ETV Bharat / bharat

GSAT-31 কমিউনিকেশন স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ - যোগাযোগকারী স্যাটেলাইট

দক্ষিণ অ্যামেরিকার ফ্রেঞ্চ গায়ানা থেকে অত্যাধুনিক যোগাযোগকারী কৃত্রিম উপগ্রহ GSAT-31-এর সফল উৎক্ষেপণ করল ভারত। এই উৎক্ষেপণ ISRO-র (ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গ্যানাইজেশন) এই বছরের তৃতীয় সাফল্য।

কৃত্রিম উপগ্রহ GSAT-31
author img

By

Published : Feb 6, 2019, 11:08 AM IST

দিল্লি, ৬ জানুয়ারি : অত্যাধুনিক যোগাযোগকারী কৃত্রিম উপগ্রহ (কমিউনিকেশন স্যাটেলাইট) GSAT-31-এর সফল উৎক্ষেপণ করল ভারত। দক্ষিণ অ্যামেরিকার ফ্রেঞ্চ গায়ানা থেকে এই উৎক্ষেপণ করা হয়। এই উৎক্ষেপণ ISRO-র (ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গ্যানাইজেশন) এই বছরের তৃতীয় সাফল্য।

উৎক্ষেপণের ৪২ মিনিটের মধ্যেই স্যাটেলাইটটি তার কক্ষপথে পৌঁছে যায়। দক্ষিণ অ্যামেরিকার কৌরো থেকে ভারতীয় সময় রাত ২টো ৩১ মিনিটে GSAT-31-র সফল উৎক্ষেপণ হয়।

কৃত্রিম উপগ্রহ GSAT-31
undefined

ISRO-র সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের (SDSC) ডিরেক্টর এস পান্ডিয়ান বলেন, "Ariane-5 বোর্ডে GSAT-31-র সফল উৎক্ষেপণে আমি খুব খুশি। ISRO-র ২০১৯-এর তৃতীয় লক্ষ্য ছিল এটা।" GSAT-31 ভারতের ৪০তম যোগাযোগকারী স্যাটেলাইট। এটি InSAT স্যাটেলাইটটিকে প্রতিস্থাপন করবে, যার আয়ু প্রায় শেষের দিকে।

২৫৩৫ কিলোগ্রাম ওজনের GSAT-31 কক্ষপথের অন্য কৃত্রিম উপগ্রহগুলিতে কার্যক্ষম পরিষেবায় ধারাবাহিকতা প্রদান করবে। স্পেস সংস্থা অনুযায়ী, এই স্যাটেলাইট জিওস্টেশনারি কক্ষপথের কু-ব্যান্ড ট্রান্সপন্ডার ক্যাপাসিটি বৃদ্ধি করবে।

ISRO-র চেয়ারম্যান কে সিভান বলেন, "এই স্যাটেলাইটটি ভারতীয় ভূখণ্ড ও দ্বীপগুলির মধ্যে যোগাযোগ স্থাপন করবে।"

দিল্লি, ৬ জানুয়ারি : অত্যাধুনিক যোগাযোগকারী কৃত্রিম উপগ্রহ (কমিউনিকেশন স্যাটেলাইট) GSAT-31-এর সফল উৎক্ষেপণ করল ভারত। দক্ষিণ অ্যামেরিকার ফ্রেঞ্চ গায়ানা থেকে এই উৎক্ষেপণ করা হয়। এই উৎক্ষেপণ ISRO-র (ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গ্যানাইজেশন) এই বছরের তৃতীয় সাফল্য।

উৎক্ষেপণের ৪২ মিনিটের মধ্যেই স্যাটেলাইটটি তার কক্ষপথে পৌঁছে যায়। দক্ষিণ অ্যামেরিকার কৌরো থেকে ভারতীয় সময় রাত ২টো ৩১ মিনিটে GSAT-31-র সফল উৎক্ষেপণ হয়।

কৃত্রিম উপগ্রহ GSAT-31
undefined

ISRO-র সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের (SDSC) ডিরেক্টর এস পান্ডিয়ান বলেন, "Ariane-5 বোর্ডে GSAT-31-র সফল উৎক্ষেপণে আমি খুব খুশি। ISRO-র ২০১৯-এর তৃতীয় লক্ষ্য ছিল এটা।" GSAT-31 ভারতের ৪০তম যোগাযোগকারী স্যাটেলাইট। এটি InSAT স্যাটেলাইটটিকে প্রতিস্থাপন করবে, যার আয়ু প্রায় শেষের দিকে।

২৫৩৫ কিলোগ্রাম ওজনের GSAT-31 কক্ষপথের অন্য কৃত্রিম উপগ্রহগুলিতে কার্যক্ষম পরিষেবায় ধারাবাহিকতা প্রদান করবে। স্পেস সংস্থা অনুযায়ী, এই স্যাটেলাইট জিওস্টেশনারি কক্ষপথের কু-ব্যান্ড ট্রান্সপন্ডার ক্যাপাসিটি বৃদ্ধি করবে।

ISRO-র চেয়ারম্যান কে সিভান বলেন, "এই স্যাটেলাইটটি ভারতীয় ভূখণ্ড ও দ্বীপগুলির মধ্যে যোগাযোগ স্থাপন করবে।"


Balochistan (Pakistan), Feb 05 (ANI): In a pre-emptive strike to stop the Pashtuns from backing the Baloch cause of freedom from Pakistan, the security forces heckled, harassed and arrested a group of Pashtun leaders midway, when they were going to attend the funeral of Arman Loni. Arman Loni- A local PTM leader, died earlier after he and his supporters who were peacefully protesting against the growing forced evictions in the region were subjected to open fire of Pakistani state forces. It is pertinent to mention here that this wasn't an exclusive incident of Pakistan's brutality which has been perennially exercising military high handedness to keep tight control over the people and the resources of the region. This latest incident of Pakistani security forces has sparked a widespread rage on social media as well. People are demanding authorities to bring the culprits to justice.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.