কলকাতা, 2 মে : কোরোনা রোগীদের হাসপাতালে ফুলের পাপড়ি বর্ষণ করবে ভারতীয় বায়ু সেনাবাহিনীর কপ্টার ৷ পাশাপাশি, আগামীকাল কোরোনা ভাইরাস রোধে যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে সুখোই - 30 বিমানটি একটি ফ্লাইপাস্ট করবে ৷ জানালেন পূর্ব এয়ার কমান্ডের এক কর্মকর্তা ।
আগামীকাল সকাল সাড়ে 10 টা একটি IAF হেলিকপ্টার কলকাতার বেলেঘাটা IDBG হাসপাতালে ফুলের পাপড়ি বর্ষণ করবে । কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা ডাক্তার, নার্স, প্যারামেডিকাল ও অন্যান্য কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য গুয়াহাটি, ইটানগর ও শিলংয়ের হাসপাতালগুলিতেও একইভাবে IAF হেলিকপ্টার ফুলের পাপড়ি বর্ষণ করবে ৷ আজ একথা জানান ভারতীয় বিমানবাহিনীর এক আধিকারিক ৷
ওই আধিকারিক আরও জানান, গুয়াহাটির দিশপুরে IAF - এর সুখোই - 30 যুদ্ধবিমানের বিমানও একটি ফ্লাইপাস্ট করবে । এছাড়াও বিমানবাহিনী কৃতজ্ঞতা প্রকাশের জন্য গুয়াহাটিতে একটি ব্যান্ডও প্রদর্শন করবে ৷