ETV Bharat / bharat

সরকার সাহায্য না করলে ভোডাফোন ও আইডিয়া বন্ধ হয়ে যাবে : কুমার মঙ্গলম বিড়লা - ভোডাফোন -আইডিয়ার চেয়ারম্যান কুমারমঙ্গলম বিড়লা ।

ভোডাফোন ও আইডিয়া ভারতের সবচেয়ে বড় মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা । কুমারমঙ্গলম বলেন, সরকার যদি সাহায্যের হাত বাড়িয়ে না দেয় তাহলে এই দুই সংস্থা বন্ধ হয়ে যেতে পারে ।

Kumar Mangalam Birla
কুমার মঙ্গলম বিড়লা
author img

By

Published : Dec 6, 2019, 4:09 PM IST

Updated : Dec 6, 2019, 4:17 PM IST

দিল্লি, 6 ডিসেন্বর : সরকার সাহায্য না করলে ভোডাফোন ও আইডিয়া বন্ধ হয়ে যেতে পারে । আশাকরি শুধু টেলিকম সেক্টরকে নয়, সামগ্রিক টেলিকম ইন্ডাস্ট্রিকে রক্ষা করতে সাহায্য করবে কেন্দ্রীয় সরকার । এই আশা প্রকাশ করেছেন শিল্পপতি ও ভোডাফোন -আইডিয়ার চেয়ারম্যান কুমারমঙ্গলম বিড়লা ।


ভোডাফোন ও আইডিয়া ভারতের সবচেয়ে বড় মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা । কুমারমঙ্গলম বলেন, সরকার যদি সাহায্যের হাত বাড়িয়ে না দেয় তাহলে এই দুই সংস্থা বন্ধ হয়ে যেতে পারে । সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এই দুই সংস্থার বাকি থাকা অর্থ ছাড়ের ক্ষেত্রে সরকার সাহায্য না করলে ভোড়াফোন-আইডিয়ার গল্প এখানেই শেষ । এই দুই সংস্থার সরকারের কাছে 53,038 কোটি টাকা বাকি আছে ।


প্রসঙ্গত , বিড়লার আইডিয়া সেলুলার ও ব্রিটিশ টেলিকম জায়েন্ট ভোডাফোনের ভারতীয় ইউনিট গত বছর সংযুক্ত হয় । মুকেশ আম্বানির রিলায়েন্স জিও-র ফ্রি ভয়েস কল সস্তায় ডেটা পরিষেবা দেয় । তার সঙ্গে পাল্লা দিতে গিয়ে আইডিয়া-ভোডাফোন চরম সংকটে পড়ে । সরকারকে রেভেনিউ দিতে গিয়ে ত্রৈমাসিক ক্ষতি দাঁড়ায় 1.17 লাখ কোটি টাকা । গত 14 বছরে ভারতী এয়ারটেল , ভোডাফোন আইডিয়া ও অন্য টেলিকমদের সুদ এবং জরিমানা সহ টেলিকম লাইসেন্স ফি এবং স্পেকট্রাম ব্যবহারের চার্জ হিসাবে পরিশোধ করতে হবে প্রায় 1.47 লাখ কোটি টাকা দিতে হয়েছে । এয়ারটেল, ভোডাফোন ও আইডিয়া সুদ ও জরিমানা মকুবের জন্য সরকারের কাছে আবেদন করেছে ।

দিল্লি, 6 ডিসেন্বর : সরকার সাহায্য না করলে ভোডাফোন ও আইডিয়া বন্ধ হয়ে যেতে পারে । আশাকরি শুধু টেলিকম সেক্টরকে নয়, সামগ্রিক টেলিকম ইন্ডাস্ট্রিকে রক্ষা করতে সাহায্য করবে কেন্দ্রীয় সরকার । এই আশা প্রকাশ করেছেন শিল্পপতি ও ভোডাফোন -আইডিয়ার চেয়ারম্যান কুমারমঙ্গলম বিড়লা ।


ভোডাফোন ও আইডিয়া ভারতের সবচেয়ে বড় মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা । কুমারমঙ্গলম বলেন, সরকার যদি সাহায্যের হাত বাড়িয়ে না দেয় তাহলে এই দুই সংস্থা বন্ধ হয়ে যেতে পারে । সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এই দুই সংস্থার বাকি থাকা অর্থ ছাড়ের ক্ষেত্রে সরকার সাহায্য না করলে ভোড়াফোন-আইডিয়ার গল্প এখানেই শেষ । এই দুই সংস্থার সরকারের কাছে 53,038 কোটি টাকা বাকি আছে ।


প্রসঙ্গত , বিড়লার আইডিয়া সেলুলার ও ব্রিটিশ টেলিকম জায়েন্ট ভোডাফোনের ভারতীয় ইউনিট গত বছর সংযুক্ত হয় । মুকেশ আম্বানির রিলায়েন্স জিও-র ফ্রি ভয়েস কল সস্তায় ডেটা পরিষেবা দেয় । তার সঙ্গে পাল্লা দিতে গিয়ে আইডিয়া-ভোডাফোন চরম সংকটে পড়ে । সরকারকে রেভেনিউ দিতে গিয়ে ত্রৈমাসিক ক্ষতি দাঁড়ায় 1.17 লাখ কোটি টাকা । গত 14 বছরে ভারতী এয়ারটেল , ভোডাফোন আইডিয়া ও অন্য টেলিকমদের সুদ এবং জরিমানা সহ টেলিকম লাইসেন্স ফি এবং স্পেকট্রাম ব্যবহারের চার্জ হিসাবে পরিশোধ করতে হবে প্রায় 1.47 লাখ কোটি টাকা দিতে হয়েছে । এয়ারটেল, ভোডাফোন ও আইডিয়া সুদ ও জরিমানা মকুবের জন্য সরকারের কাছে আবেদন করেছে ।

New Delhi, Dec 06 (ANI): Anu Dubey, who took to streets and protested rigorously over the Hyderabad rape-murder case, expressed happiness over today's encounter, where all four accused in the case were killed. Speaking to ANI, Anu Dubey said, "People must be on 11th cloud today. But this is just the beginning, the encounter which happened today was absolutely correct. But it would have been better if this would have happened through a legal process."
Last Updated : Dec 6, 2019, 4:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.