দিল্লি, 21 অগাস্ট : সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হচ্ছে সংসদের আসন্ন বাদল অধিবেশনের লোকসভা ও রাজ্যসভার বৈঠক । সংসদ সূত্রে জানা গিয়েছে, একদিন পরপর লোকসভা ও রাজ্যসভার বৈঠকগুলি অনুষ্ঠিত হবে । কোরোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতেই এই সিদ্ধান্ত ।
সংসদ সূত্রে জানা গিয়েছে, দুই কক্ষেই সদস্যরাই শারীরিকভাবে উপস্থিত থেকে বৈঠক করবেন । লোকসভার কার্যক্রম লোকসভা হল, রাজ্যসভা হল এবং সেন্ট্রাল হল থেকে পরিচালিত হতে পারে । রাজ্যসভার কার্যক্রম লবি-সহ রাজ্যসভা এবং লোকসভা হল থেকে অনুষ্ঠিত হবে । তবে, সদস্যদের বসার ব্যবস্থা সম্পর্কে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ।
সংসদের বাদল অধিবেশন চার সপ্তাহ ধরে চলবে, এমনটাই আশা করা হচ্ছে। প্রতিটি প্রবেশ ও প্রস্থান গেটে স্যানিটাইজ়ার ব্যবহার করতে হবে । এর আগে অবশ্য সেন্ট্রাল হল থেকেই দু'টি শিফটে 4 ঘন্টা করে উভয় হাউজ়েরই কার্যকলাপ পরিচালনার প্রস্তাব দেওয়া হয়েছিল । প্রথম শিফটে লোকসভা এবং দ্বিতীয় শিফটে রাজ্যসভার বৈঠক করার কথা বলা হয় । তবে, বিরতির সময় হলের স্যানিটাইজ়েশনেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ।