ETV Bharat / bharat

24 ঘণ্টায় রেকর্ড কোরোনা সংক্রমণ দেশে, ব্রাজ়িলকে টপকে দ্বিতীয় ভারত - দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা

দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 42 লাখ । মোট সুস্থ হয়ে উঠেছে 32 লাখ 50 হাজার 429 জন ৷

Corona
দেশে কোরোনায় আক্রান্ত 90 হাজার 802
author img

By

Published : Sep 7, 2020, 11:09 AM IST

দিল্লি, 7 সেপ্টেম্বর : বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা । গত প্রায় তিন-চারদিন ধরে রেকর্ড সংক্রমণ হচ্ছে দেশে । 24 ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছে 90 হাজার 802 । যা একদিনের আক্রান্তের নিরিখে সর্বোচ্চ । এই নিয়ে দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 42 লাখ 4 হাজার 614 । সেইসঙ্গে বিশ্বে আক্রান্তের নিরিখে ব্রাজ়িলকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এল ভারত ।

তবে মৃতের সংখ্যাও কমেছে । স্বাস্থ্যমন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী , কমেছে মৃত্যু । শনিবার কোরোনায় মৃত্যু হয়েছিল 1 হাজার 65 জনের । এদিকে , গত 24 ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে 1 হাজার 16 জনের । এই নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে 71 হাজার 642 জনের । অন্যদিকে , দেশে সক্রিয় আক্রান্ত 8 লাখ 82 হাজার 542 ৷ এর পাশাপাশি সুস্থও হচ্ছে অনেক । মোট সুস্থ হয়ে উঠেছে 32 লাখ 50 হাজার 429 জন ৷

দেশে সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে এখনও মহারাষ্ট্র । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 9 লাখ 7 হাজার 212 । সক্রিয় আক্রান্ত 2 লাখ 36 হাজার 208 । মহারাষ্ট্রের পরই সর্বাধিক সংক্রমণ অন্ধ্রপ্রদেশে । সেখানে মোট সংক্রমিত 4 লাখ 98 হাজার 125 । তবে সক্রিয় আক্রান্তের সংখ্যা কমেছে । সেখানে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 99 হাজার 689 । আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই তামিলনাড়ুও । সেখানে এখনও পর্যন্ত 4 লাখ 63 হাজার 480 জন কোরোনায় আক্রান্ত । সক্রিয় আক্রান্ত 51 হাজার 458 ৷

গত 24 ঘণ্টায় 7 লাখ 20 হাজার 362 জনের কোরোনা পরীক্ষা করা হয়েছে । 6 সেপ্টেম্বর পর্যন্ত মোট 4 কোটি 95 লাখ 51 হাজার 507 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে দেশে ।

দিল্লি, 7 সেপ্টেম্বর : বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা । গত প্রায় তিন-চারদিন ধরে রেকর্ড সংক্রমণ হচ্ছে দেশে । 24 ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছে 90 হাজার 802 । যা একদিনের আক্রান্তের নিরিখে সর্বোচ্চ । এই নিয়ে দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 42 লাখ 4 হাজার 614 । সেইসঙ্গে বিশ্বে আক্রান্তের নিরিখে ব্রাজ়িলকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এল ভারত ।

তবে মৃতের সংখ্যাও কমেছে । স্বাস্থ্যমন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী , কমেছে মৃত্যু । শনিবার কোরোনায় মৃত্যু হয়েছিল 1 হাজার 65 জনের । এদিকে , গত 24 ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে 1 হাজার 16 জনের । এই নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে 71 হাজার 642 জনের । অন্যদিকে , দেশে সক্রিয় আক্রান্ত 8 লাখ 82 হাজার 542 ৷ এর পাশাপাশি সুস্থও হচ্ছে অনেক । মোট সুস্থ হয়ে উঠেছে 32 লাখ 50 হাজার 429 জন ৷

দেশে সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে এখনও মহারাষ্ট্র । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 9 লাখ 7 হাজার 212 । সক্রিয় আক্রান্ত 2 লাখ 36 হাজার 208 । মহারাষ্ট্রের পরই সর্বাধিক সংক্রমণ অন্ধ্রপ্রদেশে । সেখানে মোট সংক্রমিত 4 লাখ 98 হাজার 125 । তবে সক্রিয় আক্রান্তের সংখ্যা কমেছে । সেখানে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 99 হাজার 689 । আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই তামিলনাড়ুও । সেখানে এখনও পর্যন্ত 4 লাখ 63 হাজার 480 জন কোরোনায় আক্রান্ত । সক্রিয় আক্রান্ত 51 হাজার 458 ৷

গত 24 ঘণ্টায় 7 লাখ 20 হাজার 362 জনের কোরোনা পরীক্ষা করা হয়েছে । 6 সেপ্টেম্বর পর্যন্ত মোট 4 কোটি 95 লাখ 51 হাজার 507 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে দেশে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.