শ্রীহরিকোটা, 13 জুন : চাঁদে পাড়ি দিতে তৈরি চন্দ্রযান-2 । ISRO - র চেয়ারম্যান কে শিবন গতকাল ঘোষণা করেন, আগামী 15 জুলাই রাত 2 টা 51 মিনিটে অন্ধ্রের শ্রীহরিকোটা থেকে চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশে রওনা দেবে চন্দ্রযান-2 ।
চন্দ্রযানের মোট ওজন 3.8 টন যা 8টি হাতির ওজনের সমান । তৈরি করতে খরচ হয়েছে 600 কোটিরও বেশি টাকা । ISRO-র চেয়ারম্যান কে শিবন বলেন, "আগের মিশনগুলির থেকে এই মিশনটি সবথেকে জটিল । চাঁদের যে অংশে যান পাঠানো হবে, এর আগে কোনও দেশ চাঁদের এই অংশে পা রাখতে পারেনি । "
তিনি বলেন, "যানটি তৈরির শেষ সময়ের প্রস্তুতি চলছে । 'বাহুবলী' বা জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল মার্ক III (GSLV Mk III) চন্দ্রযান-2 কে মহাকাশে নিয়ে যাবে । চন্দ্রযান-2 তে একটি অর্বিটার, বিক্রম নামে একটি ল্যান্ডার এবং প্রজ্ঞান নামে একটি রোভার আছে । চন্দ্রযান-2 থেকে পৃথক হয়ে ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখতে সময় নেবে 15 মিনিট । বিক্রমের মধ্যে থাকবে রোভার । বিক্রম চাঁদের মাটিতে পা রাখার পর তার ভেতর থেকে রোভার বেরিয়ে আসবে । সবকিছু ঠিকঠাক হলে চাঁদের মাটিতে বিক্রম ও রোভার পা রাখবে 6 সেপ্টেম্বর । এছাড়াও ‘লেসার’ নামে অ্যামেরিকার একটি যন্ত্র নিখরচায় চাঁদে পৌঁছে দেবে ভারত ।
জানা গেছে, চাঁদের মাটিতে পা রাখার পর পৃথিবীর সময় অনুসারে 14 দিন সেখানে কাজ চালাবে বিক্রম ও প্রজ্ঞান । গতকাল চন্দ্রযান-2-র ছবিও প্রকাশ্যে এনেছে ISRO ।
এর আগে চাঁদের উদ্দেশে চন্দ্রযান-1 পাঠিয়েছিল ভারত । তবে তা চাঁদকে প্রদক্ষিণ করে ফেরত আসে ।