ।

madhyapradesh
madhyapradesh
author img

By

Published : May 16, 2020, 2:04 PM IST

ভোপাল, 16 মে : নয়টি জেলাকে কোরোনামুক্ত বলে ঘোষণা করল মধ্যপ্রদেশ সরকার । এই জেলাগুলিতে এখন কোনও সংক্রমণ নেই । রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব মহম্মদ সুলেমন জানান, বারওয়ানি, আগর-মালওয়া, শাজাপুর, শেওপুর, আলিরাজপুর, হরদা, শাহদোল, টিকামগড় এবং বেতুল জেলায় আগে কোরোনার সংক্রমণ ছিল । কিন্তু বর্তমানে একজনও কোরোনা আক্রান্ত নেই সেখানে । অর্থাৎ এই নয়টি জেলা কোরোনামুক্ত । গতকাল বৈঠক এই বিষয়ে ঘোষণা করা হয় । মহম্মদ সুলেমন বলেন, “ রাজ্যে পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে ।”

গতকাল 5,822 জনের সোয়াব নমুনা সংগ্রহ করা হয়েছে । এখনও পর্যন্ত 93,849 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । শুক্রবার পর্যন্ত মধ্যপ্রদেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 4,595 । এবং তার 45 শতাংশ এখন অ্যাক্টিভ রয়েছে ।

স্বাস্থ্যদপ্তর প্রকাশিত তথ্য অনুযায়ী, 1 মে পর্যন্ত 32টি জেলায় কোরোনা সংক্রমণ ছড়ায় । 15 মে পর্যন্ত রাজ্যের 52টি জেলার মধ্যে 44টি জেলায় ছড়িয়ে পড়ে সংক্রমণ । ভিনরাজ্যের শ্রমিকরা রাজ্যে ফেরার পর কয়েকটি জেলায় নতুন করে কোরোনা সংক্রমণ হয় বলে রাজ্যের তরফে জানানো হয়েছে । গত সন্ধ্যা পর্যন্ত 239 জন কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ।

ভোপাল, 16 মে : নয়টি জেলাকে কোরোনামুক্ত বলে ঘোষণা করল মধ্যপ্রদেশ সরকার । এই জেলাগুলিতে এখন কোনও সংক্রমণ নেই । রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব মহম্মদ সুলেমন জানান, বারওয়ানি, আগর-মালওয়া, শাজাপুর, শেওপুর, আলিরাজপুর, হরদা, শাহদোল, টিকামগড় এবং বেতুল জেলায় আগে কোরোনার সংক্রমণ ছিল । কিন্তু বর্তমানে একজনও কোরোনা আক্রান্ত নেই সেখানে । অর্থাৎ এই নয়টি জেলা কোরোনামুক্ত । গতকাল বৈঠক এই বিষয়ে ঘোষণা করা হয় । মহম্মদ সুলেমন বলেন, “ রাজ্যে পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে ।”

গতকাল 5,822 জনের সোয়াব নমুনা সংগ্রহ করা হয়েছে । এখনও পর্যন্ত 93,849 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । শুক্রবার পর্যন্ত মধ্যপ্রদেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 4,595 । এবং তার 45 শতাংশ এখন অ্যাক্টিভ রয়েছে ।

স্বাস্থ্যদপ্তর প্রকাশিত তথ্য অনুযায়ী, 1 মে পর্যন্ত 32টি জেলায় কোরোনা সংক্রমণ ছড়ায় । 15 মে পর্যন্ত রাজ্যের 52টি জেলার মধ্যে 44টি জেলায় ছড়িয়ে পড়ে সংক্রমণ । ভিনরাজ্যের শ্রমিকরা রাজ্যে ফেরার পর কয়েকটি জেলায় নতুন করে কোরোনা সংক্রমণ হয় বলে রাজ্যের তরফে জানানো হয়েছে । গত সন্ধ্যা পর্যন্ত 239 জন কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.