ETV Bharat / bharat

24 ঘণ্টায় দেশে কোরোনা আক্রান্ত 18 হাজার 522 জন - India Corona case

দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল সাড়ে পাঁচ লাখ ।

Corona
ছবিটির প্রতীকী
author img

By

Published : Jun 30, 2020, 3:54 PM IST

দিল্লি , 30 জুন : শিথিল হয়েছে লকডাউন । ধীরে ধীরেস্বাভাবিক হতে শুরু করেছে দেশের সমস্ত পরিষেবা । তবে বাড়ছে দেশে কোরোনা সংক্রমণ ।গত 24 ঘণ্টায়আক্রান্ত হয়েছেন 18 হাজার522 জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 5 লাখ 66 হাজার 840

বেড়েছেমৃত্যু সংখ্যাও । গত 24 ঘণ্টায়দেশে মৃত্যু হয়েছে 418 জনের। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 16 হাজার 893 । দেশে এখন সক্রিয় আক্রান্তের সংখ্যা 2 লাখ 15 হাজার 125 জন । এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 2 লাখ 85 হাজার 637 জন ।

বিশ্বেকোরোনা আক্রান্তের নিরিখে অ্যামেরিকা , ব্রাজ়িল , রাশিয়া-র পরই রয়েছে ভারত । দেশে সব থেকেবেশি আক্রান্ত মহারাষ্ট্রে । গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 5 হাজার 257 জন । এই নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়েহল 1 লাখ 69 হাজার 883 জন । সুস্থ হয়েছেন 88 হাজার 960 জন ।

এরপরেইরয়েছে তামিলনাড়ু । এখানে মোট কোরোনায় আক্রান্ত হয়েছেন 86 হাজার 224 জন । মারা গেছেন 1 হাজার 141 জন । দ্রুত সংক্রমণ ছড়াচ্ছেনদিল্লিতেও । সেখানে কোরোনায় সংক্রমিত হয়েছেন 85 হাজার 161 জন ।

দেশেএখনও পর্যন্ত 86 লাখ8 হাজার 654 টি নমুনা পরীক্ষা করা হয়েছে । যারমধ্যে গতকাল 2 লাখ 10 হাজার 292 টি নমুনা পরীক্ষা করা হয়েছে ।

দিল্লি , 30 জুন : শিথিল হয়েছে লকডাউন । ধীরে ধীরেস্বাভাবিক হতে শুরু করেছে দেশের সমস্ত পরিষেবা । তবে বাড়ছে দেশে কোরোনা সংক্রমণ ।গত 24 ঘণ্টায়আক্রান্ত হয়েছেন 18 হাজার522 জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 5 লাখ 66 হাজার 840

বেড়েছেমৃত্যু সংখ্যাও । গত 24 ঘণ্টায়দেশে মৃত্যু হয়েছে 418 জনের। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 16 হাজার 893 । দেশে এখন সক্রিয় আক্রান্তের সংখ্যা 2 লাখ 15 হাজার 125 জন । এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 2 লাখ 85 হাজার 637 জন ।

বিশ্বেকোরোনা আক্রান্তের নিরিখে অ্যামেরিকা , ব্রাজ়িল , রাশিয়া-র পরই রয়েছে ভারত । দেশে সব থেকেবেশি আক্রান্ত মহারাষ্ট্রে । গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 5 হাজার 257 জন । এই নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়েহল 1 লাখ 69 হাজার 883 জন । সুস্থ হয়েছেন 88 হাজার 960 জন ।

এরপরেইরয়েছে তামিলনাড়ু । এখানে মোট কোরোনায় আক্রান্ত হয়েছেন 86 হাজার 224 জন । মারা গেছেন 1 হাজার 141 জন । দ্রুত সংক্রমণ ছড়াচ্ছেনদিল্লিতেও । সেখানে কোরোনায় সংক্রমিত হয়েছেন 85 হাজার 161 জন ।

দেশেএখনও পর্যন্ত 86 লাখ8 হাজার 654 টি নমুনা পরীক্ষা করা হয়েছে । যারমধ্যে গতকাল 2 লাখ 10 হাজার 292 টি নমুনা পরীক্ষা করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.