ETV Bharat / bharat

যেন কিছুই হয়নি, এমন ভাবলেশহীন স্বভাবের জন্যই কি বিড়ম্বনা বাড়ল চিদম্বরমের ? - cbi

আজ আদালতে পেশ করার সময় বেশ ভাবলেশহীন দেখিয়েছে চিদম্বরমকে। যেভাবে গতকাল 27 ঘণ্টা পর সাংবাদিক বৈঠকে কার্যত ঝড় তুলেছিলেন, নিজের বাড়ি ফিরেছিলেন, আজ যেন তেমনই ভাবলেশহীন দেখাল তাঁকে ।

পি চিদম্বরম
author img

By

Published : Aug 22, 2019, 9:18 PM IST

Updated : Aug 22, 2019, 11:34 PM IST

দিল্লি, 22 অগাস্ট : অর্থ থেকে স্বরাষ্ট্রমন্ত্রকের গুরুদায়িত্ব সামলেছেন বছরের পর বছর । তাঁর রাজনৈতিক দূরদর্শিতা-প্রজ্ঞা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই । ধুরন্ধর রাজনৈতিক পি চিদম্বরমের শান্ত স্বভাবই কি তাঁর বিড়ম্বনা বাড়াল? আজ CBI প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বারবার জেরা করার পর অভিযোগ তুলেছিল তিনি তথ্য গোপন করছেন । এমনকী CBI আদালতের বিচারকও চিদাম্বরমের শান্ত, স্থির স্বভাব দেখে খানিকটা অবাক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা । প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে আজ নিজেদের হেপাজতে পাওয়ার জন্য একাধিক বার দরবার করেছে CBI। এখানেই কোথাও যেন একটা খটকা ।

আজ আদালতে পেশ করার সময় বেশ ভাবলেশহীন দেখিয়েছে চিদম্বরমকে। যেভাবে গতকাল 27 ঘণ্টা পর সাংবাদিক বৈঠকে কার্যত ঝড় তুলেছিলেন, নিজের বাড়ি ফিরেছিলেন, আজ যেন তেমনই ভাবলেশহীন দেখাল তাঁকে । CBI দপ্তরে রাত কাটানোর পরও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মুখ থেকে হাসিটুকু বিন্দুমাত্র বিলীন হয়নি । এমনকী আদালতে পেশের আগে হাতজোড় করে আইনজীবীদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা গেছে তাঁকে । তাঁর চোখে-মুখে কোথাও বিন্দুমাত্র ভয়, হতাশা ধরা পড়েনি বলেই দাবি CBI-র একাংশর । তিনঘণ্টা ধরে CBI-র দুঁদে গোয়েন্দারা জেরা করেছেন, একটিবারের জন্যও ভেঙে পড়তে দেখা যায়নি তাঁকে । দক্ষ রাজনীতিকের মতোই CBI-র অফিসারদের সামলেছেন । সূত্রের খবর, এই বিষয়টাতেই খটকা লেগেছে তাঁদের । একাধিক গুরুত্বপূর্ণ-স্পর্শকাতর আলোড়ন ফেলে দেওয়া মামলার তদন্ত করে আসা CBI অফিসাররা কোথাও যেন একটা খেই হারাচ্ছিলেন চিদম্বরমের সামনে, সূত্র অন্তত এমনটাই বলছে ।

শুরু যদি হয়ে থাকে জিজ্ঞাসা পর্বে, তাহলে তার চূড়ান্ত রূপ বোধহয় আদালত কক্ষেই মিলল । প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে আসামির কাঠগড়ায় দেখেও প্রয়োজনীয় সম্মান দিতে কসুর করেননি বিচারক । প্রাক্তন মন্ত্রীকে বসার জন্য অনুরোধও জানান তিনি । কিন্তু, তিনি যে কতটা দৃঢ়চেতা তা প্রমাণ করতে চেয়েছিলেন চিদম্বরম । চেয়ারে বসতে বলার অনুরোধ প্রত্যাখ্যান করে চিদম্বরমের স্পষ্ট জবাব ছিল, "না, না ।....ঠিক আছে ।...আমি দাঁড়িয়েই থাকব ।" শুনানি চলাকালীন একটিবারও বসেননি 73 বছরের এই রাজনীতিবিদ । CBI আইনজীবীদের প্রশ্নের জবাব দিয়েছেন নিজের চেনা স্বভাবেই ।

