ETV Bharat / bharat

বাড়ছে হিংসা, রাজঘাটে শান্তি প্রার্থনায় কেজরিওয়াল - Delhi Violance

ক্রমাগত হিংসা বাড়ছে দিল্লিতে ৷ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ৷ রাজ্যে শান্তি ফিরে আসুক, সেই প্রার্থনা করছেন তিনি ৷ নিজের মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আজ বসেন রাজঘাটে ৷

Kejriwal
ছবি সৌজন্যে ANI
author img

By

Published : Feb 25, 2020, 6:28 PM IST

দিল্লি, 25 ফেব্রুয়ারি : রাজঘাটে শান্তি প্রার্থনায় বসেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । সঙ্গে রয়েছেন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও । CAA বিরোধী প্রতিবাদে উত্তাল হয়ে রয়েছে দিল্লি । প্রথমে শাহিনবাগ । এখন জাফরাবাদ । CAA বিরোধী প্রতিবাদের জেরে ক্রমাগত হিংসা বাড়ছে সেখানে । এখনও পর্যন্ত একজন পুলিশকর্মীসহ মারা গেছে মোট নয়জন । হিংসায় জখম হয়েছে 135 জন । এই পরিস্থিতিতে রাজধানীতে অশান্তির পরিবেশ কমানোর জন্য রাজঘাটে মহাত্মা গান্ধির সমাধির সামনে প্রার্থনায় বসেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ।

আজ রাজঘাট থেকে অরবিন্দ কেজরিওয়াল বলেন, "আমি হাত জোড় করে আপনাদের কাছে অনুরোধ করছি, কোনওরকমভাবে হিংসার মধ্যে নিজেদের জড়িয়ে ফেলবেন না ।" তিনি আরও বলেন, " বিগত দুই দিন ধরে রাজধানীতে যেভাবে হিংসার পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে গোটা দেশ চিন্তিত । সাধারণ মানুষ মারা যাচ্ছে, সম্পত্তি ধ্বংস হচ্ছে । হিংসা বাড়লে তার প্রভাব সকলের উপরই পড়বে । গান্ধিজি আজীবন অহিংসার পথে চলেছেন । তাই আমরা গান্ধিজির কাছে প্রার্থনা করতে এসেছি ।"

নিজের প্রশাসনিক এলাকার মধ্যেই মুখ্যমন্ত্রীর এইভাবে শান্তি প্রার্থনায় বসার ঘটনা জাতীয় রাজনীতির সাম্প্রতিক ইতিহাসে বিরল । কিছুদিন আগেই দিল্লির বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লির মসনদে এসেছিলেন কেজরিওয়াল । এই পরিস্থিতিকে রাজধানীতে হিংসা কমাতে কেজরিওয়ালের শান্তি প্রার্থনায় বসাটা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ।

22 ফেব্রুয়ারির রাত থেকে নতুন করে উত্তপ্ত হয়ে রয়েছে দিল্লি । উত্তর পূর্ব দিল্লির জাফরাবাদ মেট্রো স্টেশনের কাছে CAA-র প্রতিবাদে জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা । আজও নতুন করে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের । পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে, চলে কাঁদানে গ্যাসের সেলও ।

আজ রাজঘাট থেকে বেরিয়ে হিংসায় জখমদের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ।

দিল্লি, 25 ফেব্রুয়ারি : রাজঘাটে শান্তি প্রার্থনায় বসেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । সঙ্গে রয়েছেন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও । CAA বিরোধী প্রতিবাদে উত্তাল হয়ে রয়েছে দিল্লি । প্রথমে শাহিনবাগ । এখন জাফরাবাদ । CAA বিরোধী প্রতিবাদের জেরে ক্রমাগত হিংসা বাড়ছে সেখানে । এখনও পর্যন্ত একজন পুলিশকর্মীসহ মারা গেছে মোট নয়জন । হিংসায় জখম হয়েছে 135 জন । এই পরিস্থিতিতে রাজধানীতে অশান্তির পরিবেশ কমানোর জন্য রাজঘাটে মহাত্মা গান্ধির সমাধির সামনে প্রার্থনায় বসেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ।

আজ রাজঘাট থেকে অরবিন্দ কেজরিওয়াল বলেন, "আমি হাত জোড় করে আপনাদের কাছে অনুরোধ করছি, কোনওরকমভাবে হিংসার মধ্যে নিজেদের জড়িয়ে ফেলবেন না ।" তিনি আরও বলেন, " বিগত দুই দিন ধরে রাজধানীতে যেভাবে হিংসার পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে গোটা দেশ চিন্তিত । সাধারণ মানুষ মারা যাচ্ছে, সম্পত্তি ধ্বংস হচ্ছে । হিংসা বাড়লে তার প্রভাব সকলের উপরই পড়বে । গান্ধিজি আজীবন অহিংসার পথে চলেছেন । তাই আমরা গান্ধিজির কাছে প্রার্থনা করতে এসেছি ।"

নিজের প্রশাসনিক এলাকার মধ্যেই মুখ্যমন্ত্রীর এইভাবে শান্তি প্রার্থনায় বসার ঘটনা জাতীয় রাজনীতির সাম্প্রতিক ইতিহাসে বিরল । কিছুদিন আগেই দিল্লির বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লির মসনদে এসেছিলেন কেজরিওয়াল । এই পরিস্থিতিকে রাজধানীতে হিংসা কমাতে কেজরিওয়ালের শান্তি প্রার্থনায় বসাটা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ।

22 ফেব্রুয়ারির রাত থেকে নতুন করে উত্তপ্ত হয়ে রয়েছে দিল্লি । উত্তর পূর্ব দিল্লির জাফরাবাদ মেট্রো স্টেশনের কাছে CAA-র প্রতিবাদে জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা । আজও নতুন করে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের । পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে, চলে কাঁদানে গ্যাসের সেলও ।

আজ রাজঘাট থেকে বেরিয়ে হিংসায় জখমদের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.