ETV Bharat / bharat

ট্রাক্টর-বাসের সংঘর্ষ, মৃত 5

লখনউ-আগরা এক্সপ্রেসওয়েতে ট্রাক্টরের সাথে বাসের সংঘর্ষে মৃত্যু হয়েছে পাঁচজনের

উন্নাও বাস দুর্ঘটনা
author img

By

Published : May 18, 2019, 12:10 PM IST

উন্নাও (উত্তর প্রদেশ ) 18 মে : ট্রাক্টরের সাথে বাসের ধাক্কা । দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচজনের । আহত কমপক্ষে 30 । গতকাল রাত 8টা 21 মিনিটে লখনউ-আগরা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে ।

বাসটি দিল্লি থেকে বিহার যাওয়ার পথে বঙ্গারামো এলাকায় একটি ট্রাক্টরের সাথে ধাক্কা মারে । ঘটনাস্থানেই মৃত্যু হয় পাঁচজনের । দুর্ঘটনার খবর পেয়ে এলাকা আসে পুলিশ । শুরু হয় উদ্ধারকাজে । আহতদের উদ্ধার করে লখনউ ট্রমা সেন্টার হাসপাতালে পাঠানো হয়েছে ।

উন্নাও (উত্তর প্রদেশ ) 18 মে : ট্রাক্টরের সাথে বাসের ধাক্কা । দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচজনের । আহত কমপক্ষে 30 । গতকাল রাত 8টা 21 মিনিটে লখনউ-আগরা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে ।

বাসটি দিল্লি থেকে বিহার যাওয়ার পথে বঙ্গারামো এলাকায় একটি ট্রাক্টরের সাথে ধাক্কা মারে । ঘটনাস্থানেই মৃত্যু হয় পাঁচজনের । দুর্ঘটনার খবর পেয়ে এলাকা আসে পুলিশ । শুরু হয় উদ্ধারকাজে । আহতদের উদ্ধার করে লখনউ ট্রমা সেন্টার হাসপাতালে পাঠানো হয়েছে ।

Maharajganj (UP), May 16 (ANI): While addressing a public rally in Uttar Pradesh's Maharajganj on Thursday, Congress General Secretary from Uttar Pradesh (East), Priyanka Gandhi said, "PM told you that he himself will deposit 15 lakh in your accounts and the president of the same party, after the elections said it was a 'chunaavi jumla', will you trust them again?"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.