ETV Bharat / bharat

শাহর সঙ্গে বৈঠকের পর হিল কাউন্সিল পোল বয়কট প্রত্যাহার - Border tension in India

লাদাখের মানুষের প্রতিনিধি হিসেবে প্রবীণ নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ ঠিকসে রিনপচে , লোকসভার প্রাক্তন সাংসদ ঠুপস্তান ছেউওয়াং, জম্মু কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ছেরিং দোরজে গতকাল অমিত শাহর সঙ্গে বৈঠক করেন ।

Aw
Aa
author img

By

Published : Sep 27, 2020, 7:13 PM IST

দিল্লি, 27 সেপ্টেম্বর: 16 অক্টোবর লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন কাউন্সিলের (LAHDC) নির্বাচন বয়কটের ডাক দিয়েছিল সেখানকার নামকরা এক প্রতিনিধি দল । গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকের পর বয়কট প্রত্যাহার করেছে দলটি । এছাড়া সুষ্ঠভাবে নির্বাচন সংগঠিত হতে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে ।

বৈঠকে সংগঠনকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে লাদাখি ভাষা, জনসংখ্যা, ভূমি রক্ষা, চাকরির বিষয়গুলি রক্ষা ও সুনিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ।

সরকারি এক আধিকারিক জানিয়েছেন, “লাদাখের প্রবীণ নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ ঠিকসে রিনপচে , লোকসভার প্রাক্তন সাংসদ ঠুপস্তান ছেউওয়াং, জম্মু কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ছেরিং দোরজে গতকাল শাহর সঙ্গে এখানকার প্রশাসনিক ভবনে বৈঠক করেন । উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিসান রেড্ডি এবং যুব বিষয়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী কিরেন রিজিজু ।” তিনি আরও জানান, “নির্বাচন শেষ হওয়ার 15 দিন পর বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ শুরু হবে ।”

লেহ ও কারগিলের LAHDC-র ক্ষমতায়নে এবং লাদাখের UT-র জনগণের স্বার্থরক্ষায় কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে সংগঠনকে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী । প্রতিশ্রুতি রক্ষায় কেন্দ্রীয় সরকারের তরফে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি । আর এক আধিকারিক জানিয়েছেন ,"ভারতীয় সংবিধানের ষষ্ঠ অনুচ্ছেদে বর্ণিত লাদাখের মানুষদের সুরক্ষা প্রদানের বিষয়টি যথেষ্ট মর্যাদার সঙ্গে দেখা হবে । সেই বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে ।"

অঞ্চলের জনসংখ্যা, পরিবেশ, বৈচিত্র্য রক্ষার সমর্থনে এক জোট হয়েছিলেন এই প্রতিনিধি দলের সদস্যরা প্রতিনিধিরা । LAHDC -এর নির্বাচন বয়কটের ডাক দেওয়া হয়েছিল তাঁদের তরফে ।

দিল্লি, 27 সেপ্টেম্বর: 16 অক্টোবর লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন কাউন্সিলের (LAHDC) নির্বাচন বয়কটের ডাক দিয়েছিল সেখানকার নামকরা এক প্রতিনিধি দল । গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকের পর বয়কট প্রত্যাহার করেছে দলটি । এছাড়া সুষ্ঠভাবে নির্বাচন সংগঠিত হতে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে ।

বৈঠকে সংগঠনকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে লাদাখি ভাষা, জনসংখ্যা, ভূমি রক্ষা, চাকরির বিষয়গুলি রক্ষা ও সুনিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ।

সরকারি এক আধিকারিক জানিয়েছেন, “লাদাখের প্রবীণ নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ ঠিকসে রিনপচে , লোকসভার প্রাক্তন সাংসদ ঠুপস্তান ছেউওয়াং, জম্মু কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ছেরিং দোরজে গতকাল শাহর সঙ্গে এখানকার প্রশাসনিক ভবনে বৈঠক করেন । উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিসান রেড্ডি এবং যুব বিষয়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী কিরেন রিজিজু ।” তিনি আরও জানান, “নির্বাচন শেষ হওয়ার 15 দিন পর বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ শুরু হবে ।”

লেহ ও কারগিলের LAHDC-র ক্ষমতায়নে এবং লাদাখের UT-র জনগণের স্বার্থরক্ষায় কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে সংগঠনকে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী । প্রতিশ্রুতি রক্ষায় কেন্দ্রীয় সরকারের তরফে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি । আর এক আধিকারিক জানিয়েছেন ,"ভারতীয় সংবিধানের ষষ্ঠ অনুচ্ছেদে বর্ণিত লাদাখের মানুষদের সুরক্ষা প্রদানের বিষয়টি যথেষ্ট মর্যাদার সঙ্গে দেখা হবে । সেই বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে ।"

অঞ্চলের জনসংখ্যা, পরিবেশ, বৈচিত্র্য রক্ষার সমর্থনে এক জোট হয়েছিলেন এই প্রতিনিধি দলের সদস্যরা প্রতিনিধিরা । LAHDC -এর নির্বাচন বয়কটের ডাক দেওয়া হয়েছিল তাঁদের তরফে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.