ETV Bharat / bharat

BJP-র সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা - BJP-র সর্বভারতীয় সভাপতি

আজ আনুষ্ঠানিকভাবে BJP-র সর্বভারতীয় সভাপতি হলেন জে পি নাড্ডা ।

ছবি
ছবি
author img

By

Published : Jan 20, 2020, 7:52 AM IST

Updated : Jan 20, 2020, 3:57 PM IST

দিল্লি, 20 জানুয়ারি : এতদিন কার্যকরী সভাপতির দায়িত্ব সামলেছেন । এবার আনুষ্ঠানিকভাবে দলের সর্বভারতীয় সভাপতি পদে বসলেন জগৎ প্রকাশ নাড্ডা । অমিত শাহের পরে নাড্ডাই নিলেন দলের সর্বভারতীয় সভাপতি পদের দায়িত্ব ৷ 2022 সাল পর্যন্ত এই দায়িত্ব সামলাবেন তিনি ৷

আজ সকাল সাড়ে দশটা নাগাদ মনোনয়নপত্র জমা দেন নাড্ডা । বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি । BJP-র কেন্দ্রীয় সদর দপ্তরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় । দলীয় সূত্রে খবর, নাড্ডার নাম প্রস্তাব করেছিলেন দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ও সংসদীয় দলের সদস্যরা তথা অমিত শাহ, রাজনাথ সিং ও নীতিন গড়কড়ি ।

BJP-র কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রধান রাধামোহন এই সংক্রান্ত একটি বিবৃতি জারি করেন সম্প্রতি ৷ রাধামোহন সিং বলেন, "সফলভাবে প্রথম পর্যায় অতিক্রম করেছে BJP । 75 শতাংশ বুথ কমিটি তৈরি হয়েছে , 50 শতাংশ মণ্ডল কমিটি তৈরি হয়েছে এবং BJP-র নিয়ামানুযায়ী 21 টি রাজ্যে দলের সভাপতি নির্বাচনের পর আমি সর্বভারতীয় সভাপতি পদ নির্বাচনের ঘোষণা করছি ।"

BJP-র সর্বভারতীয় সভাপতি পদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিল সকাল 10 টা থেকে সাড়ে 12টা । এরপর সাড়ে 12টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত মনোনয়নগুলি খতিয়ে দেখা হয় । 1টা 30 মিনিট থেকে 2টো 30 মিনিট পর্যন্ত প্রার্থীপদ তুলে নেওয়ার কাজ চলে । 2টা 30 মিনিটের পর জানা যায় সর্বভারতীয় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নাড্ডা ।

দিল্লি, 20 জানুয়ারি : এতদিন কার্যকরী সভাপতির দায়িত্ব সামলেছেন । এবার আনুষ্ঠানিকভাবে দলের সর্বভারতীয় সভাপতি পদে বসলেন জগৎ প্রকাশ নাড্ডা । অমিত শাহের পরে নাড্ডাই নিলেন দলের সর্বভারতীয় সভাপতি পদের দায়িত্ব ৷ 2022 সাল পর্যন্ত এই দায়িত্ব সামলাবেন তিনি ৷

আজ সকাল সাড়ে দশটা নাগাদ মনোনয়নপত্র জমা দেন নাড্ডা । বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি । BJP-র কেন্দ্রীয় সদর দপ্তরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় । দলীয় সূত্রে খবর, নাড্ডার নাম প্রস্তাব করেছিলেন দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ও সংসদীয় দলের সদস্যরা তথা অমিত শাহ, রাজনাথ সিং ও নীতিন গড়কড়ি ।

BJP-র কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রধান রাধামোহন এই সংক্রান্ত একটি বিবৃতি জারি করেন সম্প্রতি ৷ রাধামোহন সিং বলেন, "সফলভাবে প্রথম পর্যায় অতিক্রম করেছে BJP । 75 শতাংশ বুথ কমিটি তৈরি হয়েছে , 50 শতাংশ মণ্ডল কমিটি তৈরি হয়েছে এবং BJP-র নিয়ামানুযায়ী 21 টি রাজ্যে দলের সভাপতি নির্বাচনের পর আমি সর্বভারতীয় সভাপতি পদ নির্বাচনের ঘোষণা করছি ।"

BJP-র সর্বভারতীয় সভাপতি পদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিল সকাল 10 টা থেকে সাড়ে 12টা । এরপর সাড়ে 12টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত মনোনয়নগুলি খতিয়ে দেখা হয় । 1টা 30 মিনিট থেকে 2টো 30 মিনিট পর্যন্ত প্রার্থীপদ তুলে নেওয়ার কাজ চলে । 2টা 30 মিনিটের পর জানা যায় সর্বভারতীয় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নাড্ডা ।

Nagpur (Maharashtra), Jan 20 (ANI): Union Minister of Minister for Road Transport and Highways, Nitin Gadkari played cricket at a ground in Nagpur's Chatrapati Nagar. He also visited several other grounds in the city to show his support to players. Gadkari visited cricket grounds under the 'Khasdar Krida Mahotsav'. 'Khasdar Krida Mahotsav' is an initiative by Union Minister Nitin Gadkari to provide a platform to professional as well as amateur players.
Last Updated : Jan 20, 2020, 3:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.