ETV Bharat / bharat

লকডাউন দেশ : কোরোনার উপসর্গ নিয়ে দিল্লির হাসপাতালে ভরতি দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন

live update on india lockdown phrase and corona situation
লকডাউন দেশ : দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্য়া প্রায় সাড়ে 3 লাখ
author img

By

Published : Jun 16, 2020, 7:36 AM IST

Updated : Jun 16, 2020, 10:53 AM IST

10:09 June 16

লকডাউনের আজ 84 তম দিন । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পাশাপাশি, সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক ... 

  • কোরোনার উপসর্গ নিয়ে দিল্লির রাজীব গান্ধি সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি হলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন ৷ 
  • ফের বাড়ল পেট্রল-ডিজ়েলের দাম ৷ রাজধানীতে পেট্রলের দাম বেড়ে হল 76.73 টাকা ৷ ডিজ়েলের দাম বেড়ে হল 75.19 টাকা ৷ 
  • দেশের কোরোনা পরিস্থিতি নিয়ে আজ ও কাল বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । 
  • নাগাল্যান্ডে কোরোনায় আক্রান্ত আরও 2 ৷ এই নিয়ে সেখানে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা হল 179 ৷ সুস্থ হয়েছেন মোট 92 জন ৷ তবে , এখনও পর্যন্ত কেউ মারা যাননি ৷ 
  • আজ শেয়ার বাজার খুলতেই সেনসেক্সের সূচক বাড়ল 729.33 পয়েন্ট ৷ বর্তমানে সেনসেক্সের সূচক রয়েছে 33 হাজার 958.13 ৷ নিফটি 212.95 পয়েন্ট বেড়ে হল 10 হাজার 26.65 পয়েন্টে ৷ 

07:39 June 16

  • তেলাঙ্গানায় নতুন করে কোরোনা পজ়িটিভ 219 জন ৷ এই নিয়ে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 5 হাজার 193 জন ৷
  • মুম্বইয়ে কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে হল 828 ৷ জানাল বৃহনমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন ৷
  • তামিলনাড়ুর কোয়েম্বাটুরে অ্যান্টিভাইরাল ফেব্রিক তৈরি করল এক বেসরকারি সংস্থা ৷ সংস্থার MD জানিয়েছেন , ফেব্রিকটি আন্তর্জাতিকভাবে SARS-CoV-2 ভাইরাসের উপর পরীক্ষা করা হয়েছে ৷ ওই সংস্থার দাবি , ওই ফেব্রিকটিতে ব্যবহৃত রাসায়নিক মাত্র 3 মিনিটেই ভাইরাস নিষ্ক্রিয় করতে পারে ৷
  • মিজ়োরামে নতুন করে কোরোনায় আক্রান্ত 4 ৷ এই নিয়ে সেখানে কোরোনা আক্রান্তের সংখ্যা 121 জন ৷

06:20 June 16

  • দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 3 লাখ 32 হাজার 424 ৷ মারা গেছেন মোট হাজার 520 জন ৷
  • অসমে আরও নতুন করে কোরোনা পজ়িটিভ 151 জন ৷ এই নিয়ে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 4 হাজার 309 ৷ মারা গেছেন 8 জন ৷ সুস্থ হয়েছেন 2205 জন ৷ অ্যাকটিভ কেস মোট 2 হাজার 93 জন ৷
  • তেলাঙ্গানার তিন বিধায়কের মিলল কোরোনা পজ়িটিভ ৷ জানাল রাজ্য স্বাস্থ্য দপ্তর ৷
  • বন্দেভারত মিশনে ইজিপ্টের কাইরো থেকে মুম্বই ও কেরলের উদ্দেশ্যে রওনা দিল বিমান ৷ রয়েছেন 3 শিশু সহ 235 জন যাত্রী ৷
  • তেলাঙ্গানায় নতুন করে কোরোনা পজ়িটিভ 219 জন ৷ এই নিয়ে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 5 হাজার 193 জন ৷

10:09 June 16

লকডাউনের আজ 84 তম দিন । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পাশাপাশি, সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক ... 

  • কোরোনার উপসর্গ নিয়ে দিল্লির রাজীব গান্ধি সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি হলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন ৷ 
  • ফের বাড়ল পেট্রল-ডিজ়েলের দাম ৷ রাজধানীতে পেট্রলের দাম বেড়ে হল 76.73 টাকা ৷ ডিজ়েলের দাম বেড়ে হল 75.19 টাকা ৷ 
  • দেশের কোরোনা পরিস্থিতি নিয়ে আজ ও কাল বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । 
  • নাগাল্যান্ডে কোরোনায় আক্রান্ত আরও 2 ৷ এই নিয়ে সেখানে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা হল 179 ৷ সুস্থ হয়েছেন মোট 92 জন ৷ তবে , এখনও পর্যন্ত কেউ মারা যাননি ৷ 
  • আজ শেয়ার বাজার খুলতেই সেনসেক্সের সূচক বাড়ল 729.33 পয়েন্ট ৷ বর্তমানে সেনসেক্সের সূচক রয়েছে 33 হাজার 958.13 ৷ নিফটি 212.95 পয়েন্ট বেড়ে হল 10 হাজার 26.65 পয়েন্টে ৷ 

07:39 June 16

  • তেলাঙ্গানায় নতুন করে কোরোনা পজ়িটিভ 219 জন ৷ এই নিয়ে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 5 হাজার 193 জন ৷
  • মুম্বইয়ে কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে হল 828 ৷ জানাল বৃহনমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন ৷
  • তামিলনাড়ুর কোয়েম্বাটুরে অ্যান্টিভাইরাল ফেব্রিক তৈরি করল এক বেসরকারি সংস্থা ৷ সংস্থার MD জানিয়েছেন , ফেব্রিকটি আন্তর্জাতিকভাবে SARS-CoV-2 ভাইরাসের উপর পরীক্ষা করা হয়েছে ৷ ওই সংস্থার দাবি , ওই ফেব্রিকটিতে ব্যবহৃত রাসায়নিক মাত্র 3 মিনিটেই ভাইরাস নিষ্ক্রিয় করতে পারে ৷
  • মিজ়োরামে নতুন করে কোরোনায় আক্রান্ত 4 ৷ এই নিয়ে সেখানে কোরোনা আক্রান্তের সংখ্যা 121 জন ৷

06:20 June 16

  • দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 3 লাখ 32 হাজার 424 ৷ মারা গেছেন মোট হাজার 520 জন ৷
  • অসমে আরও নতুন করে কোরোনা পজ়িটিভ 151 জন ৷ এই নিয়ে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 4 হাজার 309 ৷ মারা গেছেন 8 জন ৷ সুস্থ হয়েছেন 2205 জন ৷ অ্যাকটিভ কেস মোট 2 হাজার 93 জন ৷
  • তেলাঙ্গানার তিন বিধায়কের মিলল কোরোনা পজ়িটিভ ৷ জানাল রাজ্য স্বাস্থ্য দপ্তর ৷
  • বন্দেভারত মিশনে ইজিপ্টের কাইরো থেকে মুম্বই ও কেরলের উদ্দেশ্যে রওনা দিল বিমান ৷ রয়েছেন 3 শিশু সহ 235 জন যাত্রী ৷
  • তেলাঙ্গানায় নতুন করে কোরোনা পজ়িটিভ 219 জন ৷ এই নিয়ে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 5 হাজার 193 জন ৷
Last Updated : Jun 16, 2020, 10:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.