ETV Bharat / bharat

"পেনশন দিয়ে জঙ্গি পুষছে", রাষ্ট্রসংঘে পাকিস্তানকে তুলোধনা ভারতের - রাষ্ট্রসংঘের সাধারণ সভার বৈঠক

ইমরান খান যে একসময় বিন লাদেনকে শহিদের তকমা দিয়েছিলেন, সেই কথা আজ রাষ্ট্রসংঘের বৈঠকে স্মরণ করিয়ে দেয় দিল্লি । বলা হয়, "এই নেতাই (ইমরান খান) 2019 সালে অ্যামেরিকায় গিয়ে বলেছিলেন পাকিস্তানের মাটিতে 30-40 হাজার জঙ্গি রয়েছে ও পাকিস্তানেই প্রশিক্ষণ পেয়েছে তারা । বলেছিলেন, ওই জঙ্গিরা আফগানিস্তান এবং ভারতের জম্মু-কাশ্মীরে জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত ।”

রাষ্ট্রসংঘের সাধারণ সভা
রাষ্ট্রসংঘের সাধারণ সভা
author img

By

Published : Sep 26, 2020, 4:39 PM IST

নিউ ইয়র্ক, 26 সেপ্টেম্বর : রাষ্ট্রসংঘের সাধারণ সভার বৈঠকে সন্ত্রাসবাদ ইশুতে ইসলামাবাদকে রীতিমতো তুলোধনা করল দিল্লি । বৈঠক চলাকালীন পাকিস্তান আজ ফের একবার ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা করে । কাশ্মীর প্রসঙ্গে কথা বলতে শুরু করেন ইমরান । এরপরই আন্তর্জাতিক মহলে আবারও পাকিস্তানকে জঙ্গি কার্যকলাপে মদত দেওয়া নিয়ে কোণঠাসা করল ভারত । ইসলামাবাদ পেনশন দিয়ে জঙ্গিদের পুষছে । লাদেনকে শহিদের তকমা দেওয়া হচ্ছে । দেশ থেকে "অ-মুসলিম" সম্প্রদায়কে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে । পাকিস্তানকে তীব্র আক্রমণ করে বলল ভারত ।

পাকিস্তান গোপনে পরমাণু অস্ত্রের ব্যবসাও ফেঁদেছে বলে অভিযোগ আনা হয় রাষ্ট্রসংঘের সাধারণ সভার 75 তম বৈঠকে । বৈঠকে ছিলেন ভারত-পাকিস্তান সহ সমস্ত সদস্য দেশের প্রতিনিধিরা । আজ এই বৈঠকে ভিডিয়ো বার্তায় ইমরান খান দাবি করেন, পাকিস্তান সর্বদা শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে । তবে তার জন্য, ভারত 2019 সালের 5 অগাস্ট যে ব্যবস্থা নিয়েছে ( জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার) তা ফিরিয়ে দিতে হবে ৷ জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে হবে । এরপরই ইসলামাবাদকে কড়া ভাষায় আক্রমণ করে ভারত ।

ভারতের তরফে আগেও একাধিকবার স্পষ্ট করে দেওয়া হয়েছে যে কাশ্মীর ইশু একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয় । বাইরের কোনও দেশের হস্তক্ষেপ ভারত কোনওভাবেই বরদাস্ত করবে না । এরপরও আজ ইমরান খান কাশ্মীর প্রসঙ্গে নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন । আর এরপরই কড়া প্রতিক্রিয়া জানায় দিল্লি । বলা হয়, কাশ্মীর পরিস্থিতিকে উত্তপ্ত করতে মিথ্যা গল্প সাজাচ্ছে পাকিস্তান । রাষ্ট্রসংঘের বৈঠকে ভারতীয় প্রতিনিধি মিজিতো বিনিতো বলেন, "জম্মু-কাশ্মীর সবসময়ই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ । এই নিয়ে কোনও বিতর্কের জায়গা নেই । বিতর্ক যদি কিছু থেকে থাকে তবে, তা হল কাশ্মীরের কিছু এলাকা এখনও জবরদখল করে রেখেছে পাকিস্তান । " পাকিস্তান যাতে অবিলম্বে সেই দখল করা এলাকা খালি করে দেয়, বৈঠকে সেই দাবিও করেন তিনি ।

