ETV Bharat / bharat

দেশের বাস্তব কোরোনা পরিস্থিতি প্রতিফলিত হচ্ছে না ICMR-র সমীক্ষায়, মত বিশেষজ্ঞদের

author img

By

Published : Jun 13, 2020, 7:42 PM IST

দেশের বিভিন্ন জায়গায় গোষ্ঠী সংক্রমণের বিষয়ে জোর দিয়েছেন বিশেষজ্ঞরা ৷ তাঁদের মতে, ICMR-র সমীক্ষায় দেশের বাস্তব কোরোনা পরিস্থিতি প্রতিফলিত হচ্ছে না ৷

গোষ্ঠী সংক্রমণ
গোষ্ঠী সংক্রমণ

দিল্লি, 13 জুন : একদিকে দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা সংক্রমণ ৷ অন্যদিকে, ICMR-র সমীক্ষায় বলা হয়েছে, দেশে এখনও গোষ্ঠী সংক্রমণ হয়নি ৷ এই বিষয়েই আজ ICMR-কে আক্রমণ করেন বিশেষজ্ঞরা ৷ তাঁদের মতে, ICMR-র সমীক্ষায় দেশের বাস্তব কোরোনা পরিস্থিতি প্রতিফলিত হচ্ছে না ৷ সরকার সত্যিটা না মেনে নেওয়ার জেদ ধরে বসে রয়েছে ৷

দেশের বিভিন্ন জায়গায় গোষ্ঠী সংক্রমণের বিষয়ে জোর দিয়েছেন বিশেষজ্ঞরা ৷ তাঁরা বলেন, মানুষের যাতে আত্মসন্তুষ্টি না হয়, তাই সরকারের এই বিষয়টি স্বীকার করে নেওয়া উচিত ৷

বৃহস্পতিবার ICMR-র ডিরেক্টর জেনেরাল বলরাম ভার্গব একটি সাংবাদিক বৈঠকে বলেন, "দেশে নিশ্চিতভাবে কোরোনার গোষ্ঠী সংক্রমণ হয়নি ৷" তারপরই ভাইরোলজি, জনস্বাস্থ্য ও ওষুধের ক্ষেত্রে বিশেষজ্ঞরা একটি বিবৃতি দেন ৷ কোরোনা ভাইরাসের সংক্রমণ প্রবণতা কতটা তা জানতে ভারতে প্রথম একটি সমীক্ষা করা হয় ৷ 65টি জেলার 26,400জন মানুষের উপর এই সমীক্ষা করা হয় ৷ এতে দেখা যায়, 26,400জন মানুষের মধ্যে 0.73 শতাংশ মানুষ কোরোনায় আক্রান্ত ৷

AIIMS-র প্রাক্তন ডিরেক্টর ডঃ এম সি মিশ্র বলেন, "এতে কোনও সন্দেহ নেই যে, দেশের বহু অংশে গোষ্ঠী সংক্রমণ হচ্ছে ৷ বহু মানুষের বিভিন্ন জায়গায় যাত্রা ও দেশে আনলকের ফলে যে সমস্ত জায়গা কোরোনামুক্ত ছিল, সেই সমস্ত জায়গাতেই সংক্রমণ হতে শুরু করেছে ৷ এখন সরকারের এগিয়ে আসা উচিত এবং বিষয়টি নিয়ে জানানো উচিত ৷ যাতে মানুষ আরও বেশি সচেতন হয় ৷" ICMR-র সমীক্ষার বিষয়ে তিনি বলেন, "সংক্রমণ কতটা ছড়াচ্ছে সেই বিষয়ে 26,400জন মানুষের নমুনা পরীক্ষা কখনোই পর্যাপ্ত নয় ৷ বিশেষ করে যে দেশের জনসংখ্যা এত বেশি ৷"

ভাইরোলজিস্ট শাহিদ জামিল বলেন, "ভারতে অনেক আগেই গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে ৷ শুধুমাত্র স্বাস্থ্য কর্তৃপক্ষের তরফে এটা স্বীকার করা হচ্ছে না ৷ এমনকী, SARI-র উপর ICMR-র নিজেদের গবেষণাও দেখাচ্ছে, যে সমস্ত রোগীরা SARS-CoV-2-তে আক্রান্ত, তাঁদের মধ্যে 40 শতাংশ রোগীর কোনও ভ্রমণ ইতিহাস নেই বা তাঁরা কোনও রোগীর সংস্পর্শেও আসেননি ৷ এটা যদি গোষ্ঠী সংক্রমণ না হয়, তাহলে কোনটাকে গোষ্ঠী সংক্রমণ বলব ৷"

