ETV Bharat / bharat

নীতীশ বিহারের মুখ্য়মন্ত্রিত্ব ফিরে পেলে তার কৃতিত্ব তাদের, দাবি শিবসেনার

author img

By

Published : Nov 11, 2020, 7:06 PM IST

বুধবার মহারাষ্ট্রের শাসকদল শিবসেনা, BJP-কে খোঁচা দিয়ে বলেন, বিহারে BJP-র থেকে কম আসন জিতেও যদি নীতীশ কুমার তাঁর মুখ্য়মন্ত্রিত্ব ফিরে পান তার জন্য় সবচেয়ে বড় কৃতিত্ব শিবসেনার ৷ এই মন্তব্য়ের মধ্য়ে দিয়ে কার্যত মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে শিবসেনার সঙ্গে BJP-র হওয়া দ্বন্দ্বকেই উস্কে দেওয়া হল সামনায় ৷

if-nitish-becomes-bihar-cm-credit-goes-to-shiv-sena-saamana
‘‘নীতীশ বিহারের মুখ্য়মন্ত্রিত্ব ফিরে পেলে তাঁর শ্রে শিবসেনার’’!

মুম্বই, 11 নভেম্বর : BJP-র থেকে কম আসন পেয়েও যদি JDU প্রধান নীতীশ কুমার বিহারের মুখ্য়মন্ত্রী হন, তার কৃতিত্ব দেওয়া উচিত শিবসেনাকে ৷ বিহার বিধানসভা ভোটে NDA জেতার পর এমনটাই দাবি করা হয়েছে শিবসেনার মুখপত্র সামনায় ৷ একই সঙ্গে NDA-কে কঠিন লড়াই দেওয়ার জন্য় RJD নেতা তেজস্বী যাদবকে শুভেচ্ছা জানিয়েছে শিবসেনা ৷

বুধবার মহারাষ্ট্রের শাসকদল শিবসেনা, BJP-কে খোঁচা দিয়ে বলেন, বিহারে BJP-র থেকে কম আসন জিতেও যদি নীতীশ কুমার তাঁর মুখ্য়মন্ত্রিত্ব ফিরে পান তার জন্য় সবচেয়ে বড় কৃতিত্ব শিবসেনার ৷ এই মন্তব্য়ের মধ্য়ে দিয়ে কার্যত মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে শিবসেনার সঙ্গে BJP-র হওয়া দ্বন্দ্বকেই উস্কে দেওয়া হল সামনায় ৷ সেখানে বলা হয়েছে, BJP কথা দিয়েছিল সবচেয়ে কম আসন জিতলেও NDA সরকারের মুখ্য়মন্ত্রী হবেন নীতীশ কুমারই ৷

প্রসঙ্গত, মহারাষ্ট্র নির্বাচনের ফল বেরোনোর পর শিবসেনা অভিযোগ করেছিল, BJP তাদের কথা দিয়েছিল যত আসনই জিতুক মুখ্য়মন্ত্রী হবে শিবসেনারই ৷ কিন্তু ফল সামনে আসার পর মুখ্য়মন্ত্রিত্ব নিয়ে শিবসেনার সঙ্গে প্রকাশ্য়ে দ্বন্দ্ব শুরু হয় BJP-র ৷ যাকে কেন্দ্র করে মহারাষ্ট্রে নয়া রাজনৈতিক সমীকরণ গড়ে উঠতে দেখা গিয়েছিল ৷ যার ফলে BJP-র সঙ্গ ছেড়ে NCP ও কংগ্রেসের সঙ্গে মহা অগাধি জোট গঠন করে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের নেতৃত্বে সরকার গঠন করেছিল শিবসেনা ৷ সেই প্রসঙ্গকেই টেনে এনে BJP-কে খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করেনি শিবসেনা ৷ 2019 সালে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে শিবসেনা 56 টি আসন পেয়েছিল ৷ যারপর উদ্ধব ঠাকরেকে NDA শিবিরের মুখ্য়মন্ত্রী হিসেবে ঘোষণা করে শিবসেনা ৷ যা মানতে অস্বীকার করে মহারাষ্ট্র BJP. তারা সাফ ঘোষণা করে, মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রী হবে BJP-র তরফ থেকেই ৷ এমনকী ভোটের আগে শিবসেনার তরফে মুখ্য়মন্ত্রী হবে এমন ঘোষণা BJP করেনি বলে জানানো হয় ৷ এদিন শিবসেনার মুখপত্র সামনায় সেই প্রসঙ্গ তুলে ধরে আবারও BJPকে খোঁচা দিতে ছাড়ল না উদ্ধব ঠাকরের দল ৷