আরও পড়ুন : ইমরান খানের বক্তব্যের শুরুতেই রাষ্ট্রসংঘের অধিবেশনকক্ষ ত্যাগ ভারতীয় প্রতিনিধির

শুধু তাই নয়, পাকিস্তান যেভাবে জঙ্গিদের আঁতুড়ঘর হয়ে উঠেছে, তা নিয়েও কড়া প্রতিক্রিয়া জানায় ভারত । বলা হয়, পাকিস্তান এমন একটা দেশ, যারা সরকারি কোষাগার থেকে পেনশন দিয়ে জঙ্গিদের পোষে । বিগত 70 বছর ধরে পাকিস্তানের মাটি থেকে হিন্দু, ক্রিশ্চান, শিখ এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের অস্তিত্ব ধুয়ে মুছে সাফ করে দেওয়ার চেষ্টায় রয়েছে ইসলামাবাদ । ইমরান খান যে একসময় বিন লাদেনকে শহিদের তকমা দিয়েছিলেন, সেই কথাও আজ রাষ্ট্রসংঘের বৈঠকে স্মরণ করিয়ে দেয় দিল্লি ।

প্রসঙ্গত, আজ ইমরান খানের বক্তব্য শুরু হতেই প্রতীকী প্রতিবাদ হিসেবে সাধারণ সভার বৈঠক থেকে বেরিয়ে যান ভারতীয় প্রতিনিধি মিজিতো বিনিতো । ইমরানের ভিডিয়ো বার্তা শেষে তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, “এই নেতাই (ইমরান খান) 2019 সালে অ্যামেরিকায় গিয়ে বলেছিলেন পাকিস্তানের মাটিতে 30-40 হাজার জঙ্গি রয়েছে ও পাকিস্তানেই প্রশিক্ষণ পেয়েছে তারা । বলেছিলেন, ওই জঙ্গিরা আফগানিস্তান এবং ভারতের জম্মু-কাশ্মীরে জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত ।”

আরও পড়ুন : সন্ত্রাস-বিরোধী পদক্ষেপ কোন পথে ? আজ UNGA-তে বার্তা প্রধানমন্ত্রীর

নিউ ইয়র্ক, 26 সেপ্টেম্বর : রাষ্ট্রসংঘের সাধারণ সভার বৈঠকে সন্ত্রাসবাদ ইশুতে ইসলামাবাদকে রীতিমতো তুলোধনা করল দিল্লি । বৈঠক চলাকালীন পাকিস্তান আজ ফের একবার ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা করে । কাশ্মীর প্রসঙ্গে কথা বলতে শুরু করেন ইমরান । এরপরই আন্তর্জাতিক মহলে আবারও পাকিস্তানকে জঙ্গি কার্যকলাপে মদত দেওয়া নিয়ে কোণঠাসা করল ভারত । ইসলামাবাদ পেনশন দিয়ে জঙ্গিদের পুষছে । লাদেনকে শহিদের তকমা দেওয়া হচ্ছে । দেশ থেকে "অ-মুসলিম" সম্প্রদায়কে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে । পাকিস্তানকে তীব্র আক্রমণ করে বলল ভারত ।

