ETV Bharat / bharat

জম্মুতে উদ্ধার IED, গান্দেরবলে আটক জঙ্গি - Jammu and Kashmir: One more terrorist has been neutralised in Ganderbal

জম্মুতে আজ সকালে একটি সিনেমা হলের সামনে থেকে IED (ইম্প্রোভাইজ়ড এক্সপ্লোসিভ ডিভাইস) উদ্ধার করা হয়েছে । বিস্ফোরকটি নিষ্ক্রিয় করা হয়েছে ।

ফাইল ফোটো
author img

By

Published : Oct 1, 2019, 12:33 PM IST

শ্রীনগর, 1 অক্টোবর : জম্মুতে আজ সকালে একটি সিনেমা হলের সামনে থেকে IED (ইম্প্রোভাইজ়ড এক্সপ্লোসিভ ডিভাইস) উদ্ধার করা হয়েছে । গোটা এলাকাটি ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তারক্ষীরা । বিস্ফোরকটি নিষ্ক্রিয় করা হয়েছে ।

অন্যদিকে গান্দেরবল এলাকায় এক জঙ্গিকে আটক করেছে নিরাপত্তারক্ষীরা । তার কাছ থেকে ওয়াকিটকি ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে । সে কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য তা নিয়ে পুলিশ এখনও কিছু জানায়নি । ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা দেখতে এলাকায় তল্লাশি চালাচ্ছে নিরাপত্তারক্ষীরা ।

শ্রীনগর, 1 অক্টোবর : জম্মুতে আজ সকালে একটি সিনেমা হলের সামনে থেকে IED (ইম্প্রোভাইজ়ড এক্সপ্লোসিভ ডিভাইস) উদ্ধার করা হয়েছে । গোটা এলাকাটি ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তারক্ষীরা । বিস্ফোরকটি নিষ্ক্রিয় করা হয়েছে ।

অন্যদিকে গান্দেরবল এলাকায় এক জঙ্গিকে আটক করেছে নিরাপত্তারক্ষীরা । তার কাছ থেকে ওয়াকিটকি ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে । সে কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য তা নিয়ে পুলিশ এখনও কিছু জানায়নি । ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা দেখতে এলাকায় তল্লাশি চালাচ্ছে নিরাপত্তারক্ষীরা ।

New Delhi, Oct 01 (ANI): Congress leader and Member of Parliament from Wayanad Lok Sabha constituency, Rahul Gandhi, met Kerala Chief Minister Pinarayi Vijayan at Cochin House in the national capital to discuss flood relief and rehabilitation efforts in the southern state. Gandhi also discussed the issue of night ban on the forest stretch of NH-766, among issues pertaining Kerala. "We discussed issues of flood relief and rehabilitation efforts and the issue of night traffic ban on the forest stretch of NH-766, along with other general issues," Gandhi told reporters after his meeting.

For All Latest Updates

TAGGED:

IED
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.