তবে, NDA-কে কঠিন লড়াই দেওয়া এবং সিঙ্গল পার্টি হিসেবে সবচেয়ে বেশি আসন জেতায় RJD নেতা তেজস্বী যাদবকে শুভেচ্ছা জানানো হয়েছে সামনায় ৷ সেখান বলা হয়েছে, বিহার এবার তেজস্বীর উত্থান দেখল ৷ একা হাতে ক্ষমতায় থাকা মানুষদের কঠিন লড়াইয়ে ফেললেন তিনি ৷ এটা বলা তেজস্বীর জন্য় খুবই অবিচার হবে, যে বিহারে মোদি ম্য়াজিক কাজ করেছে ৷ এক সময় ভোটের এই লড়াইকে এক তরফা মনে হলেও, পরবর্তী সময়ে তেজস্বী খুব ভালো লড়াই দিয়েছেন ৷ পাশাপাশি কংগ্রেসকেও কিছুটা খোঁচা দেওয়া হয়েছে শিবসেনার মুখপত্রে ৷ বলা হয়েছে, কংগ্রেসের খারাপ ফলের কারণেই তেজস্বী তাঁর সুযোগ হারাল ৷ তেজস্বী এই ভোটে হেরেছে বলে মনে করে না শিবসেনা ৷ তাদের মতে, পটনা ও দিল্লির ক্ষমতাশীলদের সঙ্গে সমানে সমানে পাল্লা দিয়ে লড়াই করেছেন RJD নেতা ৷ শুধু তাই নয়, তেজস্বীর মধ্য়ে দিয়ে জাতীয় রাজনীতিতে নতুন এক উজ্জ্বল মুখের জন্মও হল বলে সামনায় উল্লেখ করা হয়েছে ৷

মুম্বই, 11 নভেম্বর : BJP-র থেকে কম আসন পেয়েও যদি JDU প্রধান নীতীশ কুমার বিহারের মুখ্য়মন্ত্রী হন, তার কৃতিত্ব দেওয়া উচিত শিবসেনাকে ৷ বিহার বিধানসভা ভোটে NDA জেতার পর এমনটাই দাবি করা হয়েছে শিবসেনার মুখপত্র সামনায় ৷ একই সঙ্গে NDA-কে কঠিন লড়াই দেওয়ার জন্য় RJD নেতা তেজস্বী যাদবকে শুভেচ্ছা জানিয়েছে শিবসেনা ৷

বুধবার মহারাষ্ট্রের শাসকদল শিবসেনা, BJP-কে খোঁচা দিয়ে বলেন, বিহারে BJP-র থেকে কম আসন জিতেও যদি নীতীশ কুমার তাঁর মুখ্য়মন্ত্রিত্ব ফিরে পান তার জন্য় সবচেয়ে বড় কৃতিত্ব শিবসেনার ৷ এই মন্তব্য়ের মধ্য়ে দিয়ে কার্যত মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে শিবসেনার সঙ্গে BJP-র হওয়া দ্বন্দ্বকেই উস্কে দেওয়া হল সামনায় ৷ সেখানে বলা হয়েছে, BJP কথা দিয়েছিল সবচেয়ে কম আসন জিতলেও NDA সরকারের মুখ্য়মন্ত্রী হবেন নীতীশ কুমারই ৷

