নিউ ইয়র্ক, 31 জুলাই : দুটি দেশের দু'জন মানুষ ৷ একজন পাকিস্তানের, অন্যজন ভারতের ৷ দুই নারী প্রেমে পড়লেন পরস্পরের ৷ সমকামী দুই নারীর ঘনিষ্ঠ মুহূর্তের ফোটোশুটের ছবি ভাইরাল হল নেটদুনিয়ায় ৷
নিউ ইয়র্কের এই সমকামী যুগলের ছবি দেখে প্রশংসা করেছেন নেটিজেনরা ৷ ভারতের অঞ্জলি চক্র ও পাকিস্তানের সুনদাস মালিক ৷ দুজনেরই পরনে ছিল সনাতনী পোশাক, গয়না ৷
-
A New York Love Story pic.twitter.com/nve9ToKg9y
— Sarowar (@Sarowarrrr) July 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A New York Love Story pic.twitter.com/nve9ToKg9y
— Sarowar (@Sarowarrrr) July 28, 2019A New York Love Story pic.twitter.com/nve9ToKg9y
— Sarowar (@Sarowarrrr) July 28, 2019
বৃষ্টিভেজা দুপুরে একান্ত মুহূর্তের ছবি ধরা পড়েছে এই ফোটোশুটে ৷ আলোকচিত্রী লিখেছেন, ''নিউ ইয়র্ক লাভ স্টোরি" ৷ নেটদুনিয়া লিখেছে আসলে প্রেম তো সীমানা মানে না, মানে না লিঙ্গবৈষম্যও ৷ ছবিটি পোস্ট হতেই 50 হাজারেরও বেশি লাইক পড়ে তাতে ৷
-
Happy anniversary to the girl who taught me how to love & be loved ❤️ pic.twitter.com/zm5sAhqIxP
— Anjali C. (@anj3llyfish) July 31, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Happy anniversary to the girl who taught me how to love & be loved ❤️ pic.twitter.com/zm5sAhqIxP
— Anjali C. (@anj3llyfish) July 31, 2019Happy anniversary to the girl who taught me how to love & be loved ❤️ pic.twitter.com/zm5sAhqIxP
— Anjali C. (@anj3llyfish) July 31, 2019
অনেকেই বলছেন, এই প্রেমই তো আসলে বিপ্লব ৷ কেউ লিখেছেন, চোখের জল বাঁধ মানেনি এই যুগলের ছবি দেখে ৷ আলোকচিত্রী সারওয়ার আহমেদ প্রেম বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন যুগলকে ৷ অঞ্জলি নিজেও শেয়ার করে বলেছেন, আসলে ভালোবাসার অর্থ তো এই মানুষটাই শিখিয়েছে তাঁকে ৷ ধর্ম, সীমানা, লিঙ্গ সবকিছুকে ঊর্ধ্বে রেখে এই দুই নারীর প্রেম যেন সত্যিই মনে রাখার মতো ৷