ফুসফুস সার্জেন ডঃ অরবিন্দ কুমার বলেন, "ICMR-র যুক্তি যদি মেনে নেওয়াও যায়, তবু এটাকেও মানতে হবে যে, দিল্লি, আহমেদাবাদ ও মুম্বইয়ের মতো জায়গায় গোষ্ঠী সংক্রমণ হচ্ছে ৷" তিনি আরও বলেন, "ভারত একটি এমন দেশ যেখানে প্রতিটি রাজ্য আলাদা আলাদা সময়ে এই ভাইরাসের সঙ্গে আলাদা আলাদা অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে ৷"

দিল্লি, 13 জুন : একদিকে দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা সংক্রমণ ৷ অন্যদিকে, ICMR-র সমীক্ষায় বলা হয়েছে, দেশে এখনও গোষ্ঠী সংক্রমণ হয়নি ৷ এই বিষয়েই আজ ICMR-কে আক্রমণ করেন বিশেষজ্ঞরা ৷ তাঁদের মতে, ICMR-র সমীক্ষায় দেশের বাস্তব কোরোনা পরিস্থিতি প্রতিফলিত হচ্ছে না ৷ সরকার সত্যিটা না মেনে নেওয়ার জেদ ধরে বসে রয়েছে ৷

দেশের বিভিন্ন জায়গায় গোষ্ঠী সংক্রমণের বিষয়ে জোর দিয়েছেন বিশেষজ্ঞরা ৷ তাঁরা বলেন, মানুষের যাতে আত্মসন্তুষ্টি না হয়, তাই সরকারের এই বিষয়টি স্বীকার করে নেওয়া উচিত ৷

বৃহস্পতিবার ICMR-র ডিরেক্টর জেনেরাল বলরাম ভার্গব একটি সাংবাদিক বৈঠকে বলেন, "দেশে নিশ্চিতভাবে কোরোনার গোষ্ঠী সংক্রমণ হয়নি ৷" তারপরই ভাইরোলজি, জনস্বাস্থ্য ও ওষুধের ক্ষেত্রে বিশেষজ্ঞরা একটি বিবৃতি দেন ৷ কোরোনা ভাইরাসের সংক্রমণ প্রবণতা কতটা তা জানতে ভারতে প্রথম একটি সমীক্ষা করা হয় ৷ 65টি জেলার 26,400জন মানুষের উপর এই সমীক্ষা করা হয় ৷ এতে দেখা যায়, 26,400জন মানুষের মধ্যে 0.73 শতাংশ মানুষ কোরোনায় আক্রান্ত ৷

AIIMS-র প্রাক্তন ডিরেক্টর ডঃ এম সি মিশ্র বলেন, "এতে কোনও সন্দেহ নেই যে, দেশের বহু অংশে গোষ্ঠী সংক্রমণ হচ্ছে ৷ বহু মানুষের বিভিন্ন জায়গায় যাত্রা ও দেশে আনলকের ফলে যে সমস্ত জায়গা কোরোনামুক্ত ছিল, সেই সমস্ত জায়গাতেই সংক্রমণ হতে শুরু করেছে ৷ এখন সরকারের এগিয়ে আসা উচিত এবং বিষয়টি নিয়ে জানানো উচিত ৷ যাতে মানুষ আরও বেশি সচেতন হয় ৷" ICMR-র সমীক্ষার বিষয়ে তিনি বলেন, "সংক্রমণ কতটা ছড়াচ্ছে সেই বিষয়ে 26,400জন মানুষের নমুনা পরীক্ষা কখনোই পর্যাপ্ত নয় ৷ বিশেষ করে যে দেশের জনসংখ্যা এত বেশি ৷"

ভাইরোলজিস্ট শাহিদ জামিল বলেন, "ভারতে অনেক আগেই গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে ৷ শুধুমাত্র স্বাস্থ্য কর্তৃপক্ষের তরফে এটা স্বীকার করা হচ্ছে না ৷ এমনকী, SARI-র উপর ICMR-র নিজেদের গবেষণাও দেখাচ্ছে, যে সমস্ত রোগীরা SARS-CoV-2-তে আক্রান্ত, তাঁদের মধ্যে 40 শতাংশ রোগীর কোনও ভ্রমণ ইতিহাস নেই বা তাঁরা কোনও রোগীর সংস্পর্শেও আসেননি ৷ এটা যদি গোষ্ঠী সংক্রমণ না হয়, তাহলে কোনটাকে গোষ্ঠী সংক্রমণ বলব ৷"

ফুসফুস সার্জেন ডঃ অরবিন্দ কুমার বলেন, "ICMR-র যুক্তি যদি মেনে নেওয়াও যায়, তবু এটাকেও মানতে হবে যে, দিল্লি, আহমেদাবাদ ও মুম্বইয়ের মতো জায়গায় গোষ্ঠী সংক্রমণ হচ্ছে ৷" তিনি আরও বলেন, "ভারত একটি এমন দেশ যেখানে প্রতিটি রাজ্য আলাদা আলাদা সময়ে এই ভাইরাসের সঙ্গে আলাদা আলাদা অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.