প্রসঙ্গত, মহারাষ্ট্র নির্বাচনের ফল বেরোনোর পর শিবসেনা অভিযোগ করেছিল, BJP তাদের কথা দিয়েছিল যত আসনই জিতুক মুখ্য়মন্ত্রী হবে শিবসেনারই ৷ কিন্তু ফল সামনে আসার পর মুখ্য়মন্ত্রিত্ব নিয়ে শিবসেনার সঙ্গে প্রকাশ্য়ে দ্বন্দ্ব শুরু হয় BJP-র ৷ যাকে কেন্দ্র করে মহারাষ্ট্রে নয়া রাজনৈতিক সমীকরণ গড়ে উঠতে দেখা গিয়েছিল ৷ যার ফলে BJP-র সঙ্গ ছেড়ে NCP ও কংগ্রেসের সঙ্গে মহা অগাধি জোট গঠন করে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের নেতৃত্বে সরকার গঠন করেছিল শিবসেনা ৷ সেই প্রসঙ্গকেই টেনে এনে BJP-কে খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করেনি শিবসেনা ৷ 2019 সালে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে শিবসেনা 56 টি আসন পেয়েছিল ৷ যারপর উদ্ধব ঠাকরেকে NDA শিবিরের মুখ্য়মন্ত্রী হিসেবে ঘোষণা করে শিবসেনা ৷ যা মানতে অস্বীকার করে মহারাষ্ট্র BJP. তারা সাফ ঘোষণা করে, মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রী হবে BJP-র তরফ থেকেই ৷ এমনকী ভোটের আগে শিবসেনার তরফে মুখ্য়মন্ত্রী হবে এমন ঘোষণা BJP করেনি বলে জানানো হয় ৷ এদিন শিবসেনার মুখপত্র সামনায় সেই প্রসঙ্গ তুলে ধরে আবারও BJPকে খোঁচা দিতে ছাড়ল না উদ্ধব ঠাকরের দল ৷

তবে, NDA-কে কঠিন লড়াই দেওয়া এবং সিঙ্গল পার্টি হিসেবে সবচেয়ে বেশি আসন জেতায় RJD নেতা তেজস্বী যাদবকে শুভেচ্ছা জানানো হয়েছে সামনায় ৷ সেখান বলা হয়েছে, বিহার এবার তেজস্বীর উত্থান দেখল ৷ একা হাতে ক্ষমতায় থাকা মানুষদের কঠিন লড়াইয়ে ফেললেন তিনি ৷ এটা বলা তেজস্বীর জন্য় খুবই অবিচার হবে, যে বিহারে মোদি ম্য়াজিক কাজ করেছে ৷ এক সময় ভোটের এই লড়াইকে এক তরফা মনে হলেও, পরবর্তী সময়ে তেজস্বী খুব ভালো লড়াই দিয়েছেন ৷ পাশাপাশি কংগ্রেসকেও কিছুটা খোঁচা দেওয়া হয়েছে শিবসেনার মুখপত্রে ৷ বলা হয়েছে, কংগ্রেসের খারাপ ফলের কারণেই তেজস্বী তাঁর সুযোগ হারাল ৷ তেজস্বী এই ভোটে হেরেছে বলে মনে করে না শিবসেনা ৷ তাদের মতে, পটনা ও দিল্লির ক্ষমতাশীলদের সঙ্গে সমানে সমানে পাল্লা দিয়ে লড়াই করেছেন RJD নেতা ৷ শুধু তাই নয়, তেজস্বীর মধ্য়ে দিয়ে জাতীয় রাজনীতিতে নতুন এক উজ্জ্বল মুখের জন্মও হল বলে সামনায় উল্লেখ করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.