ETV Bharat / bharat

কাশ্মীরে গুলির লড়াইয়ে নিহত জইশ জঙ্গি - Sopian

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর ও জঙ্গিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে একজন জঙ্গি নিহত হয়েছে।

জন্মু ও কাশ্মিরে গুলির লড়াই
author img

By

Published : Jul 5, 2019, 1:15 PM IST

সোপিয়ান, 5 জুলাই : কাশ্মীরে ফের গুলির লড়াই । জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর ও জঙ্গিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে একজন জঙ্গি নিহত হয়েছে। সোপিয়ান জেলার নরওয়ানি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলছিল। সেই সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় এক জঙ্গি । সংঘর্ষের পর ঘটনাস্থানে জঙ্গিদের থেকে প্রচুর পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

এর আগে 24 জুন জম্মু ও কাশ্মীরের বদগাম জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় । নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে এক জঙ্গির মৃত্যু হয় । নিহত জঙ্গির নাম জারার । জারার পাকিস্তানের জইশ-ই-মহম্মদ সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, এমনটাই মনে করা হচ্ছে।

সোপিয়ান, 5 জুলাই : কাশ্মীরে ফের গুলির লড়াই । জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর ও জঙ্গিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে একজন জঙ্গি নিহত হয়েছে। সোপিয়ান জেলার নরওয়ানি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলছিল। সেই সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় এক জঙ্গি । সংঘর্ষের পর ঘটনাস্থানে জঙ্গিদের থেকে প্রচুর পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

এর আগে 24 জুন জম্মু ও কাশ্মীরের বদগাম জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় । নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে এক জঙ্গির মৃত্যু হয় । নিহত জঙ্গির নাম জারার । জারার পাকিস্তানের জইশ-ই-মহম্মদ সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, এমনটাই মনে করা হচ্ছে।

Baltal (JandK), July 04 (ANI): Indo-Tibetan Border Police (ITBP) personnel saved pilgrims from stones falling from glacier. They turned human shield to ensure safety of pilgrims in Jammu and Kashmir's Baltal. The pilgrims are heading to Amarnath Yatra.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.