ETV Bharat / bharat

দেশের প্রথম দৃষ্টিহীন মহিলা IAS যোগ দিলেন কাজে

6 বছর বয়সে দৃষ্টিশক্তি হারান মহারাষ্ট্রের উল্লাসনগরের প্রাঞ্জল পাটিল ৷ কিন্তু নিজের মনোবল কোনওদিনও নষ্ট হতে দেননি রাষ্ট্রবিজ্ঞানের এই স্নাতক ৷ এরপর আন্তর্জাতিক সম্পর্কের উপর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ৷ আজ তিনি দেশের প্রথম দৃষ্টিহীন মহিলা IAS অফিসার ৷

ছবি সৌজন্যে : ANI
author img

By

Published : Oct 14, 2019, 9:51 PM IST

তিরুবনন্তপুরম, 14 অক্টোবর : হার না মানা এক জেদের নাম প্রাঞ্জল পাটিল ৷ দেশের প্রথম দৃষ্টিহীন মহিলা IAS অফিসার ৷ আজ তিরুবনন্তপুরমে সাব কালেক্টরের দায়িত্বগ্রহণ করেন তিনি ৷ প্রতিবন্ধকতা যে জীবনে এগিয়ে যাওয়ার পক্ষে কোনও বাধা নয়, তা আরও একবার প্রমাণ করলেন তিনি ৷ আজ প্রাক্তন কালেক্টর বি গোপালকৃষ্ঞনের থেকে দায়িত্ব বুঝে নেন তিনি ৷ এর আগে 2018 সালে এরনাকুলমে সহকারী কালেক্টরের দায়িত্ব সামলেছেন তিনি ৷

আজ প্রাঞ্জল পাটিল বলেন, "এই পদে যোগ দিয়ে করে আমি খুবই আনন্দিত ও গর্বিত৷ আমার কাজ শুরুর পর আমি এই জেলা সম্পর্কে আরও বেশি করে জানতে পারব এবং সেইমতো পরিকল্পনা করতে পারব ৷ আমি আমার সহকর্মী ও তিরুবনন্তপুরমের মানুষদের সমর্থন এবং সহযোগিতা কামনা করি ৷"

প্রাঞ্জল পাটিলের বাড়ি মহারাষ্ট্রের উল্লাসনগরে ৷ মাত্র 6 বছর বয়সে দৃষ্টিশক্তি হারান তিনি ৷ কিন্তু নিজের মনোবল কোনওদিনও নষ্ট হতে দেননি তিনি ৷ রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ৷ তারপর আন্তর্জাতিক সম্পর্কে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ৷ শারীরিক প্রতিকূলতাকে কোনওদিনই নিজের সাফল্যের পথে বাঁধা হয়ে দাঁড়াতে দেননি তিনি ৷

2016 সালে প্রথমবার সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন তিনি ৷ পান 733তম স্থান ৷ ঠিক তার পরের বছরেই 124তম স্থান পান তিনি ৷ দেশের যুবসমাজের প্রতি তাঁর বার্তা, "আমাদের কখনও কোনও পরিস্থিতিতেই হার মানা যাবে না ৷ চেষ্টা এবং পরিশ্রমই আমাদের সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দেবে ৷"

তিরুবনন্তপুরম, 14 অক্টোবর : হার না মানা এক জেদের নাম প্রাঞ্জল পাটিল ৷ দেশের প্রথম দৃষ্টিহীন মহিলা IAS অফিসার ৷ আজ তিরুবনন্তপুরমে সাব কালেক্টরের দায়িত্বগ্রহণ করেন তিনি ৷ প্রতিবন্ধকতা যে জীবনে এগিয়ে যাওয়ার পক্ষে কোনও বাধা নয়, তা আরও একবার প্রমাণ করলেন তিনি ৷ আজ প্রাক্তন কালেক্টর বি গোপালকৃষ্ঞনের থেকে দায়িত্ব বুঝে নেন তিনি ৷ এর আগে 2018 সালে এরনাকুলমে সহকারী কালেক্টরের দায়িত্ব সামলেছেন তিনি ৷

আজ প্রাঞ্জল পাটিল বলেন, "এই পদে যোগ দিয়ে করে আমি খুবই আনন্দিত ও গর্বিত৷ আমার কাজ শুরুর পর আমি এই জেলা সম্পর্কে আরও বেশি করে জানতে পারব এবং সেইমতো পরিকল্পনা করতে পারব ৷ আমি আমার সহকর্মী ও তিরুবনন্তপুরমের মানুষদের সমর্থন এবং সহযোগিতা কামনা করি ৷"

প্রাঞ্জল পাটিলের বাড়ি মহারাষ্ট্রের উল্লাসনগরে ৷ মাত্র 6 বছর বয়সে দৃষ্টিশক্তি হারান তিনি ৷ কিন্তু নিজের মনোবল কোনওদিনও নষ্ট হতে দেননি তিনি ৷ রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ৷ তারপর আন্তর্জাতিক সম্পর্কে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ৷ শারীরিক প্রতিকূলতাকে কোনওদিনই নিজের সাফল্যের পথে বাঁধা হয়ে দাঁড়াতে দেননি তিনি ৷

2016 সালে প্রথমবার সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন তিনি ৷ পান 733তম স্থান ৷ ঠিক তার পরের বছরেই 124তম স্থান পান তিনি ৷ দেশের যুবসমাজের প্রতি তাঁর বার্তা, "আমাদের কখনও কোনও পরিস্থিতিতেই হার মানা যাবে না ৷ চেষ্টা এবং পরিশ্রমই আমাদের সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দেবে ৷"

Ballabhgarh (Haryana), Oct 14 (ANI): While addressing the public rally in Haryana's Ballabhgarh, Prime Minister Narendra Modi said, "I remember, 5 years back when I spoke of forming government in Haryana, Opposition repeatedly asked me about our captain. You've seen the captain and a strong team in 5 years. Those who used to question me then are desperately trying to keep their leadership together." Haryana will go to polls on October 21, while the counting of votes will take place on October 24.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.