ETV Bharat / bharat

সফল উৎক্ষেপণ, শত্রুপক্ষের ট্যাঙ্ক নিমেষে ধ্বংস করবে ''নাগ''

2018 সালে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল DRDO-র নাগ মিজ়াইলের নকশায় সম্মতি দেয় । তার পরই DRDO নাগ মিজ়াইল সিস্টেমের (NAMIS) কাজ শুরু করে । এই সিস্টেম তৈরিতে খরচ হয়েছে 524 কোটি টাকা ।

নাগ মিজ়াইল
author img

By

Published : Jul 8, 2019, 2:55 PM IST

দিল্লি, 8 জুলাই : শত্রুপক্ষের কামান নিমেষে গুড়িয়ে দেবে এটি । ভারতীয় সেনার অস্ত্রাগারে খুব তাড়াতাড়ি আসতে চলেছে এমনই একটি বিধ্বংসী মিজ়াইল ''নাগ'' । ট্যাঙ্কঘাতক এই মিজ়াইল খুব তাড়াতাড়ি ভারতীয় সেনার হাতে তুলে দেবে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO । গতকাল দিন ও রাতে পোখরানের ফায়ারিং রেঞ্জে তিনটি নাগ মিজ়াইল পরীক্ষা হয়। তিনটি মিজ়াইলই সফল ভাবে লক্ষ্যে আঘাত হেনেছে ।

মাঝ রাত থেকে সকাল পর্যন্ত দফায় দফায় এই তিনটি পরীক্ষা সফল হয়েছে বলে DRDO-র তরফে বিবৃতিতে জানানো হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, ভারতীয় সেনাবাহিনীতে নাগের অন্তর্ভুক্তি একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে ।

2018 সালে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল DRDO-র নাগ মিজ়াইলের নকশায় সম্মতি দেয় । তার পরই DRDO নাগ মিজ়াইল সিস্টেমের (NAMIS) কাজ শুরু করে । এই সিস্টেম তৈরিতে খরচ হয়েছে 524 কোটি টাকা ।

নাগ মিজ়াইল সিস্টেমে রয়েছে ট্যাঙ্কঘাতক নাগ মিজ়াইল ও মিজ়াইল বহনকারী গাড়ি ( NAMICA)। নাগ মিজ়াইল তৃতীয় প্রজন্মের ট্যাঙ্কঘাতক মিজ়াইল । দিন ও রাতে সমানভাবে চিহ্নিত প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে সক্ষম এই অত্যধুনিক মিজ়াইল । আরও কিছু পরীক্ষার পর সেনার হাতে তুলে দেওয়া হবে এই মিজ়াইল ।

1980 সালে শুরু হয় ইন্টিগ্রেটেড মিজ়াইল ডেভলপমেন্ট প্রোগ্রাম । এটির অধীনে পরিকল্পিত প্রথম 5টি মিজ়াইলের মধ্যে অন্যতম নাগ । অন্যগুলোর মধ্যে অগ্নি, পৃথ্বী, ও আকাশ ইতিমধ্যেই সফলভাবে সেনার হাতে তুলে দেওয়া হয়েছে । যদিও ত্রিশূল প্রোজেক্ট 2008 সালে বন্ধ করে দেওয়া হয় ।

দিল্লি, 8 জুলাই : শত্রুপক্ষের কামান নিমেষে গুড়িয়ে দেবে এটি । ভারতীয় সেনার অস্ত্রাগারে খুব তাড়াতাড়ি আসতে চলেছে এমনই একটি বিধ্বংসী মিজ়াইল ''নাগ'' । ট্যাঙ্কঘাতক এই মিজ়াইল খুব তাড়াতাড়ি ভারতীয় সেনার হাতে তুলে দেবে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO । গতকাল দিন ও রাতে পোখরানের ফায়ারিং রেঞ্জে তিনটি নাগ মিজ়াইল পরীক্ষা হয়। তিনটি মিজ়াইলই সফল ভাবে লক্ষ্যে আঘাত হেনেছে ।

মাঝ রাত থেকে সকাল পর্যন্ত দফায় দফায় এই তিনটি পরীক্ষা সফল হয়েছে বলে DRDO-র তরফে বিবৃতিতে জানানো হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, ভারতীয় সেনাবাহিনীতে নাগের অন্তর্ভুক্তি একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে ।

2018 সালে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল DRDO-র নাগ মিজ়াইলের নকশায় সম্মতি দেয় । তার পরই DRDO নাগ মিজ়াইল সিস্টেমের (NAMIS) কাজ শুরু করে । এই সিস্টেম তৈরিতে খরচ হয়েছে 524 কোটি টাকা ।

নাগ মিজ়াইল সিস্টেমে রয়েছে ট্যাঙ্কঘাতক নাগ মিজ়াইল ও মিজ়াইল বহনকারী গাড়ি ( NAMICA)। নাগ মিজ়াইল তৃতীয় প্রজন্মের ট্যাঙ্কঘাতক মিজ়াইল । দিন ও রাতে সমানভাবে চিহ্নিত প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে সক্ষম এই অত্যধুনিক মিজ়াইল । আরও কিছু পরীক্ষার পর সেনার হাতে তুলে দেওয়া হবে এই মিজ়াইল ।

1980 সালে শুরু হয় ইন্টিগ্রেটেড মিজ়াইল ডেভলপমেন্ট প্রোগ্রাম । এটির অধীনে পরিকল্পিত প্রথম 5টি মিজ়াইলের মধ্যে অন্যতম নাগ । অন্যগুলোর মধ্যে অগ্নি, পৃথ্বী, ও আকাশ ইতিমধ্যেই সফলভাবে সেনার হাতে তুলে দেওয়া হয়েছে । যদিও ত্রিশূল প্রোজেক্ট 2008 সালে বন্ধ করে দেওয়া হয় ।

Agra (UP), July 08 (ANI): A UP Roadways bus fell into a drain on Yamuna Expressway resulting in the loss of lives of 29 people and leaving several others injured on Monday morning. The double-decker bus belonged to Awadh Depot and was going to New Delhi from Lucknow. As per initial reports, as many as 50 people were onboard, when the bus fell into the drain. Police have reached the spot and rescue operation has begun to take out the trapped passengers. Uttar Pradesh Chief Minister Yogi Adityanath has expressed his grief and condolences on the death of passengers and directed the District Magistrate and Senior Superintendent of Police to provide all possible medical attention to the injured. UP Roadways has announced an ex-gratia of Rs 5 lakh to the families of the deceased. While speaking to ANI, DM of Agra Ravi Kumar NG said, "The incident took place around 4:30 am. Driver probably dozed offand the speeding bus broke our barrierand fell in the drain. Search operation underway."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.