ETV Bharat / bharat

JIPMER 2020-র রেজিস্ট্রেশন শুরু, আবেদন করুন jipmer.edu.in-এ

JIPMER 2020 পরীক্ষার জন্য আগ্রহী ছাত্রছাত্রীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ করতে পারেন । অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 1 সেপ্টেম্বর 2020 । JIPMER 2020 পরীক্ষা হবে 22 সেপ্টেম্বর ।

JIPMER 2020
JIPMER 2020-র রেজিস্ট্রেশন শুরু
author img

By

Published : Aug 14, 2020, 11:45 AM IST

Updated : Aug 14, 2020, 12:57 PM IST

JIPMER 2020 রেজিস্ট্রেশন : JIPMER 2020-র জন্য আবেদনপত্র প্রকাশ করেছে জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ । JIPMER 2020 পরীক্ষার জন্য আগ্রহী ছাত্রছাত্রীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ করতে পারেন । অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 1 সেপ্টেম্বর 2020 । JIPMER 2020 পরীক্ষা হবে 22 সেপ্টেম্বর ।

B.SC অ্যালায়েড সায়েন্সে , B.SC নার্সিং , M.SC অ্যালায়েড সায়েন্সে , M.SC নার্সিং, মাস্টার অফ পাবলিক হেলথ (M.PH) , স্নাতকোত্তর ডিপ্লোমা (PGD) , স্নাতকোত্তর ফেলোশিপ (PDF) , নার্সিংয়ে পোস্ট বেসিক ডিপ্লোমা (PBD) এবং PH.D কোর্সের জন্য আবেদনপত্র প্রকাশিত হয়েছে । JIPMER 2020-র জন্য আবেদন করতে আগ্রহী পড়ুয়ারা প্রতিটি প্রোগ্রামের জন্য যোগ্যতামান খুঁটিয়ে দেখে নেবেন ।

JIPMER 2020-র জন্য আবেদনপত্র পাওয়া যাবে অফিশিয়াল ওয়েবসাইট jipmer.edu.in-এ । আগ্রহী প্রার্থীরা প্রবেশিকা পরীক্ষায় বসার জন্য নিচের লিঙ্ক মারফত আবেদন করতে পারেন ।

https://main.jipmer.edu.in/announcement/jipmer-bsc-msc-mph-pgd-pgf-phd-pbd-courses-admission-2020

JIPMER 2020-র জন্য রেজিস্ট্রেশনের ধাপগুলি দেখে নিন :

প্রথম ধাপ : JIPMER-এর অফিশিয়াল ওয়েবসাইটে যান ।

দ্বিতীয় ধাপ : রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করুন ।

তৃতীয় ধাপ : অনলাইন রেজিস্ট্রেশন ফর্মটিকে বিশদে পূরণ করুন ।

চতুর্থ ধাপ : নথিভুক্ত মোবাইল নম্বর এবং ই-মেইল ID মারফত প্রার্থীরা ইউজ়ার ID এবং পাসওয়ার্ড পাবেন ।

পঞ্চম ধাপ : নথিভুক্ত ই-মেইল ID-তে পাঠানো লিঙ্কের সাহায্যে লগ ইন করুন ।

ষষ্ঠ ধাপ : আবেদনপত্র পূরণ করতে লগ ইন লিঙ্কে ক্লিক করুন ।

অনলাইনে আবেদনের ফর্ম পূরণের সময় প্রার্থীকে অনলাইন আবেদনের ফি-ও জমা দিতে হবে । যে ধরনের পেমেন্ট মোডগুলি দেওয়া আছে , তার সাহায্যেই JIPMER 2020-র অনলাইন আবেদনের ফি দিতে হবে ।

JIPMER 2020 রেজিস্ট্রেশন : JIPMER 2020-র জন্য আবেদনপত্র প্রকাশ করেছে জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ । JIPMER 2020 পরীক্ষার জন্য আগ্রহী ছাত্রছাত্রীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ করতে পারেন । অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 1 সেপ্টেম্বর 2020 । JIPMER 2020 পরীক্ষা হবে 22 সেপ্টেম্বর ।

B.SC অ্যালায়েড সায়েন্সে , B.SC নার্সিং , M.SC অ্যালায়েড সায়েন্সে , M.SC নার্সিং, মাস্টার অফ পাবলিক হেলথ (M.PH) , স্নাতকোত্তর ডিপ্লোমা (PGD) , স্নাতকোত্তর ফেলোশিপ (PDF) , নার্সিংয়ে পোস্ট বেসিক ডিপ্লোমা (PBD) এবং PH.D কোর্সের জন্য আবেদনপত্র প্রকাশিত হয়েছে । JIPMER 2020-র জন্য আবেদন করতে আগ্রহী পড়ুয়ারা প্রতিটি প্রোগ্রামের জন্য যোগ্যতামান খুঁটিয়ে দেখে নেবেন ।

JIPMER 2020-র জন্য আবেদনপত্র পাওয়া যাবে অফিশিয়াল ওয়েবসাইট jipmer.edu.in-এ । আগ্রহী প্রার্থীরা প্রবেশিকা পরীক্ষায় বসার জন্য নিচের লিঙ্ক মারফত আবেদন করতে পারেন ।

https://main.jipmer.edu.in/announcement/jipmer-bsc-msc-mph-pgd-pgf-phd-pbd-courses-admission-2020

JIPMER 2020-র জন্য রেজিস্ট্রেশনের ধাপগুলি দেখে নিন :

প্রথম ধাপ : JIPMER-এর অফিশিয়াল ওয়েবসাইটে যান ।

দ্বিতীয় ধাপ : রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করুন ।

তৃতীয় ধাপ : অনলাইন রেজিস্ট্রেশন ফর্মটিকে বিশদে পূরণ করুন ।

চতুর্থ ধাপ : নথিভুক্ত মোবাইল নম্বর এবং ই-মেইল ID মারফত প্রার্থীরা ইউজ়ার ID এবং পাসওয়ার্ড পাবেন ।

পঞ্চম ধাপ : নথিভুক্ত ই-মেইল ID-তে পাঠানো লিঙ্কের সাহায্যে লগ ইন করুন ।

ষষ্ঠ ধাপ : আবেদনপত্র পূরণ করতে লগ ইন লিঙ্কে ক্লিক করুন ।

অনলাইনে আবেদনের ফর্ম পূরণের সময় প্রার্থীকে অনলাইন আবেদনের ফি-ও জমা দিতে হবে । যে ধরনের পেমেন্ট মোডগুলি দেওয়া আছে , তার সাহায্যেই JIPMER 2020-র অনলাইন আবেদনের ফি দিতে হবে ।

Last Updated : Aug 14, 2020, 12:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.