ETV Bharat / bharat

চাঁদের মাটিতে পা রাখবে ভারতের 'বিক্রম', 'প্রজ্ঞান'

এই প্রথম চাঁদের মাটিতে পা রাখবে ভারতের যান । 15 জুলাই "বিক্রম" ও "প্রজ্ঞান"-কে নিয়ে রওনা দেবে চন্দ্রযান-2 ।

চন্দ্রযান-2
author img

By

Published : Jun 13, 2019, 6:31 AM IST

শ্রীহরিকোটা, 13 জুন : চাঁদে পাড়ি দিতে তৈরি চন্দ্রযান-2 । ISRO - র চেয়ারম্যান কে শিবন গতকাল ঘোষণা করেন, আগামী 15 জুলাই রাত 2 টা 51 মিনিটে অন্ধ্রের শ্রীহরিকোটা থেকে চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশে রওনা দেবে চন্দ্রযান-2 ।

chandrayan 2
চন্দ্রযান-2 ছবি সৌজন্যে ISRO

চন্দ্রযানের মোট ওজন 3.8 টন যা 8টি হাতির ওজনের সমান । তৈরি করতে খরচ হয়েছে 600 কোটিরও বেশি টাকা । ISRO-র চেয়ারম্যান কে শিবন বলেন, "আগের মিশনগুলির থেকে এই মিশনটি সবথেকে জটিল । চাঁদের যে অংশে যান পাঠানো হবে, এর আগে কোনও দেশ চাঁদের এই অংশে পা রাখতে পারেনি । "

chandrayan 2
ISRO - র চেয়ারম্যান কে শিবন ছবি সৌজন্যে ISRO

তিনি বলেন, "যানটি তৈরির শেষ সময়ের প্রস্তুতি চলছে । 'বাহুবলী' বা জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল মার্ক III (GSLV Mk III) চন্দ্রযান-2 কে মহাকাশে নিয়ে যাবে । চন্দ্রযান-2 তে একটি অর্বিটার, বিক্রম নামে একটি ল্যান্ডার এবং প্রজ্ঞান নামে একটি রোভার আছে । চন্দ্রযান-2 থেকে পৃথক হয়ে ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখতে সময় নেবে 15 মিনিট । বিক্রমের মধ্যে থাকবে রোভার । বিক্রম চাঁদের মাটিতে পা রাখার পর তার ভেতর থেকে রোভার বেরিয়ে আসবে । সবকিছু ঠিকঠাক হলে চাঁদের মাটিতে বিক্রম ও রোভার পা রাখবে 6 সেপ্টেম্বর । এছাড়াও ‘লেসার’ নামে অ্যামেরিকার একটি যন্ত্র নিখরচায় চাঁদে পৌঁছে দেবে ভারত ।

chandrayan 2
চন্দ্রযান-2 ছবি সৌজন্যে ISRO

জানা গেছে, চাঁদের মাটিতে পা রাখার পর পৃথিবীর সময় অনুসারে 14 দিন সেখানে কাজ চালাবে বিক্রম ও প্রজ্ঞান । গতকাল চন্দ্রযান-2-র ছবিও প্রকাশ্যে এনেছে ISRO ।

chandrayan 2
চন্দ্রযান-2 ছবি সৌজন্যে ISRO

এর আগে চাঁদের উদ্দেশে চন্দ্রযান-1 পাঠিয়েছিল ভারত । তবে তা চাঁদকে প্রদক্ষিণ করে ফেরত আসে ।

শ্রীহরিকোটা, 13 জুন : চাঁদে পাড়ি দিতে তৈরি চন্দ্রযান-2 । ISRO - র চেয়ারম্যান কে শিবন গতকাল ঘোষণা করেন, আগামী 15 জুলাই রাত 2 টা 51 মিনিটে অন্ধ্রের শ্রীহরিকোটা থেকে চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশে রওনা দেবে চন্দ্রযান-2 ।

chandrayan 2
চন্দ্রযান-2 ছবি সৌজন্যে ISRO

চন্দ্রযানের মোট ওজন 3.8 টন যা 8টি হাতির ওজনের সমান । তৈরি করতে খরচ হয়েছে 600 কোটিরও বেশি টাকা । ISRO-র চেয়ারম্যান কে শিবন বলেন, "আগের মিশনগুলির থেকে এই মিশনটি সবথেকে জটিল । চাঁদের যে অংশে যান পাঠানো হবে, এর আগে কোনও দেশ চাঁদের এই অংশে পা রাখতে পারেনি । "

chandrayan 2
ISRO - র চেয়ারম্যান কে শিবন ছবি সৌজন্যে ISRO

তিনি বলেন, "যানটি তৈরির শেষ সময়ের প্রস্তুতি চলছে । 'বাহুবলী' বা জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল মার্ক III (GSLV Mk III) চন্দ্রযান-2 কে মহাকাশে নিয়ে যাবে । চন্দ্রযান-2 তে একটি অর্বিটার, বিক্রম নামে একটি ল্যান্ডার এবং প্রজ্ঞান নামে একটি রোভার আছে । চন্দ্রযান-2 থেকে পৃথক হয়ে ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখতে সময় নেবে 15 মিনিট । বিক্রমের মধ্যে থাকবে রোভার । বিক্রম চাঁদের মাটিতে পা রাখার পর তার ভেতর থেকে রোভার বেরিয়ে আসবে । সবকিছু ঠিকঠাক হলে চাঁদের মাটিতে বিক্রম ও রোভার পা রাখবে 6 সেপ্টেম্বর । এছাড়াও ‘লেসার’ নামে অ্যামেরিকার একটি যন্ত্র নিখরচায় চাঁদে পৌঁছে দেবে ভারত ।

chandrayan 2
চন্দ্রযান-2 ছবি সৌজন্যে ISRO

জানা গেছে, চাঁদের মাটিতে পা রাখার পর পৃথিবীর সময় অনুসারে 14 দিন সেখানে কাজ চালাবে বিক্রম ও প্রজ্ঞান । গতকাল চন্দ্রযান-2-র ছবিও প্রকাশ্যে এনেছে ISRO ।

chandrayan 2
চন্দ্রযান-2 ছবি সৌজন্যে ISRO

এর আগে চাঁদের উদ্দেশে চন্দ্রযান-1 পাঠিয়েছিল ভারত । তবে তা চাঁদকে প্রদক্ষিণ করে ফেরত আসে ।

Visakhapatnam (Andhra Pradesh), Jun 11 (ANI): American Navy's San Antonio Class Landing Platform Dock ship USS John P Murtha (LPD26) berthed at Visakhapatnam Port on Tuesday morning. The ship was given traditional welcome with band in attendance. The ship commanded by Captain Kevin Lane belongs to the US Navy's Boxer Amphibious Ready Group.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.