ETV Bharat / bharat

কর্নাটকের শিভামোগ্গাতে খোলা হল বাঘ ও সিংহের সাফারি - Tiger Safari in Karnataka

প্রায় দু'মাস বাদে খুলে দেওয়া হল কর্নাটকের শিভামোগ্গাতে বাঘ ও সিংহের সাফারি । সমস্ত রকম স্বাস্থ্য বিধি মেনেই খোলা হয়েছে চিড়িয়াখানা ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 8, 2020, 3:02 PM IST

শিভামোগ্গা (কর্নাটক), 8 জুন : কর্নাটকের শিভামোগ্গাতে বাঘ ও সিংহের সাফারি পুনরায় চালু হয়েছে । আজ সকাল 9টা থেকে এই সাফারি খুলেছে ।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, সমস্ত রকম স্বাস্থ্য বিধি মেনেই খোলা হয়েছে চিড়িয়াখানা । এর সঙ্গে জমায়েত যেন না হয় সেই বিষয়টিও নজরে রাখা হবে । জঙ্গল সাফারির সময় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে । একই সঙ্গে যে সকল পাখি চিড়িয়াখানায় রয়েছে তাদের খাঁচার ভিতরে রাখা হচ্ছে ।

ছবি
ছবি

প্রতিদিনই পুরো চিড়িয়াখানা পরিষ্কার করা হবে । এর পাশাপাশি স্যানিটাইজ় করা হবে গোটা জায়গা । লক্ষ্য রাখা হবে যাতে টিকিট কাটার লাইনে কোনও রকম জমায়েত না হয়। মেনে চলতে হবে সামাজিক দূরত্ব ।

শিভামোগ্গা (কর্নাটক), 8 জুন : কর্নাটকের শিভামোগ্গাতে বাঘ ও সিংহের সাফারি পুনরায় চালু হয়েছে । আজ সকাল 9টা থেকে এই সাফারি খুলেছে ।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, সমস্ত রকম স্বাস্থ্য বিধি মেনেই খোলা হয়েছে চিড়িয়াখানা । এর সঙ্গে জমায়েত যেন না হয় সেই বিষয়টিও নজরে রাখা হবে । জঙ্গল সাফারির সময় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে । একই সঙ্গে যে সকল পাখি চিড়িয়াখানায় রয়েছে তাদের খাঁচার ভিতরে রাখা হচ্ছে ।

ছবি
ছবি

প্রতিদিনই পুরো চিড়িয়াখানা পরিষ্কার করা হবে । এর পাশাপাশি স্যানিটাইজ় করা হবে গোটা জায়গা । লক্ষ্য রাখা হবে যাতে টিকিট কাটার লাইনে কোনও রকম জমায়েত না হয়। মেনে চলতে হবে সামাজিক দূরত্ব ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.