- রাজস্থানে নতুন করে সংক্রমিত 45 ৷ সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 796 ৷
লকডাউনের 19 দিন : সিল করে দেওয়া হয়েছে দেশের একাংশ
14:50 April 12
দিল্লি, 12এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সে কারণে 14 এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । আজ সেই লকডাউনের 19তম দিন । দেশজুড়ে কেমন আজকের ছবি ? দেখে নেওয়া যাক -
10:33 April 12
দিল্লি, 12এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সে কারণে 14 এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । আজ সেই লকডাউনের 19তম দিন । দেশজুড়ে কেমন আজকের ছবি ? দেখে নেওয়া যাক -
- দিল্লির রাজৌরিতে সংক্রমিত এলাকায় বসানো হয়েছে পুলিশি ব্যারিকেড । বন্ধ করা হয়েছে এলাকায় প্রবেশ ।
10:33 April 12
- ইস্টারের দিনেও বন্ধ থাকল মুম্বইয়ের ব্যাসিলিকা অফ আওয়ার লেডি অফ দ্য মাউন্ট । বন্ধ গেটের বাইরে থেকেই প্রার্থনা কিছু মানুষের ।
10:33 April 12
- পূর্ব ব্যান্ড্রার কলানগর এলাকাকে সংক্রমিত বলে ঘোষণা করা হল । সিল করে দেওয়া হয়েছে গোটা এলাকা ।
10:33 April 12
- হরিয়াণার হাউজ়িং বোর্ড কলোনি ও দেবীলাল নগরসহ ন'টি এলাকাকে সংক্রমিত ঘোষণা করা হয়েছে । সিল করে দেওয়া হয়েছে এলাকাগুলি ।
10:33 April 12
- সুনসান ব্যান্ড্রা-ওরলি সি লিঙ্ক । নেই পরিচিত ব্যস্ততা । নেই যানজট ।
09:39 April 12
- ঝাড়খণ্ডের হিন্দপিরি ও রাঁচিতে সংক্রমিত এলাকায় পুলিশি ব্যারিকেড । এই দুই এলাকায় মোট 8 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস । সিল করে দেওয়া হয়েছে এলাকা ।
14:50 April 12
দিল্লি, 12এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সে কারণে 14 এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । আজ সেই লকডাউনের 19তম দিন । দেশজুড়ে কেমন আজকের ছবি ? দেখে নেওয়া যাক -
- রাজস্থানে নতুন করে সংক্রমিত 45 ৷ সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 796 ৷
10:33 April 12
দিল্লি, 12এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সে কারণে 14 এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । আজ সেই লকডাউনের 19তম দিন । দেশজুড়ে কেমন আজকের ছবি ? দেখে নেওয়া যাক -
- দিল্লির রাজৌরিতে সংক্রমিত এলাকায় বসানো হয়েছে পুলিশি ব্যারিকেড । বন্ধ করা হয়েছে এলাকায় প্রবেশ ।
10:33 April 12
- ইস্টারের দিনেও বন্ধ থাকল মুম্বইয়ের ব্যাসিলিকা অফ আওয়ার লেডি অফ দ্য মাউন্ট । বন্ধ গেটের বাইরে থেকেই প্রার্থনা কিছু মানুষের ।
10:33 April 12
- পূর্ব ব্যান্ড্রার কলানগর এলাকাকে সংক্রমিত বলে ঘোষণা করা হল । সিল করে দেওয়া হয়েছে গোটা এলাকা ।
10:33 April 12
- হরিয়াণার হাউজ়িং বোর্ড কলোনি ও দেবীলাল নগরসহ ন'টি এলাকাকে সংক্রমিত ঘোষণা করা হয়েছে । সিল করে দেওয়া হয়েছে এলাকাগুলি ।
10:33 April 12
- সুনসান ব্যান্ড্রা-ওরলি সি লিঙ্ক । নেই পরিচিত ব্যস্ততা । নেই যানজট ।
09:39 April 12
- ঝাড়খণ্ডের হিন্দপিরি ও রাঁচিতে সংক্রমিত এলাকায় পুলিশি ব্যারিকেড । এই দুই এলাকায় মোট 8 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস । সিল করে দেওয়া হয়েছে এলাকা ।