শিভামোগ্গা (কর্নাটক), 8 জুন : কর্নাটকের শিভামোগ্গাতে বাঘ ও সিংহের সাফারি পুনরায় চালু হয়েছে । আজ সকাল 9টা থেকে এই সাফারি খুলেছে ।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, সমস্ত রকম স্বাস্থ্য বিধি মেনেই খোলা হয়েছে চিড়িয়াখানা । এর সঙ্গে জমায়েত যেন না হয় সেই বিষয়টিও নজরে রাখা হবে । জঙ্গল সাফারির সময় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে । একই সঙ্গে যে সকল পাখি চিড়িয়াখানায় রয়েছে তাদের খাঁচার ভিতরে রাখা হচ্ছে ।
প্রতিদিনই পুরো চিড়িয়াখানা পরিষ্কার করা হবে । এর পাশাপাশি স্যানিটাইজ় করা হবে গোটা জায়গা । লক্ষ্য রাখা হবে যাতে টিকিট কাটার লাইনে কোনও রকম জমায়েত না হয়। মেনে চলতে হবে সামাজিক দূরত্ব ।