দিল্লি, 20 জানুয়ারি : এতদিন কার্যকরী সভাপতির দায়িত্ব সামলেছেন । এবার আনুষ্ঠানিকভাবে দলের সর্বভারতীয় সভাপতি পদে বসলেন জগৎ প্রকাশ নাড্ডা । অমিত শাহের পরে নাড্ডাই নিলেন দলের সর্বভারতীয় সভাপতি পদের দায়িত্ব ৷ 2022 সাল পর্যন্ত এই দায়িত্ব সামলাবেন তিনি ৷
আজ সকাল সাড়ে দশটা নাগাদ মনোনয়নপত্র জমা দেন নাড্ডা । বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি । BJP-র কেন্দ্রীয় সদর দপ্তরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় । দলীয় সূত্রে খবর, নাড্ডার নাম প্রস্তাব করেছিলেন দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ও সংসদীয় দলের সদস্যরা তথা অমিত শাহ, রাজনাথ সিং ও নীতিন গড়কড়ি ।
-
Jagat Prakash Nadda elected unopposed as the National President of Bharatiya Janata Party (BJP) pic.twitter.com/ek5PlEZ2sE
— ANI (@ANI) January 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Jagat Prakash Nadda elected unopposed as the National President of Bharatiya Janata Party (BJP) pic.twitter.com/ek5PlEZ2sE
— ANI (@ANI) January 20, 2020Jagat Prakash Nadda elected unopposed as the National President of Bharatiya Janata Party (BJP) pic.twitter.com/ek5PlEZ2sE
— ANI (@ANI) January 20, 2020
BJP-র কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রধান রাধামোহন এই সংক্রান্ত একটি বিবৃতি জারি করেন সম্প্রতি ৷ রাধামোহন সিং বলেন, "সফলভাবে প্রথম পর্যায় অতিক্রম করেছে BJP । 75 শতাংশ বুথ কমিটি তৈরি হয়েছে , 50 শতাংশ মণ্ডল কমিটি তৈরি হয়েছে এবং BJP-র নিয়ামানুযায়ী 21 টি রাজ্যে দলের সভাপতি নির্বাচনের পর আমি সর্বভারতীয় সভাপতি পদ নির্বাচনের ঘোষণা করছি ।"
BJP-র সর্বভারতীয় সভাপতি পদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিল সকাল 10 টা থেকে সাড়ে 12টা । এরপর সাড়ে 12টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত মনোনয়নগুলি খতিয়ে দেখা হয় । 1টা 30 মিনিট থেকে 2টো 30 মিনিট পর্যন্ত প্রার্থীপদ তুলে নেওয়ার কাজ চলে । 2টা 30 মিনিটের পর জানা যায় সর্বভারতীয় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নাড্ডা ।