ETV Bharat / bharat

নেপালে গোর্খা জওয়ানদের স্ত্রীর হাতে উপহার তুলে দিলেন সেনাপ্রধানের স্ত্রী - বীণা নারাভানে

নেপালে সেনাপ্রধানের এই সফর বেশ গুরুত্বপূর্ণ ছিল ৷ যেখানে ভারতের সঙ্গে উত্তরাখণ্ডের সীমান্ত নিয়ে নেপালে গত বছর থেকেই একটি সমস্য়া তৈরি হয়েছিল ৷ যার সমাধান বের করতে নেপাল সফরে গিয়েছিলেন এম এম নারাভানে ৷

indian-army-chiefs-wife-delivers-gifts-from-gorkha-soldiers-to-their-wives-in-nepal
ভারতীয় গোর্খা সেনার স্ত্রীদের জন্য় উপহার নিয়ে গেলেন সেনাপ্রধানের স্ত্রী
author img

By

Published : Nov 8, 2020, 11:12 PM IST

কাঠমাণ্ডু , 8 নভেম্বর : ভারতীয় গোর্খা সেনার তরফ থেকে কাঠমান্ডুতে তাঁদের স্ত্রীদের হাতে উপহার তুলে দিলেন সেনাপ্রধান এমএম নারাভানের স্ত্রী ৷ 6 নভেম্বর কাঠমান্ডুতে তাঁদের হাতে উপহরা তুলে দেন তিনি ৷ প্রসঙ্গত, সাউথ ব্লকে সেনাপ্রধানের সঙ্গে কর্মরত গোর্খার 4 সদস্য় সেনাপ্রধানের স্ত্রী তথা আর্মি ওয়াইভস অ্য়াসোসিয়েশনের সভাপতি বীণা নারাভানের হাতে সেই উপহার গুলি তুলে দিয়েছিলেন ৷ 4 থেকে 6 নভেম্বর সেনাপ্রধান ও তাঁর স্ত্রী তিনদিনের নেপাল সফরে যান ৷ সেখানেই ভারতে কর্মরত গোর্খা সেনার স্ত্রীদের ওই উপহারগুলি দেন বীনা নারাভানে ৷ সেই উপহার পেয়ে তাঁরা খুবই খুশি বলে সেনার তরফে জানানো হয়েছে ৷

নেপালে সেনাপ্রধানের এই সফর বেশ গুরুত্বপূর্ণ ছিল ৷ যেখানে ভারতের সঙ্গে উত্তরাখণ্ডের সীমান্ত নিয়ে নেপালে গত বছর থেকেই একটি সমস্য়া তৈরি হয়েছিল ৷ যার সমাধান বের করতে নেপাল সফরে গিয়েছিলেন এম এম নারাভানে ৷ এই সফরে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী বীণা নারাভানে ৷ সফরের পরিকল্পনার সময়ই, তিনি ঠিক করেন ভারতে কর্মরত গোর্খা সেনার হয়ে তাঁদের পরিবারের জন্য় উপহার নিয়ে যাবেন ৷ সেনার তরফে জানানো হয়েছে, দীপাবলি বা দশেরা কোনো সময়ই গোর্খারা তাঁদের পরিবারের সঙ্গে থাকতে পারেন না ৷ তাই শ্রীমতি নারাভানে এই সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ পাশাপাশি, সেনাপ্রধান নিজে গোর্খা বাহিনীর সঙ্গে দিল্লিতে এবছর দশেরা পালন করেছিলেন ৷ ভারতীয় সেনা গোর্খা বাহিনীর বেশিরভাগ সদস্য় নেপালের নাগরিক ৷ দুর্গম পরিস্থিতি মানিয়ে নেওয়ার জন্য় ভারতীয় সেনায় তাঁদের সেরা মনে করা হয় ৷