পাকিস্তান গোপনে পরমাণু অস্ত্রের ব্যবসাও ফেঁদেছে বলে অভিযোগ আনা হয় রাষ্ট্রসংঘের সাধারণ সভার 75 তম বৈঠকে । বৈঠকে ছিলেন ভারত-পাকিস্তান সহ সমস্ত সদস্য দেশের প্রতিনিধিরা । আজ এই বৈঠকে ভিডিয়ো বার্তায় ইমরান খান দাবি করেন, পাকিস্তান সর্বদা শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে । তবে তার জন্য, ভারত 2019 সালের 5 অগাস্ট যে ব্যবস্থা নিয়েছে ( জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার) তা ফিরিয়ে দিতে হবে ৷ জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে হবে । এরপরই ইসলামাবাদকে কড়া ভাষায় আক্রমণ করে ভারত ।

ভারতের তরফে আগেও একাধিকবার স্পষ্ট করে দেওয়া হয়েছে যে কাশ্মীর ইশু একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয় । বাইরের কোনও দেশের হস্তক্ষেপ ভারত কোনওভাবেই বরদাস্ত করবে না । এরপরও আজ ইমরান খান কাশ্মীর প্রসঙ্গে নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন । আর এরপরই কড়া প্রতিক্রিয়া জানায় দিল্লি । বলা হয়, কাশ্মীর পরিস্থিতিকে উত্তপ্ত করতে মিথ্যা গল্প সাজাচ্ছে পাকিস্তান । রাষ্ট্রসংঘের বৈঠকে ভারতীয় প্রতিনিধি মিজিতো বিনিতো বলেন, "জম্মু-কাশ্মীর সবসময়ই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ । এই নিয়ে কোনও বিতর্কের জায়গা নেই । বিতর্ক যদি কিছু থেকে থাকে তবে, তা হল কাশ্মীরের কিছু এলাকা এখনও জবরদখল করে রেখেছে পাকিস্তান । " পাকিস্তান যাতে অবিলম্বে সেই দখল করা এলাকা খালি করে দেয়, বৈঠকে সেই দাবিও করেন তিনি ।

আরও পড়ুন : ইমরান খানের বক্তব্যের শুরুতেই রাষ্ট্রসংঘের অধিবেশনকক্ষ ত্যাগ ভারতীয় প্রতিনিধির

শুধু তাই নয়, পাকিস্তান যেভাবে জঙ্গিদের আঁতুড়ঘর হয়ে উঠেছে, তা নিয়েও কড়া প্রতিক্রিয়া জানায় ভারত । বলা হয়, পাকিস্তান এমন একটা দেশ, যারা সরকারি কোষাগার থেকে পেনশন দিয়ে জঙ্গিদের পোষে । বিগত 70 বছর ধরে পাকিস্তানের মাটি থেকে হিন্দু, ক্রিশ্চান, শিখ এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের অস্তিত্ব ধুয়ে মুছে সাফ করে দেওয়ার চেষ্টায় রয়েছে ইসলামাবাদ । ইমরান খান যে একসময় বিন লাদেনকে শহিদের তকমা দিয়েছিলেন, সেই কথাও আজ রাষ্ট্রসংঘের বৈঠকে স্মরণ করিয়ে দেয় দিল্লি ।

প্রসঙ্গত, আজ ইমরান খানের বক্তব্য শুরু হতেই প্রতীকী প্রতিবাদ হিসেবে সাধারণ সভার বৈঠক থেকে বেরিয়ে যান ভারতীয় প্রতিনিধি মিজিতো বিনিতো । ইমরানের ভিডিয়ো বার্তা শেষে তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, “এই নেতাই (ইমরান খান) 2019 সালে অ্যামেরিকায় গিয়ে বলেছিলেন পাকিস্তানের মাটিতে 30-40 হাজার জঙ্গি রয়েছে ও পাকিস্তানেই প্রশিক্ষণ পেয়েছে তারা । বলেছিলেন, ওই জঙ্গিরা আফগানিস্তান এবং ভারতের জম্মু-কাশ্মীরে জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত ।”

আরও পড়ুন : সন্ত্রাস-বিরোধী পদক্ষেপ কোন পথে ? আজ UNGA-তে বার্তা প্রধানমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.