ETV Bharat / bharat

ভারতীয়-পাকিস্তানি সমকামী যুগলের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল - Same Sex Couple from New York

ভারত ও পাকিস্তানের দুই সমকামী দুই নারীর ঘনিষ্ঠ মুহূর্তের ফোটোশুটের ছবি ভাইরাল ৷

সমকামী যুগল
author img

By

Published : Jul 31, 2019, 8:45 PM IST

Updated : Jul 31, 2019, 11:33 PM IST

নিউ ইয়র্ক, 31 জুলাই : দুটি দেশের দু'জন মানুষ ৷ একজন পাকিস্তানের, অন্যজন ভারতের ৷ দুই নারী প্রেমে পড়লেন পরস্পরের ৷ সমকামী দুই নারীর ঘনিষ্ঠ মুহূর্তের ফোটোশুটের ছবি ভাইরাল হল নেটদুনিয়ায় ৷

নিউ ইয়র্কের এই সমকামী যুগলের ছবি দেখে প্রশংসা করেছেন নেটিজেনরা ৷ ভারতের অঞ্জলি চক্র ও পাকিস্তানের সুনদাস মালিক ৷ দুজনেরই পরনে ছিল সনাতনী পোশাক, গয়না ৷

বৃষ্টিভেজা দুপুরে একান্ত মুহূর্তের ছবি ধরা পড়েছে এই ফোটোশুটে ৷ আলোকচিত্রী লিখেছেন, ''নিউ ইয়র্ক লাভ স্টোরি" ৷ নেটদুনিয়া লিখেছে আসলে প্রেম তো সীমানা মানে না, মানে না লিঙ্গবৈষম্যও ৷ ছবিটি পোস্ট হতেই 50 হাজারেরও বেশি লাইক পড়ে তাতে ৷

অনেকেই বলছেন, এই প্রেমই তো আসলে বিপ্লব ৷ কেউ লিখেছেন, চোখের জল বাঁধ মানেনি এই যুগলের ছবি দেখে ৷ আলোকচিত্রী সারওয়ার আহমেদ প্রেম বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন যুগলকে ৷ অঞ্জলি নিজেও শেয়ার করে বলেছেন, আসলে ভালোবাসার অর্থ তো এই মানুষটাই শিখিয়েছে তাঁকে ৷ ধর্ম, সীমানা, লিঙ্গ সবকিছুকে ঊর্ধ্বে রেখে এই দুই নারীর প্রেম যেন সত্যিই মনে রাখার মতো ৷

নিউ ইয়র্ক, 31 জুলাই : দুটি দেশের দু'জন মানুষ ৷ একজন পাকিস্তানের, অন্যজন ভারতের ৷ দুই নারী প্রেমে পড়লেন পরস্পরের ৷ সমকামী দুই নারীর ঘনিষ্ঠ মুহূর্তের ফোটোশুটের ছবি ভাইরাল হল নেটদুনিয়ায় ৷

নিউ ইয়র্কের এই সমকামী যুগলের ছবি দেখে প্রশংসা করেছেন নেটিজেনরা ৷ ভারতের অঞ্জলি চক্র ও পাকিস্তানের সুনদাস মালিক ৷ দুজনেরই পরনে ছিল সনাতনী পোশাক, গয়না ৷

বৃষ্টিভেজা দুপুরে একান্ত মুহূর্তের ছবি ধরা পড়েছে এই ফোটোশুটে ৷ আলোকচিত্রী লিখেছেন, ''নিউ ইয়র্ক লাভ স্টোরি" ৷ নেটদুনিয়া লিখেছে আসলে প্রেম তো সীমানা মানে না, মানে না লিঙ্গবৈষম্যও ৷ ছবিটি পোস্ট হতেই 50 হাজারেরও বেশি লাইক পড়ে তাতে ৷

অনেকেই বলছেন, এই প্রেমই তো আসলে বিপ্লব ৷ কেউ লিখেছেন, চোখের জল বাঁধ মানেনি এই যুগলের ছবি দেখে ৷ আলোকচিত্রী সারওয়ার আহমেদ প্রেম বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন যুগলকে ৷ অঞ্জলি নিজেও শেয়ার করে বলেছেন, আসলে ভালোবাসার অর্থ তো এই মানুষটাই শিখিয়েছে তাঁকে ৷ ধর্ম, সীমানা, লিঙ্গ সবকিছুকে ঊর্ধ্বে রেখে এই দুই নারীর প্রেম যেন সত্যিই মনে রাখার মতো ৷


Anantnag (JandK), July 31 (ANI): Former chief minister and leader of Peoples of Democratic Party (PDP), Mehbooba Mufti said on Wednesday that the need of the hour is to come together and forge a united response for Jammu and Kashmir. After meeting her party cadre in Anantnag district, Mehbooba Mufti said, "Our politics is different but we need to stand up as one for Kashmir, be it Congress or Bharatiya Janata Party members."

Last Updated : Jul 31, 2019, 11:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.