দিল্লি, 13 জুন : ভারত-চিন সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে ৷ আজ সকালে আশ্বস্ত করে একথা জানালেন সেনাপ্রধান জেনেরাল এম এম নারাভানে ৷ বেশ কিছু দিন ধরে দুই দেশের তরফে মিলিটারি কমান্ডারদের বৈঠক হয় ৷ তার ফলস্বরূপ দুই দেশই সেনাদের সরিয়ে নিয়েছে ৷
জেনেরাল নারাভানে বলেন, "আমি সবাইকে নিশ্চিত করে জানাতে চাই, ভারত-চিন সীমান্তে সমগ্র পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷ আমরা অনেকগুলি বৈঠক করছি ৷ যা শুরু হয়েছিল কর্পস কমান্ডার পর্যায়ে ৷ তারপর সমতুল্য ব়্যাঙ্কের কমান্ডারদের মধ্যে স্থানীয় পর্যায়েও বৈঠক হয় ৷"
পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কয়েকটি জায়গা থেকে সেনা সরিয়ে নিয়েছে দুই দেশ ৷ তারপরই এমন মন্তব্য করলেন জেনেরাল নারাভানে ৷ শুধু চিনের সঙ্গে পরিস্থিতি যে স্বাভাবিক তা-ই নয়, প্রতিবেশী দেশ নেপালের সঙ্গেও ভারতের এক মজবুত সম্পর্ক রয়েছে বলে জানান তিনি ৷ নারাভানে বলেন, "নেপালের সঙ্গে আমাদের মজবুত সম্পর্ক রয়েছে ৷ আমাদের মধ্যে ভৌগলিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক ও ধর্মীয় সম্পর্কও রয়েছে ৷ তাদের সঙ্গে আমাদের সম্পর্ক সবসময়ই মজবুত ৷ ভবিষ্যতেও এটি মজবুত থাকবে ৷"
জম্মু ও কাশ্মীর নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "বিগত 10 দিন ধরে আমরা সাফল্য অর্জন করছি ৷ বিগত 10-15দিনের মধ্যে 15জন জঙ্গিকে খতম করা সম্ভব হয়েছে ৷ জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সবরকম সহযোগিতার ফলে এটি সম্ভব হয়েছে ৷ এই অভিযানগুলির মধ্যে বেশিরভাগের তথ্যই স্থানীয়রা দিয়েছিলেন ৷ যা থেকে বোঝা যায়, সন্ত্রাসবাদ নিয়ে তাঁরাও বিরক্ত ৷"