ETV Bharat / bharat

চতুর্থ দফার লকডাউনে চালু হচ্ছে আন্তঃরাজ্য বাস পরিষেবা - লকডাউন

31 মে পর্যন্ত লকডাউন বাড়ল বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷

Inter state bus service
বাস পরিষেবা
author img

By

Published : May 17, 2020, 7:33 PM IST

Updated : May 17, 2020, 9:29 PM IST

দিল্লি, 17 মে : দেশজুড়ে ফের বাড়ল লকডাউন ৷ 31 মে পর্যন্ত লকডাউন বাড়ল বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ তবে আন্তঃরাজ্য বাস ও গাড়ি চলাচল করবে ৷ এই বিষয়ে রাজ্যগুলি নিজেদের মধ্যে আলোচনা করে নেবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷

চতুর্থ দফার লকডাউনে পরিবহনে আংশিক ছাড় দিল কেন্দ্র ৷ আন্তঃরাজ্য বাস ও গাড়ি পরিষেবা চালুর ঘোষণা করল স্বরাষ্ট্রমন্ত্রক ৷ তবে আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ থাকবে ৷ বন্ধ থাকছে মেট্রোরেল পরিষেবা ৷ নিরাপত্তা ও চিকিৎসা সংক্রান্ত পরিবহন অবশ্য আগের মতোই চালু থাকবে ৷

বাস চলাচলের বিষয়ে রাজ্যগুলিকে নিজেদের মধ্যে আলোচনা করে নেওয়ার পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ জেলাগুলিতে যাত্রীবাহী পরিবহন ব্যবস্থা চালু হবে কিনা তা ঠিক করবে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ৷ লকডাউনের তৃতীয় দফায় পণ্যবাহী এবং জরুরি পরিষেবায় নিযুক্ত গাড়ি চলাচলে অনুমতি দিয়েছিল কেন্দ্র ৷

দিল্লি, 17 মে : দেশজুড়ে ফের বাড়ল লকডাউন ৷ 31 মে পর্যন্ত লকডাউন বাড়ল বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ তবে আন্তঃরাজ্য বাস ও গাড়ি চলাচল করবে ৷ এই বিষয়ে রাজ্যগুলি নিজেদের মধ্যে আলোচনা করে নেবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷

চতুর্থ দফার লকডাউনে পরিবহনে আংশিক ছাড় দিল কেন্দ্র ৷ আন্তঃরাজ্য বাস ও গাড়ি পরিষেবা চালুর ঘোষণা করল স্বরাষ্ট্রমন্ত্রক ৷ তবে আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ থাকবে ৷ বন্ধ থাকছে মেট্রোরেল পরিষেবা ৷ নিরাপত্তা ও চিকিৎসা সংক্রান্ত পরিবহন অবশ্য আগের মতোই চালু থাকবে ৷

বাস চলাচলের বিষয়ে রাজ্যগুলিকে নিজেদের মধ্যে আলোচনা করে নেওয়ার পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ জেলাগুলিতে যাত্রীবাহী পরিবহন ব্যবস্থা চালু হবে কিনা তা ঠিক করবে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ৷ লকডাউনের তৃতীয় দফায় পণ্যবাহী এবং জরুরি পরিষেবায় নিযুক্ত গাড়ি চলাচলে অনুমতি দিয়েছিল কেন্দ্র ৷

Last Updated : May 17, 2020, 9:29 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.