আরও পড়ুন : সোমবার পর্যন্ত চিদম্বরমকে CBI হেপাজতের নির্দেশ আদালতের

শুনানি চলার সময় একটিবারের জন্যও ভেঙে পড়তে দেখা যায়নি প্রাক্তন মন্ত্রীকে । অন্তত বাইরে দেখে তো বোঝার উপায় ছিল না । ভেতরে নিঃসন্দেহে ঝড়-ঝাপটা চলছিল । যাঁরা চিদম্বরমকে কাছ থেকে চেনেন, তাঁর সঙ্গে দীর্ঘদিন রাজনৈতিক ময়দানে লড়াই করার সুযোগ পেয়েছেন তাঁরা বলেন, মনের জোর নাকি অসম্ভব বেশি তাঁর । অন্তত পরিস্থিতিতে হার না মানার মানসিকতা নিয়ে লড়তে পারেন । বাইরে থেকে দেখে তাঁকে বোঝার উপায় থাকে না ভেতরে কী চলছে । অন্তত ঠান্ডা মাথার চিদম্বরমকে সংসদেও বিপক্ষের আক্রমণ সামলাতে দেখা গেছে যুক্তি দিয়ে, শান্তভাবে । অতি সম্প্রতি কেন্দ্রীয় সরকারের একাধিক পদক্ষেপের সমালোচনায় রাজ্যসভায় তিনি ছিলেন কংগ্রেসের মুখ । বিরোধীদের বিরোধিতার পরও একটিবারও মেজাজ হারিয়ে হটকারি পদক্ষেপ করতে দেখা যায়নি । বরং শান্তভাবে, যুক্তি দিয়ে নিজের মত প্রকাশেই দৃঢ়তা দেখিয়েছেন তিনি । রাজনৈতিকভাবে বহু ঝড়-ঝাপটা সামলে আসা চিদম্বরমকে গ্রেপ্তারের আগে এই বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছিলেন CBI-র শীর্ষ কর্তারা ।

সূত্রের খবর, আজ যখন বার বার প্রাক্তন মন্ত্রীকে জেরা করেও তাঁকে টলানো যায়নি, তখনই হেপাজতে নেওয়ার বিষয়টি ভাবনাচিন্তা করেন CBI অফিসাররা । মনে করা হচ্ছে, চিদম্বরমের 'বাঁধ' ভেঙে তাঁর কাছ থেকে INX দুর্নীতির বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে তাঁকে হেপাজতে নেওয়ার পরিকল্পনা কেন্দ্রীয় তদন্ত সংস্থা । যাতে আগামী সোমবার পর্যন্ত দফায় দফায় জেরা করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারে তারা ।

দিল্লি, 22 অগাস্ট : অর্থ থেকে স্বরাষ্ট্রমন্ত্রকের গুরুদায়িত্ব সামলেছেন বছরের পর বছর । তাঁর রাজনৈতিক দূরদর্শিতা-প্রজ্ঞা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই । ধুরন্ধর রাজনৈতিক পি চিদম্বরমের শান্ত স্বভাবই কি তাঁর বিড়ম্বনা বাড়াল? আজ CBI প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বারবার জেরা করার পর অভিযোগ তুলেছিল তিনি তথ্য গোপন করছেন । এমনকী CBI আদালতের বিচারকও চিদাম্বরমের শান্ত, স্থির স্বভাব দেখে খানিকটা অবাক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা । প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে আজ নিজেদের হেপাজতে পাওয়ার জন্য একাধিক বার দরবার করেছে CBI। এখানেই কোথাও যেন একটা খটকা ।

আজ আদালতে পেশ করার সময় বেশ ভাবলেশহীন দেখিয়েছে চিদম্বরমকে। যেভাবে গতকাল 27 ঘণ্টা পর সাংবাদিক বৈঠকে কার্যত ঝড় তুলেছিলেন, নিজের বাড়ি ফিরেছিলেন, আজ যেন তেমনই ভাবলেশহীন দেখাল তাঁকে । CBI দপ্তরে রাত কাটানোর পরও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মুখ থেকে হাসিটুকু বিন্দুমাত্র বিলীন হয়নি । এমনকী আদালতে পেশের আগে হাতজোড় করে আইনজীবীদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা গেছে তাঁকে । তাঁর চোখে-মুখে কোথাও বিন্দুমাত্র ভয়, হতাশা ধরা পড়েনি বলেই দাবি CBI-র একাংশর । তিনঘণ্টা ধরে CBI-র দুঁদে গোয়েন্দারা জেরা করেছেন, একটিবারের জন্যও ভেঙে পড়তে দেখা যায়নি তাঁকে । দক্ষ রাজনীতিকের মতোই CBI-র অফিসারদের সামলেছেন । সূত্রের খবর, এই বিষয়টাতেই খটকা লেগেছে তাঁদের । একাধিক গুরুত্বপূর্ণ-স্পর্শকাতর আলোড়ন ফেলে দেওয়া মামলার তদন্ত করে আসা CBI অফিসাররা কোথাও যেন একটা খেই হারাচ্ছিলেন চিদম্বরমের সামনে, সূত্র অন্তত এমনটাই বলছে ।

