ETV Bharat / bharat

উত্তপ্ত কাশ্মীর, জোড়া এনকাউন্টারে খতম 2 জঙ্গি

কুপওয়ারা ও বান্দিপোরায় সেনা-জঙ্গির গুলির লড়াই ৷ খতম দুই জঙ্গি ৷ চলছে তল্লাশি অভিযান ৷

JAMMU KASHMIR ENCOUNTER
উত্তপ্ত উত্তর কাশ্মীর (পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2024, 1:57 PM IST

শ্রীনগর, 6 নভেম্বর: উত্তপ্ত উপত্যকা ৷ উত্তর কাশ্মীরে জোড়া এনকাউন্টার ৷ নিরাপত্তারক্ষীর গুলিতে নিকেশ 2 জঙ্গি ৷ মঙ্গলবার সন্ধ্যায় কুপওয়ারা ও বান্দিপোরায় সেনা-জঙ্গির গুলির লড়াই শুরু হয় ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও চলছে গুলির লড়াই ৷

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় বান্দিপোরার কেতসুনের জঙ্গলে তল্লাশি অভিযান শুরু করে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথবাহিনী ৷ এলাকায় নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে এলোপাথারি গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা জঙ্গিরা ৷ জওয়ানরা পাল্টা জবাব দিতেই গুলির লড়াই শুরু হয় ৷

পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বান্দিপোরায় এনকাউন্টারে এক জঙ্গি মারা গিয়েছে ৷ এখনও এক জঙ্গি লুকিয়ে রয়েছে ৷ তাকে খুঁজে বের করতে এলাকায় এখনও টহল দিচ্ছে নিরাপত্তাবাহিনী ৷ তবে জঙ্গিরা কোন সংগঠনের সদস্য তা এখনও জানা যায়নি ৷

একইভাবে, কুপওয়ারায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করে সেনা ও পুলিশের যৌথবাহিনী ৷ পুরো এলাকা ঘিরে জওয়ানরা তল্লাশি অভিযান শুরু করতেই এলোপাথারি গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা জঙ্গিরা ৷ দু'পক্ষের গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হয় ৷ আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা নিশ্চিত করতে এখনও তল্লাশি অভিযান চলছে বলে জানা গিয়েছে ৷

উল্লেখ্য়, শেষ কয়েকদিনে উপত্যকার বিভিন্ন জায়গায় একের পর এক এনকাউন্টারের ঘটনা সামনে এসেছে ৷ রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবারের ঘটনাটি নিয়ে শেষ 4 দিনে 4টি এনকাউন্টারের ঘটনা ঘটেছে ৷ আর তাতে চিন্তায় রয়েছে স্থানীয় প্রশাসন ৷

পড়ুন: শ্রীনগরে এনকাউন্টারে সিআরপিএফ জওয়ান আহত, অনন্তনাগে গুলির লড়াইয়ে নিহত 2 জঙ্গি

শ্রীনগর, 6 নভেম্বর: উত্তপ্ত উপত্যকা ৷ উত্তর কাশ্মীরে জোড়া এনকাউন্টার ৷ নিরাপত্তারক্ষীর গুলিতে নিকেশ 2 জঙ্গি ৷ মঙ্গলবার সন্ধ্যায় কুপওয়ারা ও বান্দিপোরায় সেনা-জঙ্গির গুলির লড়াই শুরু হয় ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও চলছে গুলির লড়াই ৷

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় বান্দিপোরার কেতসুনের জঙ্গলে তল্লাশি অভিযান শুরু করে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথবাহিনী ৷ এলাকায় নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে এলোপাথারি গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা জঙ্গিরা ৷ জওয়ানরা পাল্টা জবাব দিতেই গুলির লড়াই শুরু হয় ৷

পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বান্দিপোরায় এনকাউন্টারে এক জঙ্গি মারা গিয়েছে ৷ এখনও এক জঙ্গি লুকিয়ে রয়েছে ৷ তাকে খুঁজে বের করতে এলাকায় এখনও টহল দিচ্ছে নিরাপত্তাবাহিনী ৷ তবে জঙ্গিরা কোন সংগঠনের সদস্য তা এখনও জানা যায়নি ৷

একইভাবে, কুপওয়ারায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করে সেনা ও পুলিশের যৌথবাহিনী ৷ পুরো এলাকা ঘিরে জওয়ানরা তল্লাশি অভিযান শুরু করতেই এলোপাথারি গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা জঙ্গিরা ৷ দু'পক্ষের গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হয় ৷ আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা নিশ্চিত করতে এখনও তল্লাশি অভিযান চলছে বলে জানা গিয়েছে ৷

উল্লেখ্য়, শেষ কয়েকদিনে উপত্যকার বিভিন্ন জায়গায় একের পর এক এনকাউন্টারের ঘটনা সামনে এসেছে ৷ রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবারের ঘটনাটি নিয়ে শেষ 4 দিনে 4টি এনকাউন্টারের ঘটনা ঘটেছে ৷ আর তাতে চিন্তায় রয়েছে স্থানীয় প্রশাসন ৷

পড়ুন: শ্রীনগরে এনকাউন্টারে সিআরপিএফ জওয়ান আহত, অনন্তনাগে গুলির লড়াইয়ে নিহত 2 জঙ্গি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.