ETV Bharat / bharat

এই প্রথম দেশে প্রতিষ্ঠানপন্থী হাওয়া বইছে : মোদি - rally

আজ বারাণসীতে মনোনয়নপত্র জমা দেন নরেন্দ্র মোদি । তার আগে জনসভা করেন তিনি ।

নরেন্দ্র মোদি
author img

By

Published : Apr 26, 2019, 10:31 AM IST

Updated : Apr 26, 2019, 12:34 PM IST

বারাণসী, 26 এপ্রিল : বারাণসীতে মোদির গতকালের রোড-শো সুপারহিট । আজ তিনি জেলা কালেক্টরেটের অফিসে মনোনয়নপত্র জমা দিলেন । তার আগে দলীয় কর্মীদের উৎসাহ বাড়াতে সভা করেন কালভৈরব মন্দিরে ।

সভা থেকে মোদি বলেন, "স্বাধীনতার পর দেশের মানুষের মধ্যে প্রথম এই ধরনের উন্মাদনা দেখতে পাচ্ছি । প্রতিষ্ঠানপন্থী হাওয়া বইছে । দেশজুড়ে মানুষ বলছে, "ফের এক বার ?" জনতার চিৎকার, "মোদি সরকার ।"

মোদি আরও বলেন, "পূর্বে সরকার গঠন হত । শেষ পাঁচ বছরে মানুষ দেখেছে, সরকার কাজ করছে । কখনই নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে দেখিনি । আমি সব কার্যকর্তাদের সঙ্গে কথা বলি । প্রধানমন্ত্রী হিসেবে নিজের কর্তব্য পালন করি । সাংসদ হিসেবেও পালন করি ।"

মোদির মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন রাজনাথ সিং, সুষমা স্বরাজ, নীতিন গড়কড়ি, যোগী আদিত্যনাথের মতো নেতারা । এছাড়াও ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, লোক জনশক্তি পার্টির প্রধান রামবিলাস পাসওয়ানরা ।

বারণসীতে নির্বাচন শেষ দফায় অর্থাৎ 19 মে । মোদির বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী করেছে অজয় রাইকে । অজয় গতবার তৃতীয় স্থান পেয়েছিলেন । এই আসনে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির পক্ষ থেকে নির্বাচনে লড়াই করছেন শালিনী যাদব ।

2014 নির্বাচনে বিশাল ব্যবধানে জিতেছিলেন নরেন্দ্র মোদি । দ্বিতীয় হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল । তিনি পেয়েছিলেন 2 লাখের কাছাকাছি ভোট । তৃতীয় অজয় রাই পেয়েছিলেন 75 হাজার ভোট ।

বারাণসী, 26 এপ্রিল : বারাণসীতে মোদির গতকালের রোড-শো সুপারহিট । আজ তিনি জেলা কালেক্টরেটের অফিসে মনোনয়নপত্র জমা দিলেন । তার আগে দলীয় কর্মীদের উৎসাহ বাড়াতে সভা করেন কালভৈরব মন্দিরে ।

সভা থেকে মোদি বলেন, "স্বাধীনতার পর দেশের মানুষের মধ্যে প্রথম এই ধরনের উন্মাদনা দেখতে পাচ্ছি । প্রতিষ্ঠানপন্থী হাওয়া বইছে । দেশজুড়ে মানুষ বলছে, "ফের এক বার ?" জনতার চিৎকার, "মোদি সরকার ।"

মোদি আরও বলেন, "পূর্বে সরকার গঠন হত । শেষ পাঁচ বছরে মানুষ দেখেছে, সরকার কাজ করছে । কখনই নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে দেখিনি । আমি সব কার্যকর্তাদের সঙ্গে কথা বলি । প্রধানমন্ত্রী হিসেবে নিজের কর্তব্য পালন করি । সাংসদ হিসেবেও পালন করি ।"

মোদির মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন রাজনাথ সিং, সুষমা স্বরাজ, নীতিন গড়কড়ি, যোগী আদিত্যনাথের মতো নেতারা । এছাড়াও ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, লোক জনশক্তি পার্টির প্রধান রামবিলাস পাসওয়ানরা ।

বারণসীতে নির্বাচন শেষ দফায় অর্থাৎ 19 মে । মোদির বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী করেছে অজয় রাইকে । অজয় গতবার তৃতীয় স্থান পেয়েছিলেন । এই আসনে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির পক্ষ থেকে নির্বাচনে লড়াই করছেন শালিনী যাদব ।

2014 নির্বাচনে বিশাল ব্যবধানে জিতেছিলেন নরেন্দ্র মোদি । দ্বিতীয় হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল । তিনি পেয়েছিলেন 2 লাখের কাছাকাছি ভোট । তৃতীয় অজয় রাই পেয়েছিলেন 75 হাজার ভোট ।

Hyderabad (AP) Apr 09 (ANI): While addressing a public meeting in Hyderabad, All India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM) Chief Asaduddin Owaisi on Monday said, "Narendra Modi is the chairman of the factory of lies and it is child's play to invent lies. They (BJP) cannot give jobs but is only spreading lies. They say they will abolish article 370 and 35 A. But I am telling them that as per Indian constitution they cannot do it. They ran the government with Mehbooba Mufti but could not do anything about 370".
Last Updated : Apr 26, 2019, 12:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.