শুরু যদি হয়ে থাকে জিজ্ঞাসা পর্বে, তাহলে তার চূড়ান্ত রূপ বোধহয় আদালত কক্ষেই মিলল । প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে আসামির কাঠগড়ায় দেখেও প্রয়োজনীয় সম্মান দিতে কসুর করেননি বিচারক । প্রাক্তন মন্ত্রীকে বসার জন্য অনুরোধও জানান তিনি । কিন্তু, তিনি যে কতটা দৃঢ়চেতা তা প্রমাণ করতে চেয়েছিলেন চিদম্বরম । চেয়ারে বসতে বলার অনুরোধ প্রত্যাখ্যান করে চিদম্বরমের স্পষ্ট জবাব ছিল, "না, না ।....ঠিক আছে ।...আমি দাঁড়িয়েই থাকব ।" শুনানি চলাকালীন একটিবারও বসেননি 73 বছরের এই রাজনীতিবিদ । CBI আইনজীবীদের প্রশ্নের জবাব দিয়েছেন নিজের চেনা স্বভাবেই ।

আরও পড়ুন : সোমবার পর্যন্ত চিদম্বরমকে CBI হেপাজতের নির্দেশ আদালতের

শুনানি চলার সময় একটিবারের জন্যও ভেঙে পড়তে দেখা যায়নি প্রাক্তন মন্ত্রীকে । অন্তত বাইরে দেখে তো বোঝার উপায় ছিল না । ভেতরে নিঃসন্দেহে ঝড়-ঝাপটা চলছিল । যাঁরা চিদম্বরমকে কাছ থেকে চেনেন, তাঁর সঙ্গে দীর্ঘদিন রাজনৈতিক ময়দানে লড়াই করার সুযোগ পেয়েছেন তাঁরা বলেন, মনের জোর নাকি অসম্ভব বেশি তাঁর । অন্তত পরিস্থিতিতে হার না মানার মানসিকতা নিয়ে লড়তে পারেন । বাইরে থেকে দেখে তাঁকে বোঝার উপায় থাকে না ভেতরে কী চলছে । অন্তত ঠান্ডা মাথার চিদম্বরমকে সংসদেও বিপক্ষের আক্রমণ সামলাতে দেখা গেছে যুক্তি দিয়ে, শান্তভাবে । অতি সম্প্রতি কেন্দ্রীয় সরকারের একাধিক পদক্ষেপের সমালোচনায় রাজ্যসভায় তিনি ছিলেন কংগ্রেসের মুখ । বিরোধীদের বিরোধিতার পরও একটিবারও মেজাজ হারিয়ে হটকারি পদক্ষেপ করতে দেখা যায়নি । বরং শান্তভাবে, যুক্তি দিয়ে নিজের মত প্রকাশেই দৃঢ়তা দেখিয়েছেন তিনি । রাজনৈতিকভাবে বহু ঝড়-ঝাপটা সামলে আসা চিদম্বরমকে গ্রেপ্তারের আগে এই বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছিলেন CBI-র শীর্ষ কর্তারা ।

সূত্রের খবর, আজ যখন বার বার প্রাক্তন মন্ত্রীকে জেরা করেও তাঁকে টলানো যায়নি, তখনই হেপাজতে নেওয়ার বিষয়টি ভাবনাচিন্তা করেন CBI অফিসাররা । মনে করা হচ্ছে, চিদম্বরমের 'বাঁধ' ভেঙে তাঁর কাছ থেকে INX দুর্নীতির বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে তাঁকে হেপাজতে নেওয়ার পরিকল্পনা কেন্দ্রীয় তদন্ত সংস্থা । যাতে আগামী সোমবার পর্যন্ত দফায় দফায় জেরা করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারে তারা ।

New Delhi, Aug 22 (ANI): Chhattisgarh Chief Minister Bhupesh Baghel on Thursday said that country is gripped in financial crisis. Explaining his statement, he added "There is a fall in every sector, including the automobile industry, where employee strength is being cut and numerous plants are being shut. The situation is bad in the government sector as well."

Last Updated : Aug 22, 2019, 11:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.