ETV Bharat / bharat

কুলগামে আত্মসমর্পণ 2 লস্কর জঙ্গির - Kulgam Encounter

নিরাপত্তাবাহিনীর অভিযানের সময় ধরা পড়ে দুই জঙ্গি । তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র সহ বেশকিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে ।

Kulgam Encounter: 2 LeT Militants surrendered
Kulgam Encounter: 2 LeT Militants surrendered
author img

By

Published : Dec 22, 2020, 7:31 AM IST

শ্রীনগর, 22 ডিসেম্বর: কাশ্মীরের কুলগাম জেলায় আত্মসমর্পণ করল দুই লস্কর-ই-তইবা জঙ্গি । কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুলগামে নিরাপত্তাবাহিনীর অভিযানের মাঝেই তারা আত্মসমর্পণ করে ৷ পরিবারের চাপেই তারা আত্মসমর্পণ করেছে বলে জানা গিয়েছে ৷

মঙ্গলবার ওই 2 জঙ্গির কাছ থেকে বেশকিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে পুলিশ ৷ উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও ৷

গত মাসেই জঙ্গি বিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছিল এনআইএ । 11 নভেম্বর এনআইএ-র কলকাতা শাখার গোয়েন্দারা লস্কর-ই-তইবার এক জঙ্গিকে কর্নাটক থেকে গ্রেপ্তার করে । ধৃতের সঙ্গে আইএসআই-এর যোগাযোগ আছে বলে জানতে পারেন গোয়েন্দারা ।

শ্রীনগর, 22 ডিসেম্বর: কাশ্মীরের কুলগাম জেলায় আত্মসমর্পণ করল দুই লস্কর-ই-তইবা জঙ্গি । কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুলগামে নিরাপত্তাবাহিনীর অভিযানের মাঝেই তারা আত্মসমর্পণ করে ৷ পরিবারের চাপেই তারা আত্মসমর্পণ করেছে বলে জানা গিয়েছে ৷

মঙ্গলবার ওই 2 জঙ্গির কাছ থেকে বেশকিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে পুলিশ ৷ উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও ৷

গত মাসেই জঙ্গি বিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছিল এনআইএ । 11 নভেম্বর এনআইএ-র কলকাতা শাখার গোয়েন্দারা লস্কর-ই-তইবার এক জঙ্গিকে কর্নাটক থেকে গ্রেপ্তার করে । ধৃতের সঙ্গে আইএসআই-এর যোগাযোগ আছে বলে জানতে পারেন গোয়েন্দারা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.