রামগড়, 29 এপ্রিল : কোরোনা ভাইরাসের মোকাবিলায় নতুন পদক্ষেপ করল ঝাড়খণ্ডের একটি বেসরকারি স্কুলের পড়ুয়া । রামগড়ের স্কুলের এক পড়ুয়া তৈরি করল জীবাণুনাশক টানেল । একটি ঘরের মধ্যে টানেলটিকে রেখে সেটিকে বানিয়ে ফেলা হল স্যানিটাইজ়ড রুম ।
কীভাবে কাজ হবে এখানে ? এই ঘরটিতে প্রবেশ করার পরই ব্যক্তির শরীরে ছড়িয়ে পড়বে জীবাণুনাশক তরল । এবং তার শরীর হয়ে যাবে স্যানিটাইজ় । ওই স্কুলের তরফে পরিকল্পনা নেওয়া হয়েছে , লকডাউন উঠে যাওয়ার পর তারা প্রত্যেক পড়ুয়াকে স্কুলে প্রবেশের পর স্যানিটাইজ় করবে । অন্যদিকে এই কাজের জন্য ওই পড়ুয়া প্রত্যেকের প্রশংসা কুড়িয়েছে । স্কুলের প্রধান শিক্ষক সিদ্ধান্ত নিয়েছেন , জীবাণুনাশক এই টানেলটি লকডাউন উঠে যাওয়ার পর অন্যান্য স্কুলগুলিতেও বিতরণ করা হবে ।
ওই পড়ুয়া জানিয়েছে, কোরোনা ছড়িয়ে পড়ছে মহামারীর মতো । তাই সে চিন্তা করে, স্যানিটাইজা়র মেশিন তৈরি করলে এই ভাইরাসের সংক্রমণ ছড়ানো রোধ করা যেতে পারে ।
প্রশাসনিক অনেক কর্তা-ব্যক্তিও ওই স্কুলে যান টানেলটি দেখতে এবং এই কাজে ওই ছাত্রের প্রশংসা করেন ।