শ্রীনগর, 1 অক্টোবর : জম্মুতে আজ সকালে একটি সিনেমা হলের সামনে থেকে IED (ইম্প্রোভাইজ়ড এক্সপ্লোসিভ ডিভাইস) উদ্ধার করা হয়েছে । গোটা এলাকাটি ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তারক্ষীরা । বিস্ফোরকটি নিষ্ক্রিয় করা হয়েছে ।
অন্যদিকে গান্দেরবল এলাকায় এক জঙ্গিকে আটক করেছে নিরাপত্তারক্ষীরা । তার কাছ থেকে ওয়াকিটকি ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে । সে কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য তা নিয়ে পুলিশ এখনও কিছু জানায়নি । ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা দেখতে এলাকায় তল্লাশি চালাচ্ছে নিরাপত্তারক্ষীরা ।