তাঁর এই নেপাল সফরে সেনাপ্রধান ভারতীয় সেনার প্রাক্তন গোর্খা সদস্য়দের সঙ্গে দেখা করেন ৷ এবং সেখানে তাঁদের জন্য় তৈরি হাসপাতালে অ্য়াম্বুলেন্স ও চিকিৎসার সরঞ্জামের ব্য়বস্থা করে দিয়েছেন ৷ এই সফরে নেপালের প্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষা মন্ত্রী কেপি শর্মা অলির সঙ্গেও বৈঠক করেন এম এম নারাভানে ৷ এমনকি নেপালের সেনাপ্রধান জেনারেল পুরান চন্দ্র থাপার সঙ্গেও বৈঠক হয় তাঁর ৷

কাঠমাণ্ডু , 8 নভেম্বর : ভারতীয় গোর্খা সেনার তরফ থেকে কাঠমান্ডুতে তাঁদের স্ত্রীদের হাতে উপহার তুলে দিলেন সেনাপ্রধান এমএম নারাভানের স্ত্রী ৷ 6 নভেম্বর কাঠমান্ডুতে তাঁদের হাতে উপহরা তুলে দেন তিনি ৷ প্রসঙ্গত, সাউথ ব্লকে সেনাপ্রধানের সঙ্গে কর্মরত গোর্খার 4 সদস্য় সেনাপ্রধানের স্ত্রী তথা আর্মি ওয়াইভস অ্য়াসোসিয়েশনের সভাপতি বীণা নারাভানের হাতে সেই উপহার গুলি তুলে দিয়েছিলেন ৷ 4 থেকে 6 নভেম্বর সেনাপ্রধান ও তাঁর স্ত্রী তিনদিনের নেপাল সফরে যান ৷ সেখানেই ভারতে কর্মরত গোর্খা সেনার স্ত্রীদের ওই উপহারগুলি দেন বীনা নারাভানে ৷ সেই উপহার পেয়ে তাঁরা খুবই খুশি বলে সেনার তরফে জানানো হয়েছে ৷

নেপালে সেনাপ্রধানের এই সফর বেশ গুরুত্বপূর্ণ ছিল ৷ যেখানে ভারতের সঙ্গে উত্তরাখণ্ডের সীমান্ত নিয়ে নেপালে গত বছর থেকেই একটি সমস্য়া তৈরি হয়েছিল ৷ যার সমাধান বের করতে নেপাল সফরে গিয়েছিলেন এম এম নারাভানে ৷ এই সফরে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী বীণা নারাভানে ৷ সফরের পরিকল্পনার সময়ই, তিনি ঠিক করেন ভারতে কর্মরত গোর্খা সেনার হয়ে তাঁদের পরিবারের জন্য় উপহার নিয়ে যাবেন ৷ সেনার তরফে জানানো হয়েছে, দীপাবলি বা দশেরা কোনো সময়ই গোর্খারা তাঁদের পরিবারের সঙ্গে থাকতে পারেন না ৷ তাই শ্রীমতি নারাভানে এই সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ পাশাপাশি, সেনাপ্রধান নিজে গোর্খা বাহিনীর সঙ্গে দিল্লিতে এবছর দশেরা পালন করেছিলেন ৷ ভারতীয় সেনা গোর্খা বাহিনীর বেশিরভাগ সদস্য় নেপালের নাগরিক ৷ দুর্গম পরিস্থিতি মানিয়ে নেওয়ার জন্য় ভারতীয় সেনায় তাঁদের সেরা মনে করা হয় ৷

তাঁর এই নেপাল সফরে সেনাপ্রধান ভারতীয় সেনার প্রাক্তন গোর্খা সদস্য়দের সঙ্গে দেখা করেন ৷ এবং সেখানে তাঁদের জন্য় তৈরি হাসপাতালে অ্য়াম্বুলেন্স ও চিকিৎসার সরঞ্জামের ব্য়বস্থা করে দিয়েছেন ৷ এই সফরে নেপালের প্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষা মন্ত্রী কেপি শর্মা অলির সঙ্গেও বৈঠক করেন এম এম নারাভানে ৷ এমনকি নেপালের সেনাপ্রধান জেনারেল পুরান চন্দ্র থাপার সঙ্গেও বৈঠক হয় তাঁর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.