ETV Bharat / bharat

সারা জীবনের সঞ্চয় প্রতিরক্ষা মন্ত্রককে দিলেন প্রাক্তন বায়ুসেনা কর্মী - rajnath singh

74 বছর বয়সে এক প্রাক্তন বায়ুসেনা কর্মী তাঁর সারা জীবনের সঞ্চিত অর্থ দান করলেন প্রতিরক্ষা মন্ত্রকে ৷

সিবিআর প্রসাদ
author img

By

Published : Jul 17, 2019, 1:48 AM IST

দিল্লি, 17 জুলাই : 9 বছর বায়ুসেনায় ছিলেন । আর 74 বছর বয়সেও দেশের প্রতি কর্তব্য পালন করতে ভোলেননি সিবিআর প্রসাদ । সারা জীবনের সঞ্চিত অর্থ দান করলেন প্রতিরক্ষা মন্ত্রকে ৷ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের হাতে তুলে দেন 1 কোটি 8 লাখ টাকা ৷

সিবিআর প্রসাদ বলেন, "9 বছর বায়ুসেনায় কাজ করার পর ভারতীয় রেলের তরফে একটি চাকরির প্রস্তাব পাই ৷ সেই প্রস্তাব পেয়ে বায়ুসেনা ছেড়ে দিলেও পরে কোনও কারণে রেলের চাকরিটা হয়নি ৷ তাই জীবনধারণের জন্য় পলট্রি ফার্ম খুলি । ভাগ্য়ক্রমে সেই ব্য়বসায় সফল হই ৷"

তিনি আরও বলেন, "জীবনে নিজের পরিবারের প্রতি কর্তব্য় পালন করেছি সবসময় ৷ আর এখন আমার মনে হয়েছে দেশের প্রতিও কর্তব্য় পালন করা উচিত ৷ তাই আমি এই অর্থ দান করার কথা ভাবি ৷ 30 বছর পলট্রি ফার্ম থেকে যা রোজগার করেছি তার 2 শতাংশ মেয়েকে দিয়েছি ৷ 1 শতাংশ স্ত্রীকে দিয়েছি ৷ আর বাকিটা আমি সমাজের উন্নয়নের জন্য় দান করলাম ৷"

নিজের সঞ্চয় প্রতিরক্ষা মন্ত্রককে দেওয়ার পাশাপাশি একটি স্পোর্টস বিশ্ববিদ্য়ালয়ও খুলেছেন তিনি ৷ বলেন, এক সময় দেশের হয়ে অলিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন দেখতেন ৷ তা না হওয়ায় তরুণ প্রজন্মকে তাদের স্বপ্নপূরণ করতে সাহায্য় করছেন ৷ আরও একটি স্পোর্টস বিশ্ববিদ্য়ালয় খোলার ইচ্ছেও প্রকাশ করেন তিনি ৷

দিল্লি, 17 জুলাই : 9 বছর বায়ুসেনায় ছিলেন । আর 74 বছর বয়সেও দেশের প্রতি কর্তব্য পালন করতে ভোলেননি সিবিআর প্রসাদ । সারা জীবনের সঞ্চিত অর্থ দান করলেন প্রতিরক্ষা মন্ত্রকে ৷ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের হাতে তুলে দেন 1 কোটি 8 লাখ টাকা ৷

সিবিআর প্রসাদ বলেন, "9 বছর বায়ুসেনায় কাজ করার পর ভারতীয় রেলের তরফে একটি চাকরির প্রস্তাব পাই ৷ সেই প্রস্তাব পেয়ে বায়ুসেনা ছেড়ে দিলেও পরে কোনও কারণে রেলের চাকরিটা হয়নি ৷ তাই জীবনধারণের জন্য় পলট্রি ফার্ম খুলি । ভাগ্য়ক্রমে সেই ব্য়বসায় সফল হই ৷"

তিনি আরও বলেন, "জীবনে নিজের পরিবারের প্রতি কর্তব্য় পালন করেছি সবসময় ৷ আর এখন আমার মনে হয়েছে দেশের প্রতিও কর্তব্য় পালন করা উচিত ৷ তাই আমি এই অর্থ দান করার কথা ভাবি ৷ 30 বছর পলট্রি ফার্ম থেকে যা রোজগার করেছি তার 2 শতাংশ মেয়েকে দিয়েছি ৷ 1 শতাংশ স্ত্রীকে দিয়েছি ৷ আর বাকিটা আমি সমাজের উন্নয়নের জন্য় দান করলাম ৷"

নিজের সঞ্চয় প্রতিরক্ষা মন্ত্রককে দেওয়ার পাশাপাশি একটি স্পোর্টস বিশ্ববিদ্য়ালয়ও খুলেছেন তিনি ৷ বলেন, এক সময় দেশের হয়ে অলিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন দেখতেন ৷ তা না হওয়ায় তরুণ প্রজন্মকে তাদের স্বপ্নপূরণ করতে সাহায্য় করছেন ৷ আরও একটি স্পোর্টস বিশ্ববিদ্য়ালয় খোলার ইচ্ছেও প্রকাশ করেন তিনি ৷

Mumbai, July 16 (ANI): The death toll has risen to three after 4-storey building collapsed in Mumbai's Dongri, today as confirmed by Mumbai Police. At least eight people have been injured in the incident, so far. More than 40 people are feared trapped under the debris. A woman was also rescued by NDRF personnel from the debris of the building. Fire officials and a team of National Disaster Response Force (NDRF) are on the rescue site. More details are awaited.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.